পুঁইশাকের সাথে মাছের ঝোল রেসিপি। || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ শুক্রবার , ডিসেম্বর ২৪/২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি পুঁইশাক ও তেলাপিয়া মাছের ঝোল রেসিপি টি তৈরী করেছি। তা এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।


IMG_20211222_154052_920.jpgIMG_20211222_162634_755.jpg

সর্বশেষ মূল ছবি

ধাপ - ০১


IMG_20211222_153810_377.jpg


প্রথমে আমি তেলাপিয়া মাছ গুলা সুন্দর ভাবে পানি দিয়ে পরিষ্কার করে তার সাথে হলুদ ঝাল মসলা সবগুলা মাখিয়ে নেই।


IMG_20211222_153638_996.jpgIMG_20211222_153705_362.jpg

চুলার উপরে কড়াই দেই এবং কড়াইটি খুব ভালোভাবে গরম করে নেয়। পরবর্তীতে কড়াই উপরে তেল ঢেলে দেই।

IMG_20211222_154018_623.jpgIMG_20211222_154016_604.jpg

ঝাল হলুদ মাখানো যে মাছগুলা দেখতে পাচ্ছেন। সেগুলো গরম তেলের ওপরে একটা একটা করে ছেড়ে দেই।


IMG_20211222_154457_233.jpg


খুন্তি দিয়ে তেলের ওপরে যে মাছ গুলো আছে। সেগুলো উল্টিয়ে দেয়। নইলে এক দিকে পুড়ে যেতে পারে। তাই বারবার উল্টানোর পরে দেখা গেল যে আমার মাছ ভাঁজার কাজ শেষ হয়ে গেছে। এখন একটি পাত্রে উঠিয়ে রেখে দেই।


ধাপ - ০২


IMG_20211222_154052_920.jpgIMG_20211222_154607_622.jpg

পুঁইশাক গুলোকে সুন্দর ভাবে পানি দিয়ে ধুয়ে নেই

রান্নার প্রয়োজনীয় উপকরণ


১। পুঁইশাক ও তেলাপিয়া
২। ঝাল
৩। পেঁয়াজ
৪। রসুন
৫। আদা
৬। হুলুদ
৭।তৈল
৮। জিরা
৯। মসলা
১০। লবন

**

IMG_20211222_153640_146.jpgIMG_20211222_153802_294.jpg

চুলার উপরে কড়াই বসায় এবং কড়াই গরম হলে কড়াই এর ওপরে তেল ঢেলে দেই।


IMG_20211222_154441_465.jpg


পুঁইশাক গুলা এবার কড়াই এর ওপরে ঢেলে দেই।


IMG_20211222_154627_014.jpgIMG_20211222_154624_751.jpg

পুঁইশাক রান্না করার জন্য যে সকল প্রয়োজনীয় উপকরণ গুলো লাগে সেগুলো কড়াই এর ওপরে ঢেলে দেই।


ধাপ - ০৩


IMG_20211222_154919_403.jpgIMG_20211222_154732_173.jpg

এবারে আমি খুন্তি দিয়ে কড়াইতে যে পুঁইশাক গুলো রয়েছে সেগুলো কে খুব সুন্দর ভাবে নাড়াচাড়া করতে থাকি। যাতে কড়াই এ সাথে লেগে না যায়।


ধাপ - ০৪


IMG_20211222_155025_263.jpg

কড়াইতে পানি দেই।

IMG_20211222_155455_406.jpgIMG_20211222_155342_604.jpg

এখন খুব সুন্দরভাবে চুলা জ্বালিয়ে রাখতে হবে কারণ পানি দিয়েই পুঁইশাকটা সিদ্ধো করা হচ্ছে যখন এই পানিটি ফুটে যাবে তখন কি করতে হয় সেটা আমি এখন দেখাবো।


ধাপ - ০৫


IMG_20211222_155533_604.jpg


পানি ফুটে গেছে এখন একটা একটা করে মাছগুলো পুঁইশাকের মধ্যে ছেড়ে দেই।


IMG_20211222_160029_407.jpgIMG_20211222_155630_057.jpg

খুন্তি দ্বারা পুঁইশাক কে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো নিচে চলে যায়।


ধাপ - ০৬


IMG_20211222_160526_046.jpgIMG_20211222_160029_407.jpg

এখন আমি কড়াইটিকে ঢাকনা দিয়ে ঢেকে দেই এবং পরবর্তীতে কিছু সময় পর আবার ঢাকনা তুলে ফেলি।

