এসো নিজে করি || রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ মঙ্গলবার , ডিসেম্বর ২৮/২০২১


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে তা উপস্থাপন করব। চলুন শুরু করা যাক ।


IMG_20211228_153855_569.jpgIMG_20211228_152512_803.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


IMG_20211228_142650_824.jpg

ফুল কাটার জন্য
প্রয়োজনীয় উপকরণ

১। রঙিন কাগজ
২। কাইচি
৩। গাম
৪। কলম

সর্বপ্রথম আমাকে রঙিন কাগজ এবং প্রয়োজনীয় সকল জিনিস গুলো নিবো।
এবং কাজের প্রতি আমাকে খুবই মনোযোগী হতে হবে।

ধাপ - ০২


IMG_20211228_143435_951.jpg

সকল রঙিন কাগজ গুলো কে এপিট ওপিট করে ভাঁজ করে রেখে দেয়।

ধাপ - ০৩


IMG_20211228_144251_469.jpg

সব রঙিন কাগজ গুলোকে একমাথা এবং তার বিপরীত মাথা কাইচি দিয়ে কেটে সমান করে নেই।

ধাপ - ০৪


IMG_20211228_144833_404.jpg

এখন আমি কাইচি দিয়ে কাগজ গুলোকে নকশা কাটা শুরু করি।আমাকে খুবই মনোযোগী হতে হবে। অন্যমনস্ক হলে নকশা কেটে যাবে।

ধাপ - ০৫


IMG_20211228_145815_607.jpg

রঙিন কাগজে নকশা কাটার কাজ আমার অর্ধেক হয়ে গেছে। এখন আমি একটু বিশ্রাম নিয়ে নেই।

ধাপ - ০৬


IMG_20211228_151315_838.jpgIMG_20211228_151253_536.jpg

বিশ্রাম নেয়ার কাজ শেষ। এখন আমি নকশা গুলোকে খুব সুন্দর ভাবে মেলিয়ে নেবো।
আমি খুবই সতর্ক থাকবো ফুলের প্রতি। কারন সেগুলো যেন একটি ফুল আর টি ফুলের সাথে জড়িয়ে না যায়।

ধাপ - ০৭


IMG_20211228_151809_344.jpgIMG_20211228_152235_684.jpg

প্রত্যেকটা কাগজেই নকশা কাটা হয়েছে এখন আমি একটি কাগজ নকশা আরেকটি কাগজের নকশার সাথে গাম দিয়ে লাগিয়ে দেই।
গাম দিয়ে কাগজের নকশা গুলোকে একটির পর একটি লাগানো হয়ে গেছে। এখন আমি সেগুলো কে আমার মতো করে সাজিয়ে রেখে দেয়।

ধাপ - ০৮


IMG_20211228_152517_175.jpgIMG_20211228_152724_777.jpg

কাগজের নকশা গুলোকে এখন মেলিয়ে দেয়।ফুলের নকশা মাঝখানে যে অংশটি ফাঁকা আছে সেই অংশটি গাম দ্বারা লাগিয়ে দেই।

IMG_20211228_153233_380.jpg

ফুলের নকশার গায়ে গাম লাগানোর কাজ শেষ এখন আমি প্রায় শেষের দিকে চলে এসেছি।

ধাপ - ০৯


IMG_20211228_153836_349.jpg

কঠোর পরিশ্রমের পর সাফল্য ফিরে পেলাম। কারন এই ফুলটা করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি যেটা করতে পেরেছি তার জন্য আমি খুবই খুশি।


এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার রঙিন কাগজের ফুল তৈরী পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ



Sort:  
 3 years ago 

দারুন সুন্দর কাগজের ফুল বানিয়েছেন আপনি। আর কষ্ট না করলে আসলেই ভালো কিছু পাওয়া যায় না। যেমন আপনার এত পরিশ্রমের ফলেই আপনি এত সুন্দর একটি ফুল বানাতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সাথে ফুল বানানোর কৌশল টি শেয়ার করার জন্য।

 3 years ago 

ফুলটা অস্থির হয়েছে। এককথায় অসাধারণ। এই কমিউনিটির প্রতিটি পোস্ট থেকে কিছু না কিছু শিখতে পারা যায়। আপনার পোস্ট থেকে এত সুন্দর ফুল কিভাবে তৈরি করতে হয় তা শিখলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রঙিন কাগজের ফুলটি অসম্ভব সুন্দর ছিল। দেখতে ভালো লাগছে এবং আপনি আমাদের সাথে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন আপনি ভাই। প্রথমে কাগজটিকে কেটে তারপর সুন্দর করে কাচি দিয়ে যে কাটলেন। এর পরের ধাপ গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে রঙিন কাগজের ফুল তৈরি করতে আপনার অনেকটা সময় লেগেছে। রঙিন কাগজগুলো কেটে আপনি অনেক সুন্দর কারুকার্য তৈরি করেছেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক দক্ষতার সাথে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।আপনার জন্য শুভকামনা রইল আর এধরনের ফুল গুলো দেখতে অসাধারণ লাগে।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

 3 years ago 
ভাইয়া রঙিন কাগজ দিয়ে আপনার এই ওয়ালমেট তৈরি সত্যিই অসম্ভব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে ধাপে ধাপে এভাবে উপস্থাপন করার জন্য। অনেক ভালোবাসা আর শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।
কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।।
ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59944.92
ETH 2307.28
USDT 1.00
SBD 2.48