\\বাঁধাকপি দিয়ে পুলি পিঠার রেসিপি\\১০% পে আউট shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

15-1-2022

১ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ"বাঁধাকপি দিয়ে পুলি পিঠার রেসিপি"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, ঈশ্বরের অশেষ কৃপায় আমিও অনেক ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে " বাঁধাকপি দিয়ে পুলি পিঠার রেসিপি" তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি খুব ভাল লাগবে, তো চলুন বন্ধুরা দেখে নেয়া যাক।

★বাঁধাকপি দিয়ে পুলি পিঠার রেসিপি★

IMG20220115102838.jpg

জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে।



★ প্রয়োজনীয় উপকরণ★

  • চালের আটা ৫০০ গ্রাম
  • লবণ পরিমাণ মত
  • গরম জল পরিমান মত
  • তেল
  • বাঁধাকপি একটি
  • মরিচ ও পেঁয়াজ পরিমান মত
  • IMG_20220115_160726.jpg

    IMG_20220115_160658.jpg


    IMG20220115095840.jpg

    IMG20220115100334.jpg



    ★ধাপ ১★

    IMG_20220115_160726.jpg

    IMG_20220115_160658.jpg

    আমি প্রথমে একটি বাঁধাকপি নিলাম। তারপর কপি টি কেটে নিলাম।

    ★ধাপ ২★

    IMG20220115090209.jpg

    IMG20220115090227.jpg

    তারপর করাইয়ে দেয়া কাঁচা মরিচ এবং পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নিয়ে। তারপর বাঁধাকপি গুলো তার উপর দিয়ে দিলাম।

    ★ধাপ ৩★

    IMG20220115101137.jpg

    তারপর বাঁধাকপির ভাজি একদম রান্না করে প্রস্তুত করে নিলাম।

    ★ধাপ ৪★

    IMG20220115100334.jpg

    তারপর একটি পাত্রে আমি আটা গুলো নিয়ে নিলাম।

    ★ধাপ ৫★

    IMG20220115100518.jpg

    তারপর পাত্রে দেয়া আটা গুলোতে কিছু পরিমাণ লবণ ও গরম জল ঢেলে দিলাম।

    ★ধাপ ৬★

    IMG20220115101112.jpg

    তারপর লবণ ও গরম জল ঢেলে দেওয়া আঠা গুলোকে হাত দিয়ে ডলতে শুরু করলাম। এবং পুরোপুরি প্রস্তুত করে ফেললাম।

    ★ধাপ ৭★

    IMG20220115101411.jpg

    IMG20220115101442.jpg

    তারপর ডলে নেয়া আঠার অংশ থেকে একটুখানি আটা নিয়ে নিলাম এবং সেটিকে গোল করে তারমধ্যে বাঁধাকপি ভাজি দিয়ে দিলাম।

    ★ধাপ ৮★

    IMG20220115104821.jpg

    তারপরে তেলে ভাজার আগ পর্যন্ত পুরোপুরি পুলি পিঠা তৈরি করে ফেলি।

    ★ধাপ ৯★

    IMG20220115101308.jpg

    IMG20220115101325.jpg

    তারপর চুলোয় কড়াই বসিয়ে দেই এবং তাতে তেল ঢেলে দিলাম।

    ★ধাপ ১০★

    IMG20220115102033.jpg

    তারপর তেলটা গরম হওয়ার পর তারমধ্যে পিঠা গুলো ছেড়ে দেই।

    ★ধাপ ১১★

    IMG20220115102838.jpg

    তারপর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় পুলি পিঠার রেসিপিটা।

    ★ধাপ ১২★

    IMG20220115102953.jpg

    তারপর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়া রেসিপিটির সঙ্গে আমার একটা ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।

    আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের অনেক সুন্দর লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।




    শুভেচ্ছান্তে :-
    @milon.roy

    ছোট করে আমার পরিচয়

    IMG_8823~2.JPG

    আমার নাম শ্রী: মিলন রায়। আর আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @milon.roy। বর্তমানে আমি ফুলবাড়ী সরকারি কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স তৃতীয় বর্ষে লেখাপড়া করতেছি। আমার বাসা হলো দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা।




    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের।

    Sort:  
     3 years ago 

    একদম ইউনিক, বাধাকপি দিয়ে পুলি পিঠা বানানো যায় তা আগে জানা ছিল না ভালো একটি রেসিপি শেয়ার করছেন। আপনার রেসিপি দেখে ভালো লাগলো।শুভ কামনা রইল আপনার জন্য।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

     3 years ago 

    বাঁধাকপি দিয়ে আপনি বেশি ইউনিক একটা রেসিপি তৈরি করেছেন। এটা আমি এই প্রথম দেখলাম আপনার পোষ্টের মাধ্যমে। দেখে বেশ ভালো লাগলো।

     3 years ago 

    ধন্যবাদ ভাইয়া, পাশে থাকার জন্য।

     3 years ago 

    আপনি পুলি পিঠার রেসিপিটি অসাধারণ হয়েছে। সাধারণত পুলি পিঠাতে নারিকেল ব্যবহার করে থাকে। কিন্তু আপনি তার ব্যতিক্রম পাতাকপি ব্যবহার করেছেন। খেতে নিশ্চয় অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে । আপনার জন্য শুভকামনা রইল।

     3 years ago 

    একটু স্বাদ বাড়ানোর জন্যই আমি ব্যতিক্রম পর্বটি বেঁচে নেই। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

    বাঁধাকপি দিয়ে পুলি পিঠা সেই সুন্দর একটি পছন্দের খাবার আমার। আমি আজও এই পিঠাটি খেয়েছি এবং মাঝে মাঝে আমি টা খেয়ে থাকি। বিশেষ করে শীতকালে তো কোন কথাই নেই প্রচুর খাওয়া হয়ে পিঠাটি।

     3 years ago 

    হ্যাঁ ভাই এই পিঠাটি খেতে আসলে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

    Coin Marketplace

    STEEM 0.18
    TRX 0.16
    JST 0.029
    BTC 77191.63
    ETH 2961.40
    USDT 1.00
    SBD 2.63