প্রতিযোগিতামূলক ফুটবল খেলা জুগিরগোফা বনাম মহেশপুর || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ মঙ্গলবার , অক্টোবর ০৫/ ২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে দুইটি গ্রামের একটি প্রতিযোগিতামূলক ফুটবল খেলা তুলে ধরব।


জুগিরগোফা vs মহেশপুর





বেস্ট এলিফ্যান্ট ফুটবল প্লেয়ারের
https://w3w.co/appreciated.spurious.pollinated

গ্রামপর্যায়ে এখন মৌসুম চলছে ফুটবলের খেলা । আর এই সিজনে সাধারণত গ্রামপর্যায়ে ফুটবল ম্যাচ বা প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের পাশে একটি গ্রাম চাঁদপুর। তারা একটি ফুটবল টুনামেন্ট এর আয়োজন করেছে। আর টুনামেন্টে অনেকগুলো দল অংশগ্রহণ করে থাকে। এই বার এই প্রতিযোগিতা করার জন্য আমাদের গ্রাম অংশগ্রহণ করেছে। আর আমাদের গ্রাম হল জুগিরগোফা। আর আমাদের গ্রামের সাথে খেলা ছিল মহেশপুর নামে আরেকটি গ্রামের। এই ছবিটা হচ্ছে আমাদের গ্রামের বেস্ট এলিফ্যান্ট ফুটবল প্লেয়ারের ছবি।




দুই টিমের প্লেয়ার যখন একসাথে
https://w3w.co/appreciated.spurious.pollinated

খেলা শুরুর আগ মুহূর্তের ছবি। যখন মাঠের মধ্যে দুই টিমের খেলোয়ার দের মাঠে এভাবে দাঁড়িয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ তারা তাদের নিয়মকানুনগুলো বলে দিয়েছিল। এবং যাতে খেলার মধ্যে অবৈধ ধরনের ধাক্কা, মারামারি না হয়। সেই বিষয়গুলো তাদের বুঝিয়ে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তের ছবি এটি।

কোচের ভূমিকায় শামসুল চাচা




কোচের ভূমিকায়
https://w3w.co/appreciated.spurious.pollinated

দুটি টিমের প্লেয়ারদের সাক্ষাৎ হওয়ার পর। এবার খেলা শুরুর আগ মুহূর্তে আমাদের গ্রামের বড় মুরুব্বি। বিশেষ করে শামসুল চাচা। তিনি আমাদের সকল প্লেয়ার দের একত্রিত করে এবং কিছু পরামর্শ ও কে কোথায় খেলবে এবং কি করবে সেই বিষয়টি বুঝিয়ে দেন অর্থাৎ একজন কোচের ভূমিকায় তিনি পালন করছিলেন। এবং সেই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করেছিল। আর এটি ঠিক সেই মুহূর্তেই ছবি।


জুগিরগোফা বনাম মহেশপুরের খেলা শুরু




খেলা চলার একটি মুহূর্ত
https://w3w.co/appreciated.spurious.pollinated

উপদেশ দেয়ার কিছুক্ষণের মধ্যে খেলা হয়ে যায় শুরু । বিশেষ করে মহেশপুর বনাম জুগিরগোফা। প্রথম বেশ ভালো খেলছিল আমাদের টিম। তবে হঠাৎ করে ডিফেন্সের একটি ভুলের কারণে প্রথম হাপে আমাদের টিমে জুগিরঘোফা একটি গোল খেয়ে যায়। এবং তার কিছুক্ষণ পর হাফ টাইম হয়ে যায়। তবে প্লেয়ারদের কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল প্রথম হাপে গোল খেয়ে জাবার জন্য। তারপরও আবার কোচে ভূমিকা এখানে আসেন চাচা তিনি তাদেরকে আরো ভালভাবে বোঝা। এবং তিনি আরো ভালো আইডিয়া দেন। প্রথম হাপে গোল খেয়েছি এতে করে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখনো খেলা অর্ধেক বাকি আছে। ভালো খেললে আমরাই জিতবো । এবং এরপর শুরু হয় দ্বিতীয় হাপ টাইমের খেলা। হাফটাইমের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমাদের টিম আরো অধিক বেশি ভাল খেলতে শুরু করে। এবং তারা চমৎকারভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে মহেশপুরের দেওয়া প্রথম গোলটি পরিশোধ করে দেয়। এতে চারিদিকে দর্শকের মধ্যে এক আনন্দ বিরাজ করে। যে তারা এবার খুব ভালো খেলছিল বলে। দর্শকদের মধ্যে এমন উত্তেজনা দেখে জুগিরগোফা টিমের খেলোয়াররা আরো অত্যাধিক ভালো খেলতে থাকে। এবং খেলার একপর্যায়ে তারা একতরফা করে নেয় এবং তারা খুবই ভালো খেলছিল এবং লাস্ট পর্যায় যখন আর মিনিট চারেক বাকি ছিল ঠিক সেই মুহূর্তে জুগিরগোফা টিম আরেকটি গোল করে দেয়। তখন খেলা সমতা দাঁড়ায় মহেশপুর ১ এবং জুগিরগোফা টিম 2 এবং এরপর আর মিনিট চারেক খেলা বাকি থাকে। ৪ মিনিট খেলার পর এবার ফাইনাল হুইসেল বাজিয়ে দেয় রেফারি। তখন জুগিরগোফা ২ vs ১ গোলে বিজয়ী হয়ে যায়। আর এভাবে খেলাটি শেষ হয়।

