\\বাঁধাকপি দিয়ে পুলি পিঠার রেসিপি\\১০% পে আউট shy-fox
15-1-2022
১ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রসঙ্গঃ"বাঁধাকপি দিয়ে পুলি পিঠার রেসিপি"
হ্যালো বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন, ঈশ্বরের অশেষ কৃপায় আমিও অনেক ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে " বাঁধাকপি দিয়ে পুলি পিঠার রেসিপি" তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি খুব ভাল লাগবে, তো চলুন বন্ধুরা দেখে নেয়া যাক।
★বাঁধাকপি দিয়ে পুলি পিঠার রেসিপি★
জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে।
★ প্রয়োজনীয় উপকরণ★
- চালের আটা ৫০০ গ্রাম
- লবণ পরিমাণ মত
- গরম জল পরিমান মত
- তেল
- বাঁধাকপি একটি
- মরিচ ও পেঁয়াজ পরিমান মত
★ধাপ ১★
★ধাপ ২★
★ধাপ ৩★
★ধাপ ৪★
★ধাপ ৫★
★ধাপ ৬★
★ধাপ ৭★
★ধাপ ৮★
★ধাপ ৯★
★ধাপ ১০★
★ধাপ ১১★
★ধাপ ১২★
আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের অনেক সুন্দর লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
শুভেচ্ছান্তে :-
@milon.roy
ছোট করে আমার পরিচয়
আমার নাম শ্রী: মিলন রায়। আর আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @milon.roy। বর্তমানে আমি ফুলবাড়ী সরকারি কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করতেছি। আমার বাসা হলো দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা।
একদম ইউনিক, বাধাকপি দিয়ে পুলি পিঠা বানানো যায় তা আগে জানা ছিল না ভালো একটি রেসিপি শেয়ার করছেন। আপনার রেসিপি দেখে ভালো লাগলো।শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।
বাঁধাকপি দিয়ে আপনি বেশি ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন। এটা আমি এই প্রথম দেখলাম আপনার পোষ্টের মাধ্যমে। দেখে বেশ ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া, পাশে থাকার জন্য।
আপনি পুলি পিঠার রেসিপিটি অসাধারণ হয়েছে। সাধারণত পুলি পিঠাতে নারিকেল ব্যবহার করে থাকে। কিন্তু আপনি তার ব্যতিক্রম পাতাকপি ব্যবহার করেছেন। খেতে নিশ্চয় অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে । আপনার জন্য শুভকামনা রইল।
একটু স্বাদ বাড়ানোর জন্যই আমি ব্যতিক্রম পর্বটি বেঁচে নেই। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
বাঁধাকপি দিয়ে পুলি পিঠা সেই সুন্দর একটি পছন্দের খাবার আমার। আমি আজও এই পিঠাটি খেয়েছি এবং মাঝে মাঝে আমি টা খেয়ে থাকি। বিশেষ করে শীতকালে তো কোন কথাই নেই প্রচুর খাওয়া হয়ে পিঠাটি।
হ্যাঁ ভাই এই পিঠাটি খেতে আসলে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।