রাজা ও রাণীর গল্পঃ

in আমার বাংলা ব্লগ22 days ago (edited)

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আমার বাংলার প্রথম ব্লগ সবাইকে স্বাগতম,আশাকরছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি । ইন্ডিয়া বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
আমি মোঃ সোহাগ মিয়া ,আজকে আমি একটা নতুন গল্পঃ নিয়ে আসলাম সবার মাঝে আশা করি সবার ভালো লাগবে। শুরু করছি আজকের গল্পঃ?

গল্পের নাম - আমার রাজা রাণীর


আমি পশু পাখির মধ্যে সব চাইতে বেশি ভালোবাসি কবুতর। আর এই কবুতর গুলো বলা হয় শান্তির পথিক। এই রাজা আর রাণীর কবুতর গুলোকে, আমি বাচ্চা থেকে বড় করেছি আপনেরা হয়তো বিশ্বাস করবেন না মাঝে মাঝে এই কবুতর গুলোকে আমি নিজে হাতে খাওয়াছি। আমি ছেলে কবুতর নাম দিয়েছি রাজা আর মেয়ে কবুতর নাম দিয়েছি রানী। এই কবুতর গুলো অনেক সুন্দর এবং অনেক লক্ষী । এই কবুতর গুলো ১/৫ মাস পর পর ডিম পারে ও জোড়ায় জোড়ায় বাচ্চা উঠায় । আমার এই কবুতর গুলো এক বারও বাচ্চা মিস করে না তাই আমার জন্য এই গুলো লক্ষী। রাজা ও রাণীর ছোট সংসার খায় দায় আর আকাশে উড়ে বেড়ায় মনের সুখে। এই তো ২-১০-২০২৪ তারিখে রাজা ও রানী ডিম পারলো এই বারো আশায় আছি আমাদের জোড়ায় বাচ্চা দিবে সবই আল্লাহ ইচছা। আমার এই রাজা রাণীর ঘরে ছোটও দুইটা কিউট বাচ্চা হবে ১৯-১০-২০২৪ তারিখে হয়তো। রাজা ও রানী তাই আনন্দে আত্মহারা তাদের ঘরে নতুন সন্তান আসবে এই সুন্দর পৃথিবীতে। রাজা ও রানী হয়তো ভাবছে তাদের এই বাচ্চাদের নিয়ে হতো মুক্ত আকাশে উড়ে বেড়াবে । আমার এই রাজা আর রাণীর জন্য সবাই দোয়া করবেন। ওরা যেনো এক সাথে আকাশে উড়েতে পারে। আপনারা কে কে আমার মতন কবুতর পাগল। ও, রাজা রাণীর বাচ্চা গুলোর নাম কি রাখা যায় সবাই একটু বলবেন ।


1000001968.jpg

1000001556.jpg


1000001967.jpg

1000001970.jpg

1000001560.jpg


সুখবর


সকালে উঠে দেখি, আল্লাহ অশেষ রহমতে আমার রাজার আর রাণীর বাচ্চা ফুটে বেরহয়েছে যায় অনেক সুন্দর এবং কিউট।
কবুতর এর বয়স -- কবুতর এর বয়স নির্ধারণ করা হয় কবুতর এর পালক দেখে। কবুতর এর মোট দশ টা পালক থাকে এই পালগ গুলো বলে হয় পর এই পালক গুলো ঝরে পরে যায় আবার নতুন করে উঠে। কবুতর যখন দশ পর জোরে উঠে তখন এই সব কবুতররে বলে এডাল্ট বা পাপ্ত বয়স বলা হয়।
কবুতর ছয় মাসে ডিম বাচ্চা করে।


1000001969.jpg


কবুতর এর জাত


1000001714.jpg


কবুতর এর ভিন্ন ধরনের জাত রয়েছে এর মধ্যে সব চাইতে ভালো ডিম বাচ্চা করে গুল্লা কবুতর আর কিছু কবুতর আছে এই গুলো আকাশে ঘণ্টার পর ঘণ্টা উড়ে বেড়ায় এই সব জাত বা কবুতর এর নাম হল গিরিবাজ কবুতর আরও আছে জাত সিরাজী, মুয়েরপঙ্খী সুব্জি কবুতর ইত্যাদি এই পৃথিবীতে আরও কত ধরনের জাত আছে কবুতর ।


কবুতর এর রোগ


কবুতর এর রোগ সব চাইতে কম হয় যদি আপনে কবুতর ছেড়ে পালন করেন তাহলে কবুতর এর রোগ কম হয় আর যদি কবুতর খাঁচায় পালন করেন তাহলে রোগ হয় কিন্তু তেমন না। তিন মাস পর কবুতরে কিরমি ক্রস করাতে হবে আর যদি রানীক্ষেত হয় তাহলে অমিডোস বা খাওয়ালে ঠিক হয়ে যাবে ইত্যাদি।


আমার পরিচয়


আমি মো: সোহাগ মিয়া আমি ঢাকা থাকি। আমার সব চাইতে ঘুরতে ভালো লাগে নুতন জায়গায় , ছবি তুলতে ভালো লাগে, কবুতর উড়াতে ভালো লাগে, ছায়াছবি দেখতে ভালো লাগে গেমস খেলতে ভালো লাগে বন্ধদের সাথে আড্ডা দিতে ভালো লাগে ।
সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও, আমাকে আরো অনুপ্রেরণা করবে, আর যদি আমার কোন প্রকার ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিটে দেখবেন ।


Sort:  
 22 days ago 

দারুণ নাম রেখেছেন রাজা রানী।আমারও কবুতর খুব ভালো লাগে।অলস দুপুরে কবুতরের বাক-বাকুম ডাক শুবতে খুব ভালো লাগে।আপনার রাজা,রানীর দেখছি ছানা হয়েছে। ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 22 days ago 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 91483.13
ETH 3152.10
USDT 1.00
SBD 3.10