খেলা শেষে মাঠে দর্শকের উত্তেজনা




মাঠে দর্শকের উত্তেজনা
https://w3w.co/appreciated.spurious.pollinated

জুগিরগোফা টিম খুব ভালো খেলে বিজয় হয়েছে বলে মাঠে দর্শকের খুব উত্তেজিত হয়ে পড়ে ।এবং ফাইনাল হইছেল দেওয়া সাথে সাথে মাঠে চারিদিক থেকে সকল দর্শক তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মাঠে প্রবেশ করে। এবং তাদেরকে মাথায় তুলে নাচতে শুরু করে। এটা দেখার মত একটা দৃশ্য ছিল। আসলে আমি খুবই ভালভাবে খেলাটি দেখে আনন্দ উপভোগ করেছি। যারা মাঠে গিয়ে এমন খেলা দেখে তারা বুঝবে খেলা দেখার মজা এবং আনন্দ ও উত্তেজনার বিষয়টি কেমন পর্যায়ে হয়ে থাকে। প্রথম পর্যায়ের যখন গোল খেয়ে গেছিলাম তখন ভেতরে একটু দুরুদুরু ভাবছিল। তবে যখনই দ্বিতীয় ধাপে গোল পরিষদ করে। আবার আরেকটি গোল করে টিম লিড নিয়ে থাকে তখন ভেতরে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট বিরাজ করছিল। যেটি বলে বোঝানোর মত নয়। তারপরও আমি চেষ্টা করেছি পুরো খেলার বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।



এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Cc:-@abuahmad @boss75 @tarpan @sm-shagor

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 3 years ago 

ফুটবল খেলা আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার😊। অনেক সুন্দর লাগছে ছবিগুলো। মানুষ কানায় কানায় ভরপুর।

 3 years ago 

শুনে ভালো লাগলো ফুটবল খেলা আপনার ভালো লাগে এবং আপনি একজন আর্জেন্টিনার সাপোর্টার

 3 years ago 

গ্রামের ফুটবল খেলা গুলো দেখা অনেক মজার,,,আমি আমদের বাড়ির বাচ্চাদের খেলা দেখি মাঝে মাঝে একটু নেতা নেতা ভাব নেই ওদের সাথে কারন খেলার মধ্যে ওরা শুধু ঝগড়া করে, পরে আমার কাছে আসে এই জন্য 😂

যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে খেলাটির বিষয় উপস্থাপন করার জন্য

 3 years ago 

ঠিকই বলেছেন গ্রামের-ফুটবল-খেলা আসলে অনেক মজার কারণ গ্রামের খেলার মধ্যে অতিরিক্ত এক্সাইটমেন্ট থাকে।

 3 years ago 

ভাইয়া আপনার প্রতিটা ছবি গ্রামের প্রাচিন ফুটবল খেলার কথা আমার মনে পড়ে গেল সত্যি। শামসুল চাচার জন্য দোয়া রইল। পোস্ট দেখেই বুঝা যাচ্ছে সময় টা খুব সুন্দর উপভোগ করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76343.25
ETH 3042.42
USDT 1.00
SBD 2.62