এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হ্যাপি নিউ ইয়ার কার্ড তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ রবিবার , জানুয়ারী ৯/২০২২


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর ভাবে নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরী করেছি তা উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।


IMG_20220108_223055_785.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


IMG_20220108_212039_714.jpg

কার্ড তৈরীর প্রয়োজনীয় উপকরণ


১। রঙিন কাগজ
২। কাইচি
৩। গাম

ধাপ - ০২


IMG_20220108_212115_052.jpg

প্রথমে আমি নীল রংয়ের একটি কাগজ নেয়।

IMG_20220108_212229_711.jpg

কাগজটি এদিক ওদিক ওলটিয়ে ভাজ মেরে নেই।

IMG_20220108_212324_303.jpg

ভাজ মারা কাজ আমি এইমাত্র শেষ করলাম। খুব সুন্দর ভাবে কাগজ ভাজ করতে হবে।

ধাপ - ০৩


IMG_20220108_212503_030.jpg

কাগজের মাঝে থেকে এক ভাজ মেরে রেখে দেয়

IMG_20220108_212629_452.jpg

কাগজের সাথে গাম লাগিয়ে জোড়া লাগায়।যেখান থেকে বাকানো হয়েছে।

ধাপ - ০৪


IMG_20220108_212751_122.jpg

রঙিন লাল কাগজ নেই। এবং মাঝখানে ভাজ করি।

ধাপ - ০৫


IMG_20220108_213029_949.jpgIMG_20220108_213025_573.jpg

IMG_20220108_212923_496.jpg

রঙিন লাল কাগজটিকে প্রথমে অর্ধেক করি।তারপর ছোট ছোট অংশ করে কেটে নেই। এখন আমার রঙিন কাগজ কাটা কাজ সম্পূর্ণ হয়েছে।

ধাপ - ০৬


IMG_20220108_213443_602.jpg

রঙিন একটি সবুজ কাগজ নেই।

IMG_20220108_213829_616.jpg

তার সাথে গাম লাগিয়ে নেই। অন্য যে লাল কাগজটি আছে। তার সাথে মারার জন্য।

ধাপ - ০৭


IMG_20220108_214012_387.jpgIMG_20220108_214236_444.jpg

লাল কাগজটি সবুজ রঙের কাগজের সাথে লাগিয়ে দেয়। কাগজ লাগানো হয়েগেছে।

ধাপ - ০৮


IMG_20220108_214440_388.jpgIMG_20220108_214444_020.jpg

সবুজ কাগজের উপর লাল কাগজ মারা হয়েছে। নীল যে অংশটি গাম লাগানো হয়েছিল সেটা এখন গাম দ্বারা আবার লাগিয়ে নেই।

IMG_20220108_214657_584.jpg

ধাপ - ০৯


IMG_20220108_221059_307.jpgIMG_20220108_221250_947.jpg

হ্যাপি নিউ ইয়ার কাগজ গুলো ভালো ভাবে কার্ডের সাথে লাগিয়ে দেয়। কাগজ কেটে লাভ তৈরী করে নেই। এবং গাম দ্বারা কাগজের সাথে লাগিয়ে দেয়।

IMG_20220108_223203_063.jpg

অতি পরিশ্রমের পরে কার্ড টি তৈরি করতে সক্ষম হয়েছি। এবং পরে আমি এই ছবিটি তুলি।


এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার নিজ হাতে তৈরী হ্যাপি নিউ ইয়ার কার্ড পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অ্যাপ এ নিউ ইয়ার এর কার্ড তৈরি করেছেন। কার্ড তৈরি করার প্রসেস খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনি অনেক পরিশ্রম করে কার্ড তৈরি করতে সক্ষম হয়েছেন জেনে ভালো লাগলো। সত্যিই অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি হ্যাপি নিউ ইয়ার কার্ড।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য।

 3 years ago 

হাতে তৈরি জিনিসের মজাই আলাদা। নিজে তৈরি কার্ড গিফট করলে তার গুরুত্ব বেড়ে যায় বহুগুণ
অনেক সুন্দর হয়েছে আপনার এই নিউ ইয়ার কার্ড। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

  • হ্যাপি নিউ ইয়ার কার্ড খুবই অসাধারণ হয়েছে। এতদিন পরেও আপনার কার্ডটি দেখে খুবই ভাল লেগেছে। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হ্যাপি নিউ ইয়ার কার্ড তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

বাহ ভাইয়া রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হ্যাপি নিউ ইয়ার কার্ড তৈরি করেছেন আপনি। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। সত্যিই সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে। প্রত্যেকটা ধাপ ছিল নিখুঁত ভাবে তৈরি করা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

নতুন বছর উপলক্ষে আপনি অনেক সুন্দর একটা কার্ড তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। কার্ড তৈরির প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই অনেক সুন্দর নিউ ইয়ার কার্ড বানিয়েছেন ভাই। কার্ডটি আমার কাছে অনেক ভালো লেগেছে।নতুন বছর উপলক্ষে কার্ডটি বানানবানানোর আইডিয়া আমার কাছে অসাধারণ লেগেছে। নিউ ইয়ার কার্ড বানানোর পদ্ধতিগুলোও ধাপে ধাপে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি হ্যাপি নিউ ইয়ারের কার্ডটি দেখতে অনেক সুন্দর লাগছে। এ ধরনের কার্ড তৈরি করতে অনেক সময় লাগে এবং ধৈর্য লাগে। নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরির প্রসেস গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য।

বেশ সুন্দর একটি হ্যাপি নিউ ইয়ার কার্ড তৈরি করেছে আপনি ভাইয়া। তৈরির ধাপ গুলো অনেক গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত করে দেখিয়েছেন আপনি। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করবার জন্য। নতুন বছরের শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50