এসো নিজে করি || নিজ হাতে কলম দিয়ে বাল্ব তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ বুধবার , ডিসেম্বর ২৯/২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে কলম পুড়িয়ে বাল্ব তৈরী করেছি তা উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।


IMG_20211229_153356_631.jpg

IMG_20211229_153306_801.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


IMG_20211228_194857_157.jpgIMG_20211228_194815_300.jpg

প্রথমে আমি বেশ কিছু কলম যোগাড় করে নেই। আমি যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি। সেটা কলম নাহলে তৈরি করা সম্ভব নয়।


ধাপ - ০২


IMG_20211228_190628_742.jpgIMG_20211228_191147_907.jpg

IMG_20211228_191138_594.jpg


প্রথমে আমি একটি বাল্ব নেই এবং বাল্ব সুন্দর করে একটি জায়গায় রেখে দেই।
বাল্বের সাথে টিনের যে অংশটি আছে সেটা খুলে ফেলি।টিনের অংশটি খুলে ফেলার পর বাল্বটিকে দেখতে এরকম লাগছে এবং বাল্বের মধ্যে যে অংশটি আছে সেটাকে একটি পেরাক দিয়ে ভেঙে ফেলি।
মাটি খুঁড়ে অথবা বালি সরিয়ে সেগুলি বাল্বটাকে পুঁতে রাখি এবং তারপরই কলমে আগুন ধরিয়ে নেই।


ধাপ - ০৩


IMG_20211229_143538_209.jpg


কলমে আগুন ধরানোর কাজ শুরু।


ধাপ - ০৪


IMG_20211228_191844_444.jpgIMG_20211228_191805_815.jpg
IMG_20211228_191752_675.jpgIMG_20211228_191738_729.jpg

কলমে আগুন ধরে গেছে। এখন আমি বাল্বের মুখের উপরে সেটা ধরে রাখি।কারণ ওই গরম প্লাস্টিক যেন হাতে না পড়ে এদিকে আপনার সব সময় খেয়াল রাখতে হবে। কলম পোড়ানোর কাজ আমার শেষ। আমার বাল্বটা ভর্তি হয়ে গেছে।


ধাপ - ০৫


IMG_20211229_152612_065.jpg


এখানে আপনি দেখতে পারছেন যে আমার কাজ প্রায় শেষের দিকে বা শেষ হয়ে গেছে এখন।


ধাপ - ০৬


IMG_20211229_152933_563.jpg


বাল্বপের উপরে পানি দিয়ে সেটাকে ঠান্ডা করে নেই। ঠান্ডা করে না নিলে আমার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি পানি দিয়ে ঠান্ডা করে নেই।


ধাপ - ০৭


IMG_20211229_153111_498.jpgIMG_20211229_153303_688.jpg

এবার মাটি থেকে বাল্বটিকে তুলে ফেলি এবং পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেই। তারপরে কাচের অংশগুলো ভেঙে ফেলি।
পানি দিয়ে কলমের বাল্বটা কে এবার সুন্দরভাবে পরিষ্কার করে নেই এবং পরবর্তীতে সর্বশেষ এই ছবিটি আমি তুলি।



এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার নিজ হাতে কলমের তৈরী বাল্ব পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65248.25
ETH 3471.40
USDT 1.00
SBD 2.51