পাউরুটির সাথে ডিমের একত্রে মজাদার খাবারের রেসিপি //@shy-fox 10% beneficiary 💗

আসসালামু আলাইকুম

আজ রোজ বৃহস্পতিবার, ৬ জানুয়ারি ২০২২।

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো ও সুস্থ আছি। আশা করি আপনারাও অনেক ভাল ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো পাউরুটির সাথে ডিমের একত্রে মজাদার খাবারের রেসিপি।

উপকরণ সমূহঃ

১। পাউরুটি
২।ডিম
৩।তেল
৪।লবন
৫।চিনি
৬।কড়াই

প্রস্তুত প্রণালীঃ



ধাপ -১

IMG_20220104_083859.jpg

  • প্রথমে একটি প্লেটে পাউরুটি রাখি।


ধাপ -২

IMG_20220104_084109.jpg

  • তারপর ডিম ভেঙ্গে বাটিতে রাখি।


ধাপ -৩


IMG_20220104_084142.jpg

  • এবার পরিমাণ মতো চিনি ও লবণ দিই।
ধাপ -৪


IMG_20220104_084255.jpg

  • তারপর চামচ দিয়ে একত্রে গুলিয়ে ফেলি।
ধাপ -৫

IMG_20220104_084329.jpg

  • এবার কড়াই চুলায় দিয়ে কিছুক্ষণ গরম করি।


ধাপ-৬


IMG_20220104_084358.jpg

  • তারপর তেল ঢেলে দিই পরিমাণ মতো।


ধাপ -৭

IMG_20220104_084523.jpg

  • এবার গুলানো ডিমের মধ্যে পাউরুটি ভালভাবে ভিজিয়ে করাইতে দিই।


ধাপ -৮

IMG_20220104_084553.jpg

  • কিছুক্ষণ নাড়াচাড়া করি।


ধাপ -৯

IMG_20220104_084809.jpg

IMG_20220104_085022.jpg

  • এভাবে তৈরি হয়ে গেল পাউরুটির সাথে ডিমের একত্রে মজাদার খাবারের রেসিপি। যা আমার কাছে অনেক সুস্বাদু ও টেষ্টি লেগেছে।

আশা করি আপনাদের সবার ভাল লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
নতুন কিছু নিয়ে পরবর্তীতে দেখা হবে।সবার সুস্থতা কামনা করছি।
ইতি-
@mdjubaar

Sort:  
 3 years ago 

এইটা আমার অনেক পছন্দের একটা খাবার।এইটাকে স্যান্ডউইস বলা হয়।আমি মাঝে মাঝেই এই খাবার খেয়ে থাকি।শুভ কামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

ভাই আপনি দারুনভাবে রেসিপিটি শেয়ার করেছেন, আমিও মাঝে মাঝে ডিমের সাথে পাঊরুটি এইভাবে বানিয়ে খায়।শুভকামনা রইল 💗

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45