এসো নিজে করি"রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা নৌকা তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ সোমবার, নভেম্বর ০৮/ ২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর নৌকা তৈরি করে তা আপনাদের সামনে উপস্থাপন করব । চলুন শুরু করা যাক ।


IMG_20211107_160720.jpgIMG_20211107_161817.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


IMG_20211107_154856.jpg


নৌকা তৈরি প্রয়োজনীয় উপকরণ


১/ একটি রঙিন কাগজ।


ধাপ - ০২


IMG_20211107_155003.jpg


নৌকা তৈরির জন্য প্রথমে রঙিন কাগজ মাঝ বরাবর অর্ধেক ভাগে ভাগ করে ফেলি।

ধাপ - ০৩


IMG_20211107_155015.jpgIMG_20211107_155201.jpg

কাগজটি মাঝ বরাবর ভাজ করার পর প্রথম চিত্র যেমন আছে এমন দেখাবে । এমন দেখানোর পর আবার এটি কেউ আবার মাঝ বরাবর ভাঁজ করুন। দেখবেন কাগজটি চিত্রে যেমন আকৃতি দেয়াতে এমন ছোট আকৃতির হয়ে যাবে।

ধাপ - ০৪


IMG_20211107_155308.jpg


এবার ছোট আকৃতির ভাগ হওয়ার পর কাগজের মাঝ বরাবর একটু দাগ পড়েছে এবং সেই দাগ অনুসরণ করে এক মাথা দাগের প্রান্তে বাঁকা করে দুইটি প্রান্ত ত্রিভুজাকৃতি তৈরি করুন।

ধাপ - ০৫


IMG_20211107_155429.jpgIMG_20211107_155510.jpg

এভাবে ত্রিভুজাকৃতি তৈরি হয়ে গেলে দেখবেন কাগজের কিছু অংশ নিয়েছে অবশিষ্ট থাকবে। এবার আপনি সেই কাগজের অংশটি ভাজ করে সেটি ত্রিভুজাকৃতির সাথে লাগিয়ে দিন। এভাবে দুইটি দুই প্রান্ত থাকবে। সেটি দুইটিকে দুইদিকে লাগিয়ে দিবেন।

ধাপ - ০৬


IMG_20211107_155611.jpg


কাগজের অবশিষ্ট অংশ দুই প্রান্তে লাগিয়ে দেওয়ার পর চিত্তে যেমনটি দেখাচ্ছে ঠিক এমনটি দেখাবে।

ধাপ - ০৭


IMG_20211107_155806.jpg


এবার এটিকে আপনি মাঝ বরাবর ধরে হালকা ফাঁক করে, সেটি দুই প্রান্ত লাগিয়ে দিলে এমন ত্রিভুজাকৃতি তৈরি হবে। যেমনটি চিত্রে দেখানো হয়েছে।

ধাপ - ০৮


IMG_20211107_160028.jpg


এবার আপনি এই ত্রিভুজাকৃতি কাগজটিকে আরো ছোট আকারে ত্রিভুজাকৃতি তৈরি করুন। এর জন্য আপনাকে প্রথমে এর মাঝ বরাবর রেখে দুই মাথা ভাগ করতে হবে। যেটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে।

ধাপ - ০৯


IMG_20211107_160103.jpgIMG_20211107_160110.jpg

এবার কাগজটি ত্রিভুজাকৃতির আরো ছোট আকৃতির ভাঁজ করার পর যেমনটি দেখানো হয়েছে এমন দেখাবে। এবং একসাথে দুইটি মাথা কিছুটা ফাটানো অবস্থায় থাকবে।

ধাপ - ১০


IMG_20211107_160157.jpg


এবার আপনি ছোট ত্রিভুজাকৃতির ফাটা দুই মাথা দুই আঙ্গুল দিয়ে ধরেন। এবার দুই দিকে টান দিতে থাকেন দেখেন মাঝখান বরাবর আরেকটি ছোট এিভুজ আকৃতির দেখাবে।

ধাপ - ১১


IMG_20211107_160326.jpg


এবার যদি আপনি সেটি পুরোপুরিভাবে টান দিয়ে লম্বা করেন দেখবেন যে একটা ছোট নৌকা তৈরি হয়ে যাবে ।

ধাপ - ১২


IMG_20211107_160604.jpg

আর এভাবে পুরো প্রসেসটি করার পার। এভাবে আমি একটি নৌকা তৈরির কাজ শেষ হয়। আর নৌকা তৈরি কাজ শেষ হওয়ার পর নৌকাটি আমি রেখে এই ছবিটি তুলি। আমি প্রধানত দুটি নৌকা তৈরি করেছিলাম। একটি সাদা কাগজে আর একটা রঙিন কাগজের। আর এভাবেই আমি আমার পুরো কাজটি সম্পন্ন করি।
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে।আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 3 years ago 

অনেক বছর পর মনে হচ্ছে এই নৌকা বানানো দেখলাম।যখন ছোট ছিলাম তখন এইভাবে করে অনেক বেশি নৌকা বানাতাম। প্রথম প্রথম এভাবে নৌকা বানিয়ে এরপর বালতির পানিতে ভাসতে দিতাম। যখন ডুবে যেতো তখন খুব মন খারাপ হতো। আপনার রঙ্গীন কাগজ দিয়ে নৌকা তৈরি করাটি সুন্দর হয়েছে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে দুইটি নৌকা তৈরি করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আমিও ছোটবেলায় এরকম নৌকা বানিয়ে পানিতে ভাসিয়েছি অনেক ভালো লাগলো আপনার নৌকা গুলা দেখে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার নৌকা দুটো খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে এখনই নৌকা দুটো নিয়ে পানিতে ভাসিয়ে দিয়ে আসি ।আমার কাছে লাল কালারের নৌকাটা বেশি ভালো লেগেছে ।এরকম নৌকা মনে হয় আমরা সবাই বানাতে পারি কমবেশি ।দেখতে ভালো লাগে ছোটবেলার কথা মনে পড়ে যায় ।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সেই ছোটবেলার কথা পড়ে গেলো! কতো নৌকা বানিয়েছি হিসেব নেই। খুব মিস করি দিনগুলো। আপনার নৌকাটাও সুন্দর হয়েছে। ধাপে ধাপে সুন্দর করে বর্ননা দিয়েছেন।

 3 years ago 

ভাই আপনি তো সেই ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন। এখন তো ভুলেই গেছি কিভাবে বানাতে হয়। আজ আপনার পোস্ট টি দেখে আবার শিখে ফেলেছি। কারন আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন যে কেউ সহজেই বুঝতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এ ধরনের নৌকা অনেক তৈরি করেছি।বিশেষ করে স্কুল লাইফ এগুলো তৈরি করা বেশি হতো।খুব সহজভাবে নৌকা তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ। 😍

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা নৌকা তৈরি তৈরি করেছেন। এরকম আমরাও ছোটবেলায় তৈরি করে পানিতে ভাসিয়ে দিতাম।♥♥

 3 years ago 

আপনার নৌকা তৈরি করা দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল। আর আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল। আর যাই হোক এরকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাইয়া, রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর নৌকা তৈরি করেছেন। নৌকা গুলো দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, ছোটবেলায় এরকম নৌকা তৈরি করে পানিতে ছেড়ে দিতাম।খুবই ভালো লেগেছে ভাই আপনার নৌকা তৈরি।নৌকা তৈরির প্রতিটি ধাপ বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে নৌকা তেরি করছেন।তবে আমরা এই আমাদের শৈশব কালে খুব করতাম ।আর সুন্দর ভাবে উপস্থাপনাও করছেনআপনার জন্য অনেক শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57431.51
ETH 3085.99
USDT 1.00
SBD 2.35