এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ রবিবার, ডিসেম্বর ১২/২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করে তা উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।


IMG_20211212_131749.jpgIMG_20211212_131740.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


IMG_20211212_121141.jpg


ওয়ালমেট তৈরির প্রয়োজনীয় উপকরণ


১/ কাটার বা কাইচে ১টি ।
২/ রঙিন কাগজ।
৩/ ছোট একটি আঠা।
৪/ একটি কলম


ধাপ - ০২


IMG_20211212_121410.jpgIMG_20211212_121533.jpg

ফুলের ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি রঙিন কাগজ নেয়। এবং রঙিন কাগজ টিকে ত্রিভুজাকৃতির তৈরি করি। এবং বাকি অংশটুকু একটা কাইচে ব্যবহার করে কেটে ফেলি।

ধাপ - ০৩


IMG_20211212_121803.jpgIMG_20211212_123015.jpg

ত্রিভুজ তৈরি হয়ে গেলে, এবার ত্রিভুজটি কে আরো ছোট আকার দেয়ার জন্য ত্রিভুজকে মাঝ বরাবর রেখে ভাজ করে ছোট করি।

ধাপ - ০৪


IMG_20211212_123131.jpg

ত্রিভুজটি ছোট হয়ে গেলে, এবার ত্রিভুজের দুই মাথা মাঝ বরাবর রেখে, দুদিকে ঘুরিয়ে দেই। যেমনটি আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছি।

ধাপ - ০৫


IMG_20211212_123337.jpgIMG_20211212_123408.jpg

ত্রিভুজের দুই মাথা দুই দিকে ঘুরিয়ে দেয়ার পর, এবার আমি একটা কাইচে ব্যাবহার করি এবং কাইচে ব্যবহার কোরে সেটি সমানভাবে কেটে ফেলি।

ধাপ - ০৬


IMG_20211212_123744.jpgIMG_20211212_124028.jpg

সমান ভাবে কাটা হয়ে গেলে এবার আমি একটি কলম ব্যবহার করি। বিশেষ করে একটি কলম নিয়ে ত্রিভুজটির উপর একটি ডিজাইন তৈরি করি। এবং সেই ডিজাইন টি কেটে বের করার জন্য কাইচে ব্যবহার করি এবং কাইচে দিয়ে ডিজাইন টি কেটে বের করি।

ধাপ - ০৭


IMG_20211212_124634.jpgIMG_20211212_131617.jpg

ডিজাইন টা কেটে বের করে আনার পর, সেটার ভাজ খুলি এবং একটা জায়গায় রাখি। তারপর আমি আঠার ব্যবহার করি। এবং পুরো ডিজাইনের উপর আমি আঠা লাগিয়ে দেই।

ধাপ - ০৮


IMG_20211212_131749.jpgIMG_20211212_131740.jpg

ফুলের ডিজাইন টির উপর আঠা লাগানো হয়ে গেলে, এবার আমি ডিজাইনটি নিয়ে একটি ওয়ালে লাগিয়ে দেই। এবং সর্বশেষ আমি এই ছবিটি তুলি।
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে।আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি ডাই আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন ভাই। দেখতে বেশ সুন্দর হয়েছে। আপনি অনেক সময় ও ধৈর্য নিয়ে এই পোষ্টটি সাজিয়েছেন সেটা দেখেই বুঝা যাচ্ছে।

আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

আপনার রঙিন কাগজের ওয়ালমেট অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ কেটে পাতা তৈরি করেছেন। এবং সে পাতা গুলো দিয়ে আপনি ওয়ালমেট তৈরি করেছে। দেখে খুবই ভালো লাগছে। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আসলে ওয়ালমেট তৈরি করতে অনেক সময় এর প্রয়োজন হয়। আপনি সময় নিয়ে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ফুলটি আমার বেশ ভালই লাগলো। সুন্দরভাবে ফুটে উঠেছে । আপনার জন্য শুভকামনা রইল।
 2 years ago 

আপনি যা করেছেন তা আমাদের সাথে ভাগ করার জন্য ধন্যবাদ, এবং এটি সত্যিই দুর্দান্ত।
আপনার জন্য শুভকামনা আমার বন্ধু.

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট অসাধারণ সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমিও অনেক পছন্দ করি। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপের বিবরণ গুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.030
BTC 68101.41
ETH 3762.16
USDT 1.00
SBD 3.69