লঞ্চে পদ্মা নদী ভ্রমণ ও বিচিত্র অভিজ্ঞতা পর্ব নং -৩ ||@ shy -fox 10% beneficiary

আসসালামু আলাইকুম

আজ রোজ বুধবার,১৬ ই ফেব্রুয়ারি২০২২

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো ও সুস্থ আছি। আশা করি আপনারাও অনেক ভাল ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে লঞ্চে পদ্মা নদী ভ্রমণ ও বিচিত্র অভিজ্ঞতার কথা শেয়ার করবো।
আগের পর্বের লিংক দেখতে ক্লিক করুন

পদ্মা নদী বাংলাদেশের বড় নদী গুলোর মধ্যে একটি। পদ্মা নদীতে লঞ্চ ভ্রমণ খুব আনন্দের ও মজার। পদ্মা নদীতে স্বপ্নের পদ্মা সেতু হচ্ছে । যা দক্ষিণবঙ্গের জেলাগুলোকে রাজধানীর সাথে একত্রিত করবে যোগাযোগ ব্যবস্থায়। আমার আবার ও ইচ্ছা আছে পদ্মা নদীতে লঞ্চে ভ্রমণ করবো এবং প্রকৃতিকে সুন্দর ভাবে উপভোগ করবো।

IMG_20220205_091852.jpg
এটি স্বপ্নের পদ্মা সেতু। সূর্যের আলোক রশ্মি পানিতে কিরণ দিচ্ছে।

IMG_20220205_091837.jpg

IMG_20220205_091450.jpg

IMG_20220128_102540.jpg
পদ্মা সেতুর নিচে লঞ্চে দাঁড়িয়ে আমি।

IMG_20220205_092900.jpg
কিছু নৌযান দেখা যাচ্ছে।

IMG_20220205_090438.jpg

IMG_20220205_090436.jpg

IMG_20220205_091406.jpg
অতিথি পাখি উড়ছে। যা সত্যিই আমাকে আনন্দিত করেছে।

IMG_20220205_092941.jpg
চরের মানুষ নদীর কিনারায় ধানের পাতো দিছে। বেশ কিছু বাড়িঘর ও গ্রামের প্রাকৃতিক-দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

IMG_20220205_094423.jpg
অবশেষে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে এসে পৌঁছালাম। লঞ্চে পদ্মা নদী ভ্রমণ ও বিচিত্র অভিজ্ঞতার কথা এখানেই শেষ করলাম।

আশা করি আপনাদের সবার ভাল লেগেছে
আজকের মতো এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
নতুন কিছু নিয়ে পরবর্তীতে দেখা হবে।সবার সুস্থতা কামনা করছি।
ইতি-
@mdjubaar

Sort:  
 2 years ago 

লঞ্চ থেকে অতিথি পাখি দেখার মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিলো। ঘোরা ঘুরি করার মজাটাই আলাদা । আপনি আপনার ভ্রমণ কাহিনীটি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ভ্রমণ করলে প্রকৃতির অপার সৌন্দর্য আমাদের চোখে পড়ে এবং মন ভালো হয়ে যায় সত্যি আপনার এই পোস্টটি চমৎকার ছিল । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ❤️❤️❤️

লঞ্চ ভ্রমণ সত্যিই অনেক মজার ও আনন্দের।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 55214.91
ETH 2471.87
USDT 1.00
SBD 2.24