[আমার বাংলা ব্লগ:- "আমার পরিচয় পর্ব"]
সবাইকে অভিনন্দন
নমস্কার,
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমার বাংলার সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার পরিচয় পর্ব পোস্ট করতে যাচ্ছি। এবং এটি আমার স্টিমিট এ আমার প্রথম পোষ্ট।
আমার পরিচয়
আমার স্টিমিট আইডি নাম @milon.roy। আমার নাম মিলন রায়। আমার বয়স ২৩ বছর। আমি একজন ছাত্র। আমি বর্তমান ফুলবাড়ী সরকারি কলেজ থেকে বাংলা বিভাগের অনার্সে পড়তেছি।
আমার বর্তমান ঠিকানা
আমার জাতীয়তা বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা বাংলাদেশের রংপুর বিভাগের, দিনাজপুর জেলার, পার্বতীপুর থানার, ৩ নং রামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জমিরহাট এলাকায়। আমার গ্রামের নাম জমিরহাট গৌড়পাড়া।
আমার পরিবার
আমার বাবার নাম জ্যোতিষ চন্দ্র রায়। আমার বাবার বয়স ৪০ বছর। পেশায় তিনি একজন কৃষক। আমার মায়ের নাম মায়া রানী। আমার মায়ের বয়স ৩৫ বছর । তিনি পেশায় একজন গৃহিনী।মা বাবা ভাই বোন নিয়ে আমাদের ছোট একটি পরিবার। আমরা দুই বোন এক ভাই। পরিবারে আমি বড় ছেলে, তারপর আমার ছোট দুটি বোন। তারা সবাই পড়াশুনা করতেছে।
আমার শিক্ষাজীবন শুরু
আমার শিক্ষাজীবন শুরু হয় ২০০৪ সালে। আমার বিদ্যালয়ের নাম ছিল রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে আমার শিক্ষাজীবনের অগ্রগতি শুরু হয়। তারপর আমি এখান থেকে ২০০৯ সালে সমাপনী পরীক্ষায় পাস করি। এরপর আমি জমির হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। তারপর এখান থেকে আমি ২০১৫ সালে মাধ্যমিক পাস করি। তারপর আমি উচ্চমাধ্যমিকে পড়ার জন্য খোলাহাটি ডিগ্রী কলেজে ভর্তি হয়। সেখান থেকে ২০১৭ সালে আমি উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর আমি ২০১৮ সালে ফুলবাড়ী সরকারি কলেজে বাংলা বিভাগ এ অনার্সে ভর্তি হই। বর্তমান আমি বাংলা বিভাগে অনার্সে পড়তেছি।
আমার শখ
সর্বোপরি পড়াশোনা শেষ করে আমার একটা ইচ্ছা আছে সরকারি চাকরিজীবী হওয়ার। আসলে বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া খুব টাফ ব্যাপার।এই সরকারি চাকরি পাওয়ার জন্য একটা স্টুডেন্ট কে বা ছাত্রকে অনেক জীবন যুদ্ধের সাথে লড়তে হয়। তাই আমিও লড়ে যাচ্ছি একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। এটা থেকে পরিবারের মোটামুটি সাপোর্ট পাচ্ছি। এখন খেলাধুলার বিষয়ে যদি যাওয়া যায়, আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফুটবল খেলা দেখেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তার মধ্যেই আমিও একজন। বিশেষ করে আমি একজন মেসির ভক্ত। তার খেলা আমার অনেক পছন্দের। বাকিদেরও অনেক ভালো লাগে, যেমন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া ও মার্সেলো।
আমার বন্ধু
বন্ধু বান্ধবের কথা না বললেই নয় তারপরেও বলে যেতে চাই। স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক বন্ধুবান্ধব রয়েছে। তার মধ্যে এই মনে পড়ে স্কুল জীবনের বন্ধুদের কথা। তাদের সাথে জড়িয়ে আছে অনেক জীবনের স্মৃতিময় কিছুদিন। যা কখনো ভুলার মত নয়। এজন্যই তাদেরকে নিয়ে কিছু কথা। বিশেষ করে আমার স্কুল জীবনের সাত থেকে আট জন বন্ধু আছে। আমরা সবাই একে অপরের পরিপূরক। কোন বন্ধুর কোন সমস্যা হলে আমরা একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দেই। বন্ধুদের তালিকায় নামে জড়িয়ে আসে, আতিয়ার, আবুল হায়াত, সংগ্রাম, ফিজার, আপন, সাগর, এমনও অনেক বন্ধু। তারা শুধু জড়িয়ে থাকা নয় যেন একে অপরের পরিপূরক।
আমি আমার বন্ধুর থেকে স্টিমিটের কাজ সম্পর্কে জেনেছি। আমার বন্ধুর আইডির নাম হচ্ছে:
@beer75
আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম।
ধন্যবাদান্তে-
@milon.roy
বন্ধু আমার বাংলা ব্লগে তোমাকে স্বাগতম। আশা করি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ শুরু করবে এই প্রত্যাশাই করি। আমার পক্ষ থেকে তোমার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
হা বন্ধু অবশ্যই কমিউনিটির সকল নিয়মকানুন মেনে চলবো। আমার পক্ষ থেকেও তোমার জন্য আন্তরিক শুভেচ্ছা।
আপনি পরিচয় পর্ব অনেক সুন্দর ভাবেই দিয়েছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটির যেসকল দিকনির্দেশনা আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন আশাকরি। abb-school এর বিভিন্ন লেভেল পার হয়ে কমিউনিটিতে কাজ করার সুযোগ পাবেন। এগিয়ে যান আপনার সাফল্যের পথে শুভকামনা। 😍😍
আপনাকে ধন্যবাদ। কমিউনিটির সব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করব
আমার বাংলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম। আশা করছি আপনার পথ চলা আমাদের সবাইকে মুগ্ধ করবে। আর তার সাথে আমাদের পরিবারের সব নিয়ম কানুন মেনে আমাদের সাথে চলে আমাদের পরিবারকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নিজের অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালন করবেন। শুভ কামনা রইলো।
অবশ্যই কমিউনিটির সব নিয়মকানুন মেনে চলার যথাসাধ্য চেষ্টা করব। আপনার জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন