এসো নিজে করি ||রঙিন কাগজ দিয়ে একটি কলমদানি তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ রবিবার , জানুয়ারী ৩০/০১/২০২২


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি কলমদানি তৈরি করে উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।

IMG_20220127_122626.jpgIMG_20220127_122626.jpg

সর্বশেষ মূল ছবি

ধাপ - ০১


IMG_20220126_114833.jpg

কলমদানি তৈরীর প্রয়োজনীয় উপকরণ


১/ রঙিন কাগজ
২/ কাইচি
৩/ছোট একটি আঠা

ধাপ - ০২


IMG_20220126_114918.jpgIMG_20220126_115502.jpg

কলমদানি তৈরির জন্য আমি প্রথমে দুইটি কালার এর কাগজ বেছে নেয় এবং দুইটি কালারের মোট আটটি সাইজ আকারের কাগজ ব্যবহার করি। এবার আমি একটি কাগজ নেই এবং সেই কাগজটিকে আড়াআড়ি এবং লম্বালম্বি দুইভাগে ভাজ করি এবং সেটি পাশে রেখে দেই।

ধাপ - ০৩


IMG_20220126_115727.jpgIMG_20220126_115801.jpg

এবার আমি সেই কাগজটিকে ত্রিভুজাকার তৈরি করার জন্য মাঝ বরাবর রেখে দুই মাথা ভাঁজ করে ত্রিভুজাকৃতি তৈরি করি।

ধাপ - ০৪


IMG_20220126_115828.jpgIMG_20220126_115904.jpg

ত্রিভুজাকৃতি তৈরি হয়ে গেলে, বাকি যে অংশটি থাকে সেই দিকে ত্রিভুজটি ঘুরিয়ে দিয়ে এবং তার সাথে সেটি মাঝ বরাবর দিয়ে ভাজ করে সমান করে ফেলি।

ধাপ - ০৫


IMG_20220126_115915.jpgIMG_20220126_120650.jpg

মাঝ বরাবর দিয়ে সমান করা হয়ে গেলে, সেটি ও দেখতে ত্রিভুজাকৃতি মতো লাগে এবং তার সাথে তার দুইটি মাথা ও তৈরি হয়ে যায়। যেমনটি চিত্রে দেখানো হয়েছে।

ধাপ - ০৬


IMG_20220126_120721.jpgIMG_20220126_121831.jpg

এবার আমি দুই কালারের দুইটি ত্রিভুজ আকৃতির কাগজ নেয় এবং এর সাথে ত্রিভুজাকৃতির দুই মাথা কিছুটা ফাঁকা ছিল। এবার সেই ফাঁকার মধ্যে দুই মাথা দুই দিকে পরিয়ে দিয়ে সম্পন্ন একটা ত্রিভুজাকৃতি তৈরি। যেমনটি চিত্রে মাধ্যমে দেখানো হয়েছে।

ধাপ - ০৭


IMG_20220126_121941.jpgIMG_20220126_122230.jpg

ত্রিভুজ তৈরি হয়ে গেলে এবার আমি আঠার ব্যবহার কারি। এবং আঠা দিয়ে আমি ত্রিভুজের ফাঁকা জায়গা গুলো ভালোভাবে লাগিয়ে দেয়। যাতে করে এগুলো খুলে না যায়।

ধাপ - ০৮


IMG_20220127_115608.jpgIMG_20220127_115843.jpg

আঠা লাগানো শেষ হলে, এবার আমি ত্রিভুজের মাঝখান দিয়ে চ্যাপ্টা করে ভাঁজ করে একটা বক্স আকৃতির মত তৈরী করে ফেলি। যেমনটি চিত্রে দেখানো হয়েছে।

ধাপ - ০৯


IMG_20220127_115959.jpgIMG_20220127_120434.jpg

বক্স তৈরি হয়ে গেলে আবার আমি আঠা ব্যবহার করি এবং একটির সাথে আরেকটি বক্স জোড়া লাগাতে থাকি আঠা দিয়ে ।

ধাপ - ১০


IMG_20220127_121412.jpgIMG_20220127_121556.jpg

আঠা দিয়ে সমস্ত বক্সগুলো জোড়া লাগানো শেষ হলে, বক্সটি দেখতে এমন দেখায় যেমনটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে।

ধাপ - ১১


IMG_20220127_121921.jpgIMG_20220127_122111.jpg

চারটি বক্স এক জায়গায় জোড়া লাগানোর পর। এবার তার নিচের অংশ ঢাকার জন্য আমি আরেকটি কাগজের ব্যবহার করি এবং আঠা দিয়ে কাগজটি তার উপরে লাগিয়ে দেয়।

ধাপ - ১২


IMG_20220127_122230.jpgIMG_20220127_122544.jpg

এবার বক্সে চারপাশে যে অতিরিক্ত কাগজ আছে সেটি কাটার জন্য আমি কাইচের ব্যবহার করি। এবং কাইচে দিয়ে কেটে সেটি একটি সম্পূর্ণ কলমদানি তৈরি করে ফেলি।

ধাপ - ১৩


IMG_20220127_122632.jpg


কলমদানি তৈরি হয়ে গেলে এবার আমি তার ভিতরে কিছু কলম রাখি এবং সর্বশেষ এই ছবিটি তুলি। আর এভাবে তৈরি হয়ে যায় আমার কলমদানি।
এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে।আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ কলমদানি তৈরি করেছেন। এরকম কলমদানি গুলো তৈরি করলে এম্নিতেই অনেক সুন্দর দেখায়। তেমনি আপনার তৈরি করা কলমদানি টা আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটা কলমদানি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। জন্য অনেক অনেক শুভকামনা রইল।😍😍

 2 years ago 

ওয়াও ভাই আপনি খুব সহজে অসাধারণ একটি কলমদানি তৈরি করেছেন। কলমদানি আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। আপনি আপনার তৈরি পদ্ধতি টা আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

বাহ ভাইয়া আপনার তৈরি করা কলনদানি টি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর ছিলো। সব মিলিয়ে দারুণ। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বাহ দারুণ একটা কলমদানি তৈরি করেছেন তো।।
সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয়।।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন।।
শুভেচ্ছা রইল।।

 2 years ago 
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কলমদানি আপনি বানিয়েছেন। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তা উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই
 2 years ago 
জাস্ট অসাধারন হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে একটি কলমদানি। সত্যিই আমার খুব ইচ্ছে করছে আপনার কাছ থেকে কলমদানি টি নিয়ে নেই উপহারস্বরূপ এতটাই পছন্দ হয়েছে।অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য♥♥
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ ভাবে একটা কলমদানী তৈরি করেছেন আমার কাছে আপনার কলমদানিটা অনেক ভালো লেগেছে। আশা করি প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর সুন্দর প্রজেক্ট শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অনেক সুন্দর একটি কলমদানি বানিয়েছেন তো ভাই। কাগজ দিয়ে যে কতকিছু বানানো যায় যা এখনও আমার অজানা। অনেক সুন্দর একটি কলমদানি বানিয়ে দেখালেন আমাদের। অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কন্টেন্ট আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59367.33
ETH 3172.01
USDT 1.00
SBD 2.43