"এসো নিজে করি"রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ রবিবার, অক্টোবর ১৭/ ২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করে তা আপনাদের সামনে উপস্থাপন করব । চলুন শুরু করা যাক ।


IMG_20211016_130400.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


IMG_20211016_115238.jpg


বাড়ি তৈরির প্রয়োজনীয় উপকরণ


১/ কাটার বা কাইচে ১টি ।
২/ ছোট একটি আঠা। আমি এখানে সুপার গুলো আঠা ব্যবহার করেছি।
৩/ তিনটি রঙিন কাগজ


ধাপ - ০২


IMG_20211016_115951.jpg


প্রথমে একটি রঙিন কাগজ নেই এবং সেই রঙিন কাগজ কে লম্বালম্বিভাবে এর মাঝখান দিয়ে ভাজ করি। ঠিক এমন ভাবে ছবিতে যেমন ভাবে দেখানো হয়েছে।

ধাপ - ০৩


IMG_20211016_120131.jpg


লম্বালম্বিভাবে ভাঁজ করার পর। এবার কাগজের ভাজ মাঝ বরাবর রেখে কাগজের এক প্রান্তের দুই মাথা ত্রিভুজ আকৃতির তৈরি করি।

ধাপ - ০৪


IMG_20211016_120244.jpg


কাগজের প্রথম প্রান্তটি যে ভাবে ত্রিভুজ আকৃতির তৈরি করেছেন। ঠিক একইভাবে কাগজের অপরপ্রান্ত ত্রিভুজাকৃতি তৈরি করুন।

ধাপ - ০৫


IMG_20211016_120404.jpg


এবার কাগজের দুই প্রান্ত ত্রিভুজ আকৃতির তৈরী করা হয়ে গেলে। দুইটি ত্রিভুজ আকৃতির মাঝ বরাবর ধরে এমন আকৃতির তৈরি করুন। যেভাবে চিত্রে দেখানো হয়েছে।


ধাপ - ০৬


IMG_20211016_120545.jpg


দ্বিতীয় ধাপ থেকে শুরু করে পঞ্চম ধাপ পর্যন্ত যে নিয়মগুলো ও দিয়ে কাগজের এমন আকৃতি তৈরি করা হয়েছে। একই নিয়ম মেনে এভাবে দুইটি কাগজ তৈরি করুন।

ধাপ - ০৭


IMG_20211016_122808.jpg


দুইটি কাগজ তৈরি হয়ে গেলে। এবার সে দুটি কাগজ নিয়ে একটি সাথে আরেকটি পাশাপাশি ভাবে যুক্ত করুন। যে ভাবে চিত্রে দেখানো হয়েছে।

ধাপ - ০৮


IMG_20211016_123321.jpg


দুইটি কাগজ পাশাপাশি ভাবে যুক্ত করার পর সেগুলো যাতে খুলে না যায় এর জন্য আপনি এবার আঠা ব্যবহার করুন। আঠা দিয়ে সেগুলো ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিন।

ধাপ - ০৯


IMG_20211016_123818.jpg


শক্ত করে আঠা লাগানো হয়ে গেলে এবার সেটিকে চিত করে রাখুন। এবং তারপরে এবার আপনি কাইচে ব্যবহার করে এর মাঝ বারাবর একটি দরজা তৈরি করার জন্য কেটে দরজা আকৃতির ফাঁকা জায়গা করুন। ঠিক যেমনটি চিত্রে দেখানো হয়েছে।

ধাপ - ১০


IMG_20211016_124506.jpg


এবার আপনি ঘরের চাল বানানোর জন্য আরেকটি রঙিন কাগজ নেন। এবং সেটিকে নিয়ে মাঝ বরাবর দিয়ে ভাগ করে একটি ঘরের চাল আকৃতি তৈরি করুন। যেভাবে আমি চালটি তৈরি করে ঘরে পাসে চালটি রেখে আপনাদের চিত্রের মাধ্যমে দেখিয়েছি।

ধাপ - ১১


IMG_20211016_130315.jpgIMG_20211016_130724.jpg

এবার আপনি ঘরের উপর ঘরে চারটি রাখুন। রাখার পর এবার আপনি আঠা দিয়ে ঘরের চালটি ভালভাবে চারিদিক লাগিয়ে দিন। যাতে করে এটি উঠে না যায়। তারপরে আপনি সেটিকে লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন এবার ভালোভাবে লেগেছে। আর এভাবে আপনি রঙিন কাগজ দিয়ে একটি সম্পূর্ণ ঘর তৈরি করতে পারবেন । আর আমি এভাবে আমার কাজটি শেষ করেছি। এবং সর্বশেষ আমি ঘরটি হাতে নিয়ে একটি ছবি তুলেছি।
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 3 years ago 

ঘরটি যেমন সুন্দর হয়েছে ঠিক তেমন আপনার কালার কম্বিনেশন টাও অসাধারণ হয়েছে। আসলে যে কোন কিছু তৈরি করতে হলে কালার এর দিকে নজর রাখা খুব জরুরি কারণ একজন মানুষের রুচি কেমন সেটা কালার এর উপর ভিত্তি করে।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

❤️❤️🙏🙏🙏🙏

 3 years ago 

আপনার তৈরি বাড়িতে অসাধারণ হয়েছে। সুন্দরভাবে বাড়ির বড়রা টি ধাপে ধাপে উপস্থাপন করেছেন যা আমাদের সবাইকে বুঝতে অনেক সহজ হবে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার কাগজ দিয়ে তৈরি বাড়িটি অসম্ভব সুন্দর ছিল। কখনো কাগজ দিয়ে বাড়ি তৈরি করার চেষ্টা করি নাই।আপনি তৈরি দেখে চেষ্টা করবো। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটা বাড়ি তৈরি করেছেন খুব সহজেই। এবং কে আমাদেরকে ধাপে ধাপে দেখিয়েছেন। সবচেয়ে বেশি সুন্দর ছিল আপনার উপস্থাপনা টি আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আমার পোস্ট টি দেখার জন্য

অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি কাগজের ঘরটি।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন কাজটি।অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এমন একটি সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার কাগজের রঙিন বাড়িটি খুব সুন্দর হয়েছে ।আপনার পোস্টটি আপনি খুব সুন্দর করে সাজিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু

আপনার কাগজ দিয়ে তৈরি বাড়িটি অসম্ভব সুন্দর ছিল। কখনো কাগজ দিয়ে বাড়ি তৈরি করার চেষ্টা করি নাই।তবে পরবর্তীতে বানানোর চেষ্টায় থাকবো। সুন্দর করে উপস্থাপনা করেছেন পোষ্ট সম্পর্কে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই, পোস্টে সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ আপনার ঘরটি অনেক সুন্দর হয়েছে। যা মুখে বলে প্রকাশ করা যাবে না। এরকম ঘর আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ

 3 years ago 

বাহ রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন। অপনার অনেক সুন্দর প্রতিভা আছে। বাড়ি তৈরি করার প্রতিটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে সুন্দর বর্ণনা ও দিয়েছেন। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আমার পোস্ট টি দেখার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার ঘর তৈরিতে অনেক বেশি সুন্দর হয়েছে। একদম কালার কম্বিনেশন তো ভালোই বলতে হবে আর দেখতে অনেক কিউট লাগছে। মনে হচ্ছে প্লাস্টিকের খেলনা ঘর গুলো কিনতে পাওয়া যায় আপনার ঘর তৈরী করাটা ও যেন ওই ঘরগুলি, অনেক ভালো হয়েছে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 59541.64
ETH 2637.04
USDT 1.00
SBD 2.45