এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি লাভ বল তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ সোমবার , ডিসেম্বর ২৭/২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর লাভ বল তৈরি করে তা উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।


IMG_20211221_221618_998.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


লাভ বল বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ


১। রঙিন কাগজ
২। গাম
৩। কাইচি


IMG_20211221_204204_018.jpgIMG_20211221_204501_598.jpg

এই চারটি জিনিসের সাহায্যে সুন্দর করে একটি লাভ বল তৈরি করি।

রঙিন কাগজ গুলোকে কুচি কুচি করে কেটে একপাশে রেখে দেই।


ধাপ - ০২

IMG_20211221_210245_252.jpgIMG_20211221_210952_125.jpg

হাতের মাপ অনুযায়ী বৃও করে কাগজ গুলোকে সুন্দর ভাবে কেটে নেয়।
কাগজের বৃত্তগুলো কে সুন্দর ভাবে প্রথমে এক ভাঁজ করে নেই এবং পরবর্তীতে আরেকটি ভাঁজ করে একপাশে রেখে দেই।


ধাপ - ০৩

IMG_20211221_211717_477.jpgIMG_20211221_212449_253.jpg

যে বৃত্তগুলো কে সুন্দর ভাবে ভাঁজ করে একপাশে রাখা হয়েছিল। সেগুলো কে এবার সুন্দরভাবে গাম দ্বারা লাগাতে হবে। যাতে সেগুলো উঠে না যায়।


ধাপ - ০৪

IMG_20211221_214548_081.jpgIMG_20211221_215320_616.jpg

কাইচি দ্বারা কাগজের টুকরোগুলোকে একদিকে অল্প করে কেটে নেই এবং পরবর্তীতে যে গাম দেখা যাচ্ছে ওগুলা প্রতিটা ধাপে ধাপে একসাথে সবগুলো কাগজের টুকরো কে লাগিয়ে নেই।

কাগজের টুকরো গুলোতে গাম লাগানোর কাজ শেষ। এবার লাল কলমটি এবং হলুদ কলমটি তার ওপরে রাখি যে কলমটা দেখতে পারছেন এটা রঙিন কাগজ দিয়ে তৈরি কলম।


ধাপ - ০৫

IMG_20211221_215937_334.jpgIMG_20211221_220602_071.jpg

IMG_20211221_220422_744.jpg


আপনারা দেখছিলেন যে আমি সুন্দর ভাবে একটি কাগজের উপর আরেকটি কাগজ সুন্দরভাবে ধাপে ধাপে লাগিয়েছিলাম। সে গুলোকে এবার মেলিয়ে দিলে এই রকম দেখা যাবে।

লাল কাগজ দিয়ে সুন্দর করে হাতের মাপে একটি লাভ তৈরি করে নেই। পরবর্তীতে আবার কালো কাগজ দিয়ে আরেকটি লাভ কেটে নেই।


ধাপ - ০৬

IMG_20211221_221247_337.jpg


যে লাল বলটি আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন। সেই বলটির উপরে হলুদ বৃত্তাকার যে অংশটি সেটা তার উপরে রেখে দেই।


ধাপ - ০৭

IMG_20211221_221625_492.jpg


লাভ বল তৈরি করার কাজ এখন শেষ। আমি এখন এটাকে সুন্দরভাবে একপাশে রেখে ধাপে ধাপে সাজিয়ে দেবো এবং সাজানোর পর আমি এই ছবিটা তুলি। তবে এই নিজ হাতে রঙিন কাগজ দিয়ে তৈরি করা খুবই কঠিন একটা কাজ কিন্তু তারপরও যে আমি সাহস করে এটা করতে পেরেছি তা নিজের কাছে আমার খুবই গর্ভ মনে হচ্ছে।



এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার নিজ হাতে তৈরী লাভ বল পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার লাভ বল টি খুবই সুন্দর হয়েছে। তবে আরো একটু চেষ্টা করবেন যাতে আরো অনেক বেশি সুন্দর হয়। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর একটি লাভ বল বানিয়েছেন ভাই। আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। আমি খুব সহজেই আপনার পোষ্টের মাধ্যমে এটি বানানো শিখে গেলাম। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

অনেক সুন্দর হয়েছে ভাই রঙিন পেপার দিয়ে লাভ বল তৈরি । বানানোর পদ্ধতি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ দিয়ে লাভ তৈরি এই প্রথম দেখলাম। রঙিন কাগজ গুলো দিয়ে তৈরি করেছেন একটি লাভ বল যেটির উপস্থাপনা দারুন ছিল। ধন্যবাদ সুন্দর একটি প্রজেক্ট তৈরি করার জন্য। ভালো থাকবেন

 3 years ago 

ওয়াও!!!
অসাধারণ একটি লাভ বল তৈরি করেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লেগেছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45