মাঠে ঘাঁস কাটার অভিজ্ঞতা || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ রবিবার , জানুয়ারী ১৬/২০২২


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে মাঠে ঘাঁস কাটার অভিজ্ঞতা শেয়ার করব। চলুন শুরু করা যাক ।


IMG_20220116_114344.jpgIMG_20220116_115123.jpg

আজ সকালে ঘুম থেকে উঠে কিছুটা অলস ভাবেই বসেছিলাম। ঠিক সেইসময় আম্মু বলে উঠলো পুকুর পাড়ে গিয়ে ছাগলের জন্য কিছু ঘাঁস কেটে আনতে পারিস । ঠিক তখনই ভাবলাম যে ঘাঁস কাটার জন্য একটি হাইচু ও বাস্তা নিয়ে পুকুর পাড়ে গেলে কেমন হয়। এই কথা ভাবার পর বেরিয়ে পড়লাম ঘাঁস কাটার জন্য।

IMG_20220116_115224.jpg


হাইচু ও বাস্তা হাতে পুকুরপাড়ে যাওয়ার পথে দেখা হলো ইমতিয়াজ এদের সাথে এবং তাকে সাথে করে নিয়ে গেলাম। এবং যাওয়ার পথে সেই এই ছবিটা তুলেছিল।

IMG_20220116_122633.jpg


আমার বাসা থেকে পুকুর পাড়ে যেতে সময় লাগে প্রায় 20 মিনিটের মতো। যখন পুকুরপাড়ে পৌঁছে গিয়েছিলাম ঠিক সেই সময় কার ছবি এটি।

IMG_20220116_114349.jpg

IMG_20220116_114344.jpgIMG_20220116_115123.jpg

পুকুরপাড়ে পৌঁছে এবার শুরু করলাম ঘাঁসের সন্ধান। কোথায় ঘাঁস পাওয়া যায়। দেখলাম যে পুকুরের পাড়ে তেমন কোন ঘাঁস নেই। তবে পুকুরের ভিতরে যে কচুরিপানা আছে তার সাথে কিছু ভালো রকমের ঘাঁস আছে। আর তাই তখনই আমি নেমে পরলাম তার ভিতরে ঘাঁস কাটার জন্য। এবং ঘাঁস কাঁটার সময় তোলা কিছু ছবি এই গুলো।

IMG_20220116_114520.jpg


পানির ধারে ঘাঁস কাটছিলাম তাই ঘাঁসগুলো সামান্য পরিমাণ ভিজে গিয়েছিলো। তাই সেগুলো আমি হালকা শুকানোর জন্য একটি বাস্তার উপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যাতে করে তা শুকিয়ে যায়।
IMG_20220116_114608.jpgIMG_20220116_114602.jpg

সেগুলো শুকিয়ে গেলে এবার আমি ঘাঁসগুলো বাস্তায় ভরতে শুরু করি।

IMG_20220116_122418.jpg


বস্তার ভেতর ঘাঁসগুলো ভরা শেষ হলে এবার আমি ঘাঁসের বাস্তাটা আমি আমার কাঁধে নিয়ে বাসার দিকে রওনা দেয়।
IMG_20220116_123340.jpgIMG_20220116_123316.jpg

ঘাঁসের বস্তা নিয়ে বাসায় পৌঁছানোর পর, এবার আমি আমার ছাগলের সামনে একটা গামলা রাখি এবং তার ভিতরে ঘাঁসগুলো ঢেলে তাকে খেতে দেয়। আর এভাবে আমার কাজ শেষ হয় ।
স্থান লোকেশনজুগিরগোফা
ডিভাইসWalton Primo R6 Max
ফটোগ্রাফার@mdintiaz



এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার লাল শাকের রেসিপি পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

 3 years ago 

বাহ খুব ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে। যখন আমি বাসায় থাকি আমিও আমাদের জমি থেকে ঘাস আনতে চাই। যাইহোক দারুন একটি বিষয় শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি অভিজ্ঞতা নিয়ে পোস্ট করেছেন। মাঠে ঘাস কেটে আপনি আপনাদের ছাগলগুলোকে তা খাওয়ালেন এটি অনেক ভালো একটি কাজ। ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মন্তব্যর জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58251.65
ETH 2369.70
USDT 1.00
SBD 2.37