Diy এসো নিজে করি ||রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি // 10% Beneficiary To @shy-fox //২৩-০১-২০২২



আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ও আপনাদের দোওয়াই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হল রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি । চলুন দেখে নেওয়া যাক আমার তৈরিকৃত ওয়ালমেট কীভাবে তৈরি করা হয়েছে।



IMG_20220123_161404.jpg

প্রয়োজনীয় উপকরণ:

IMG20220114140701_01.jpg
১|কাট পেন্সিল ✏️
২|রাবার
৩|পেন্সিল কাটার
৪|জেল পেন
৫|স্কেল
৬|কলম
৭|রঙিন কাগজ
৮|সাধা কাগজ
৯|কাঁচি এবং গাম আঁটা
১০| ও কালো টেপ

ধাপ নংঃ০১

IMG20220123103024.jpg

প্রথমে আমি শাদা কাগজে দুই দিকে পেন্সিল দিয়ে দাক টেনে নিয়ে ছি আবার নিচে কালো টেপ ব্যাবহার করেছি তার পর ফুলের টপ এঁকে নিয়ে ছি।

ধাপ নংঃ০২

IMG20220123105016_01.jpg

আবার ও পেন্সিল দিয়ে টপটি মাঝ বরাবর রেখা টেনে ছি নকশা করা জন্য।

ধাপ নংঃ০৩

IMG20220123105502_01.jpg

তার পর টপের উপরে গাছের ডাল পালা গুলো একে একে আঁক করে নিলাম।

ধাপ নংঃ০৪

IMG20220123110303_01.jpg

তারপরে জেল কলম দিয়ে রং করে নিলাম ।

ধাপ নংঃ০৫

IMG20220123123639.jpg

আবার পেন্সিল দিয়ে টপটি কে কালো করে নিলাম ।

ধাপ নংঃ০৬

IMG20220123111455_01.jpg

এর পর রঙিন কাগজ নিলাম

ধাপ নংঃ০৭

IMG20220123111722_01.jpg

রঙিন কাগজ টি কে ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে নিলাম ।

ধাপ নংঃ০৮

IMG20220123114236.jpg

তার পর একটা একটা করে ফুল গুলো তৈরি করলাম।

ধাপ নংঃ০৯

IMG20220123123331_01.jpg

এর পর পাতা বানানোর জন্য অন্য রঙের কাগজ ব্যবহার করলাম।

ধাপ নংঃ১০

IMG20220123123732.jpg

তার পর বানানো ফুল গুলো গাম আঁটা দিয়ে একটা বসিয়ে দিলাম ।

ধাপ নংঃ১১

IMG20220123124051.jpg

এভাবেই সব গুলো ফুল আঁটা দিয়ে বসিয়ে নিয়েছি।

ধাপ নংঃ১২

IMG20220123124126.jpg

এরপর ফুল গুলোর সাথে ডালের মাঝে পাতা বসিয়ে নিলাম ।

ধাপ নংঃ১৩

IMG20220123124552.jpg

এক পর্যায়ে পাতা গুলো ও আঁটা দিয়ে বসিয়ে নিয়েছি ।

ধাপ নংঃ১৪

IMG20220123153332.jpg

ফাইনালি আমার ওয়ালমেটটি তৈরি করে ফেলি এবং আমার ইউজার নাম টি বসিয়ে দিলাম ।



IMG_20220123_153451.jpg

অবশেষে আমার তৈরি ওয়ালমেটটি সাথে ছবি দিলাম ।



আশা করি আপনাদের ভালো লাগবে আমার ওয়ালমেট টি দেখে। আমার পোস্টটিতে কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। রঙিন কাগজের ওয়ালমেটটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। এটি দেখতে আসলে অত্যন্ত সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার ওয়ালমেটটি আসলেই অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে টপ থেকেই ফুলগুলো বের হয়েছে। আর কালার কম্বিনেশন টাও চমৎকার। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য ও রইল শুভ কামনা।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট টি দেখতে খুবই চমৎকার লাগছে । আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট টি‌আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।এই ওয়ালমেট টি দেখেই আমি বুঝতে পারছি যে আপনার ক্রিয়েটিভিটি এবং চিন্তাশীল মনোভাব কতটা উন্নত । ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার ওয়ালমেটটি খুবই চমৎকার হয়েছে। ফুলগুলো কেটে লাগানোর কারণে ওয়ালমেট আরো বেশি আকর্ষণীয় লাগছে। তাছাড়া আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুব সহজেই এটি বানিয়ে ফেলা যাবে। ধন্যবাদ আপনাকে।

আপনার জন্য ও রইল শুভ কামনা।আরো রইল অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে। নিয়মিত পোস্ট করবেন আশা করছি এবং ক্লাসের মাধ্যমে লেভেল আপ করবেন। ধন্যবাদ।

জি আপু , আমি এখন নিয়মিত পোস্ট করার চেষ্টা করব এবং ক্লাসে উপস্থিত থাকবো। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

 3 years ago 

ওয়াও অসাধারন হয়েছে আপনার কাগজের তৈরি ওয়ালমেট। আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে দেখার মতো একটি ওয়ালমেট বানিয়েছেন আপনি অসাধারন লাগছে দেখতে বেশ গুছিয়ে প্রতিটা ধাপ করেছেন।শুভ কামনা রইলো।

আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করলেন। আপনার ওয়ালমেট আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে। আসলে এরকম ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে টানিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। আমার কাছে তো আপনার হলুদ ফুল গুলো দেওয়ার কারণে ওয়ালমেট টা আরো সুন্দর আকর্ষণীয় লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো ।।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনি চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24