IMG_20211222_160524_941.jpg


আবার ও ঢাকনা দিয়ে ঢেকে দেই।


IMG_20211222_161755_239.jpgIMG_20211222_161750_379.jpg

ঢাকনা তোলার মতো সময় হয়ে গেছে তাই আমি ঢাকনাটি তুলে ফেললাম। তখন দেখি আমার কড়াইতে তেল দেয়ার মত সময় হয়ে গেছে তাই আমি সব গুলো নামিয়ে ফেললাম কড়াই থেকে এবং কড়াইতে তেল দেয়ার প্রস্তুতি গ্রহণ করি।


ধাপ - ০৭


IMG_20211222_161748_280.jpgIMG_20211222_161712_349.jpg

কড়াই এর ওপরে তেল দেয়। তেল যখন গরম হয়ে যায়। ঠিক সেই সময় পেয়াজ গুলো কড়াইয়ের উপরে দেই। যখনই পেয়াজ গুলো পোড়া পোড়া হয়ে যায় ঠিক সেই সময়ই পুঁইশাকগুলো কড়াইয়ের উপর ঢেলে দেই।


IMG_20211222_161755_239.jpgIMG_20211222_161750_379.jpg

কড়াইতে তেল দেওয়ার ৫ মিনিট পর কড়াই এর ওপরে থেকে গামলাতে নামিয়ে রেখে দেয়।


IMG_20211222_162641_840.jpg


গামলাতে পুঁইশাক গুলো নামানোর পর আমি একটু স্বস্তি পায়। কারণ অতি কষ্ট করে এই রেসিপিটি আমি তৈরি করতে সক্ষম হই এবং এটাই আমার সর্বশেষ ছবি তুলি সেখান থেকে।

এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার রেসিপির পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ

Sort:  
 2 years ago 

ওয়াও আপনার পুঁইশাক দিয়ে মাছের ঝোল রেসিপি সত্যিই অনেক সুন্দর হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পুঁইশাকের সঙ্গে আপনার মাছের রেসিপি টি আমার কাছে চমৎকার লেগেছে। দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।মাটির চুলায় রান্না করা খাবার আমার কাছে নিয়ে অনেক বেশি স্বাদের লাগে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন ।যেটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার খুবই পছন্দের একটি রেসেপি। পুইশাক আমার পছন্দের। আমার বাসায়ও এভাবে রান্না করা হয়। খেতে অনেক মজার। আপনার রান্নাটাও লোভনীয় লাগছে।

 2 years ago 

ভাইয়া আপনার পুঁইশাক রান্না রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। পুঁইশাক শুধু রান্না করলে কিংবা যে কোন মাছ দিয়ে রান্না করলে বেশ মজার হয়। তেলাপিয়া মাছ দিয়ে পুঁইশাক এর একটি রেসিপি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আজকে নতুন একটা রেসিপি দেখলাম। সত্যি অনেক সুন্দর হয়েছে পুঁইশাখ দিয়ে তেলাপিঁয়া মাছের ঝোল। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ওয়াও! অসাধারন একটি রেসিপি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। পুইশাকগুলো একেবারে তরতাজা দেখে মনে হচ্ছে মনে হচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে, কারণ তাজা জিনিসের মজাই আলাদা। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আমার পোস্ট টি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

পুঁইশাক দিয়ে মাছের ঝোল এর অসাধারন একটি রেসিপি আপনি তৈরি করেছেন আপনার রেসিপিটি মনে হচ্ছে খেতে দারুন মজা হবে প্রস্তুত প্রণালি দারুণভাবে আমাদের সামনে মেলে ধরেছেন শুভকামনা থাকলো ভাই আপনার জন্য

 2 years ago 

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পুঁইশাকের সাথে মাছের ঝোল রেসিপি দারুণভাবে রান্না করেছেন ভাইয়া।খুবই ভালো লাগলো। প্রয়োজনীয় উপকরণ গুলো সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আর এগুলো খেতে অসাধারণ লাগে

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

 2 years ago 

পুঁইশাক আমার খুবই পছন্দের খাবার।শাক জাতীয় খাবারের মধ্যে এই শাকই বেশি খাওয়া হয়।তবে এর সঙ্গে মাছ কখনো খাওয়া হয়নি।আপনার রেসিপির ছবিগুলো দেখে মনে হচ্ছে যে, তরকারি খেতে খুব সুস্বাদু হবে।রান্না করার পদ্ধতি ধাপ আকারে খুব সুন্দরভাবে দেখিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67895.92
ETH 3743.70
USDT 1.00
SBD 3.64