এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ শনিবার , ডিসেম্বর ১৮/২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে দেখাবো।চলুন শুরু করা যাক ।


IMG_20211218_150830_309.jpgIMG_20211218_125708_776.jpg

সর্বশেষ মূল ছবি


🖌প্রথম ধাপ🖌️

IMG_20211218_101153_449.jpg

ওয়ালমেট তৈরির প্রয়োজনীয় উপকরণ


•রঙিন কাগজ
• কাটা কম্পাস
• কলম
• গাম
•কাইচী
• ব্রাস
• কাগজের বোর্ড

🖌দ্বিতীয় ধাপ🖌️
IMG_20211218_095303_413.jpgIMG_20211218_094708_066.jpg

ঘরের ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি কাগজের শক্ত বোর্ডটি গোলাকার আকৃতি ভাবে কেটে নেয়।

🖌তৃতীয় ধাপ🖌️
IMG_20211218_095602_699.jpgIMG_20211218_095347_202.jpg

এবার সাদা একটি পেইজ নিয়। সেটা গোলাকার বোর্ডের উপরে আঠা দিয়ে লাগিয়ে দেই।

IMG_20211218_100419_644.jpgIMG_20211218_100755_685.jpg

বোর্ডের উপরে সাদা কাগজ চারদিকে যেগুলো আছে সেগুলো খুব সুন্দর ভাবে কেটে ফেলি এবং মাঝে গোলাকার বৃত্ত তৈরি করি।

🖌চর্তুথ🖌️
IMG_20211218_084958_790.jpgIMG_20211218_085055_327.jpg

IMG_20211218_085313_333.jpg

এবার প্রথমে একটি সাদা কাগজ ও কাইচি নেই। তারপর সেটাকে সুন্দরভাবে গোলাকার করে
তৈরি করি।

🖌পঞ্চম 🖌️

IMG_20211218_091050_681.jpg

IMG_20211218_100755_685.jpgIMG_20211218_101807_782.jpg

এবার খুব সুন্দর ভাবে গাম দিয়ে কাগজ গুলোর মোড়ক তৈরি করি। সাদা যুক্ত যে বোর্ডে আছে। তার সাথে গাম লাগিয়ে এই মোড়ক গুলো একটি একটি করে বসাতে থাকি। এবং সাথে খেয়াল রাখতে হবে যেন এটা না উঠে যায়।

🖌৬ষ্ট🖌️
IMG_20211218_103046_322.jpgIMG_20211218_103912_027.jpg

আবার আমি কিছু হলুদ রঙের কাগজ কেটে নেই। এবং সেগুলো সাদা বোর্ডের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেয় ।

IMG_20211218_104634_657.jpg

হলুদ কাগজ গুলা সাদা যুক্ত বোর্ডের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেয়।

🖌৭ম🖌️
IMG_20211218_105706_008.jpgIMG_20211218_110622_647.jpg

একটি সাদা বোর্ড এবং অন্যটি হলুদ বোর্ড। হলুদ বোর্ডের এক মাথা বোর্ডের সাথে লাগানো আছে। অন্য মাথা লাগানো নেই। যে মাথাটা লাগানো নেই, সেটা আমরা কাগজের ওপর মাতার সাথে আঠা দিয়ে লাগিয়ে দেয়।

IMG_20211218_114438_201.jpg

কাগজ দিয়ে তৈরি কিছু কলাম।

🖌৮ম🖌️

IMG_20211218_115749_674.jpg

লাল ও সবুজ কাগজ দুইটি খুব সুন্দর ভাবে এবার লাভ আকৃতি করে কেটে নেই।

IMG_20211218_121840_444.jpgIMG_20211218_122912_410.jpg

লাল সবুজ কাগজ দুটি কেটে লাভ আকৃতির হয়ে গেলে। এবার, এখন এটা সাদা যুক্ত যে বোর্ড আছে তার ওপরে লাগিয়ে দেয়। সবুজ কাগজ নিয়ে কাইচি দিয়ে ছোট ছোট করে কেটে গাছের পাতা তৈরি করার মতো করে একসাথে জড়িয়ে নেই।

🖌৯ম🖌️
IMG_20211218_123900_777.jpgIMG_20211218_123340_241.jpg

সবুজ পাতাগুলো তৈরি করে সেগুলো হলুদ বোর্ডের মাঝখানে রেখে দিলাম। কাগজ দিয়ে যে কলাম তৈরি করেছিলাম। সেগুলো বোর্ডের সাথে লাগিয়ে দিলাম।

IMG_20211218_125633_446.jpg

আমি দুটি বোর্ড তৈরি করতে সক্ষম হয়েছি।

🖌১০ম🖌️

IMG_20211218_150830_309.jpg

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী করার শেষে, এখন দেয়ালে লাগানো হয়েছে। কঠোর পরিশ্রমের পর আমি এই ওয়ালমেট তৈরি করতে সক্ষম হয়েছি ।


এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে।আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর আর চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন।দেয়ালে টানানো অবস্থায় দারুন লাগছে।ধাপ গুলোও বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

আমার কাজ আপনার পছন্দ হয়েছে। এটাই আমি খুশি ধন্যবাদ

 3 years ago 

ওয়াও!!
চমৎকার চমৎকার দুটি ওয়াল মেট আপনি তৈরি করেছেন।
দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন
ধন্যবাদ

 3 years ago 

আমার ওয়ালমেটটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি অসাধারণ ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে মনে হয় যেন একটা সূর্যমুখী ফুল ফুটে আছে। আপনি অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে কাজটি করেছেন। এবং আমার সাথে শেয়ার আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমি যেন আরো ভালো করতে পারি দোয়া করেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ার জন্য।

 3 years ago 

আপনি জিনিসগুলি তৈরিতে খুব সৃজনশীল আমি সত্যিই আপনার কাজ পছন্দ করি আপনার কাজের সঙ্গীকে আরও উন্নত করতে থাকুন শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আপনি সবসময় খুশি থাকবেন

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার ওয়ালমেট টি দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে সাদা ওয়ালমেট একটু বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মাঝে সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার নিপুন হাতের সাহায্যে রঙিন কাগজের মাধ্যমে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে ফুল তৈরি করার কলাকৌশল টি, ফুলের মধ্যে সবুজ রঙের ফুলটি আমার অনেক বেশি ভালো লেগেছে, শুভকামনা রইল ভাই আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93785.26
ETH 3367.35
USDT 1.00
SBD 3.26