[প্রসঙ্গ: বিশ্ব নারী দিবস উপলক্ষে আমার গাওয়া একটি গান] ১০ % ভালোবাসা shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


হ্যালো বন্ধুরা


আমি @milon.roy বাংলাদেশ থেকে লিখছি!


░▒▓█নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?█▓▒░


আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি ও অনেক ভালো আছি, আজকে ৮ই মার্চ আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস। তাই বিশ্ব নারী দিবস উপলক্ষে, আজকে আমি আপনাদের মাঝে একটি গান উপস্থাপন করতে চাই আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেয়া যাক।

গানের নাম: সেলাই দিদি মনি।

গায়ক: নগর বাউল জেমস।

দিদিমণি দিদিমণি সেলাই দিদি মনি ছলছল চোখে সেই দিদিমণি। আরে দিদিমণি দিদিমণি মনি সেলাই দিদিমণি, এই শহরে তোমার পাশে আমিও যে থাকি ও লাল টুকটুক সেলাই দিদিমণি। আরে দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা তোমার চোখে দেখি আমি রঙিন দিনের আশা। লাল টুকটুক লাল টুকটুক দিদিমণি, লাল টুকটুক লাল টুকটুক দিদিমণি।

আরে উদয় অস্ত খাটো তুমি ছাড়াও দেহের ঘাম, মহাজন' ও দেয় কি তোমার ঘামের সঠিক দাম। কখনো তুমি শিল্পী আর কখনো তুমি নারী, কখনো তুমি প্রেমিকা আর কখনো প্রতিবাদী, এই শহরে তোমার পাশে আমিও যে থাকি ও লাল টুকটুক সেলাই দিদিমণি ।দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা তোমার চোখে দেখি আমি ওরে রঙিন দিনের আশা। লাল টুকটুক লাল টুকটুক দিদিমণি, লাল টুকটুক লাল টুকটুক দিদিমণি।

চলতি পথে তোমার সাথে যখনি দেখা ইচ্ছা করে শুধায় তোমায় মনের দুটি কথা। কার লাগিয়া ছল্লো ছালো কাজল দুটি আঁখি কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখেনি। এই শহরে তোমার পাশে আমি ও যে থাকি ও লাল টুকটুক সেলাই দিদিমণি। দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা তোমার চোখে দেখি আমি ওরে রঙিন দিনের আশা ।লাল টুকটুক লাল টুকটুক দিদিমণি।

এই দিদিমণি দিদিমণি সেলাই দিদি মনি ছলছল চোখে সেই দিদিমণি আরে দিদিমণি দিদিমণি সেলাই দিদিমণি ও দিদিমণি এই শহরে তোমার পাশে আমিও যে থাকি ও লাল টুকটুক সেলাই দিদিমণি আরে দিদিমণি নিও তুমি আমার ভালোবাসা তোমার চোখে দেখি আমি রঙিন দিনের আশা লাল টুকটুক লাল টুকটুক দিদিমণি।

আশা করি আমার গাওয়া গানটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে। আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

শুভেচ্ছান্তে
@milon.roy

আমার পরিচয়

IMG_8823~2.JPG

আমার নাম শ্রী: মিলন রায়। আমি একজন বাংলাদেশের নাগরিক। আর আমার স্টিমিট আইডির নাম হচ্ছে@milon.roy। আমার বাসা হল দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা।



Sort:  

বিশ্ব নারী দিবস উপলক্ষে আপনি অসাধারণ গান শেয়ার করেছেন আমাদের সাথে।তথা, নারীকে নিয়ে অনেক সুন্দর একটা গান পরিবেশন করেছেন। জেমস মানেই আগুন। আপনার কন্ঠে গানটা শুনে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান এই কামনা করি। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বিশ্ব নারী দিবস উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি গান উপস্থাপন করেছেন ভাইয়া। সত্যিই অনেক সুন্দর। এবং আপনি খালি গলায় অনেক সুন্দর ভাবে এই গানটি উপস্থাপন করেছেন। আমার কাছে একান্ত অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবং আপনার জন্য ও শুভকামনা রইলো।

 3 years ago 

সেলাই দিদিমণি গানটি আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে কভার করেছেন। আপনার ভিডিওটি দেখে বেশ মজা পেলাম আপনার কথা বলার ভঙ্গী গুলো বেশ ভালো ছিল। ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি গান আমাদের মাঝে কভার করে শোনানোর জন্য। ভবিষ্যতে এমন পোস্ট আপনার কাছে আরও প্রত্যাশা রইল।

 3 years ago 

আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো। এবং আশা করি সবসময় পাশে থাকবেন।

বিশ্ব নারী দিবস উপলক্ষে আপনার গাওয়া একটি গানটি অনেক সুন্দর হয়েছে নারী দিবসে সকল মা দের কে গভীরভাবে স্মরণ করছি আপনার গানের মাধ্যমে খুবই সুন্দর সুন্দর কিছু কথা ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেয়ার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার গানের প্রশংসা করার জন্য। এবং আপনার জন্যেও শুভকামনা রইল।

 3 years ago 

জেমসের গান মানেই অন্যরকম জেমসের গান মানেই প্রতিবাদের ভাষা। জেমস একজনই তার মত করে আর দ্বিতীয়জন কেউ গাইতে পারবে না। তবে আপনি দারুন চেষ্টা করেছেন এবং সুন্দর গেয়েছেন। সুরের টলমল বেশ দারুন ছিল। তবে আপনি যদি আরেকটু গলা ছেড়ে গাইতেন আরো সুন্দর হতো। যাইহোক এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া জেমস এর গানের সুর মেলাতে গেলে খুবই কষ্ট হয় তারপরেও সুর মেলানো সম্ভব হয়না।

 3 years ago 

বিশ্ব নারী দিবস উপলক্ষে, নারীদের উদ্দেশ্য করে আপনি যে গানটি গাইলেন তার জন্য আপনাকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা মূলক অনুষ্ঠান হয়ে থাকে। আর আপনি সেই নারী দিবসে আমার বাংলা ব্লগে এসে নারীদের শ্রদ্ধা জানিয়ে অসাধারণ সুন্দর একটি গান গেয়ে শুনালেন। আপনার গাওয়া গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 
জেমস্ স্যারের গান মানেই সুপার হিট। তার প্রায় সব গানই আমার অনেক ভালো লাগে। বিশেষ করে এই গানটাও ভালো লাগে। আজ আপনার কণ্ঠে গানটা শুনে আবার নতুন করে মুগ্ধ হলাম। আশা করি মাঝে মাঝে আপনার কণ্ঠে গান শুনতে পারবো।
 3 years ago 

হ্যাঁ ভাইয়া জেমসের গান খুবই ভালো লাগে। জেমস হলো আমার প্রিয় শিল্পী। তাই তার গান গেয়ে থাকি।

নারীদের স্মরনে আপনার গাওয়া গানটি অনেক সুন্দর হয়েছে। এই গানটির প্রতিটি কথা নারীদের সামনে এগিয়ে যাওয়ার একটা ধাপ। টিকে থাকার প্রবণতা। অনেক ভালো লাগলো জেমস স্যারের এই গানটি শুনে। আপনাকে অনেক ধন্যবাদ স্যারের মহান গানটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার সুন্দর মতামত এর জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67844.42
ETH 2429.36
USDT 1.00
SBD 2.35