লেবু গাছ রোপন ও বাগান করা। 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আমার প্রিয় স্টিম বন্ধুরা
আমি বাংলাদেশ থেকে @mdintiaz
আজ শনিবার, জানুয়ারী ৮/২০২২
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ ভারতীয় ও বাংলাদেশী সদস্যগণ, আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে লেবু গাছ সম্পর্কে উপস্থাপন করবো । চলুন শুরু করা যাক।

ধাপ১
IMG20211110152549_01.jpg

এটি চাইনিজ সীডলেস লেবু। তাই এটি কলমের মাধ্যমে গাছ তৈরি করার জন্য বাধা হয়েছে।

ধাপ ২
IMG20210907133426.jpg

এটি কলম থেকে লাগানো হয়েছে । এই চারটির বয়স ৩ মাস।

ধাপ ৩
IMG20210907133503.jpg

এই চারাটির বয়স ৫ মাস ১৫ দিন ।এটি এত তাড়াতাড়ি বড় হয় যে বোঝা যায় না এটার বয়স পাঁচ মাস ১৫ দিন।

ধাপ ৪
IMG20211119172541_01.jpg

এই চারাটির বয়স ১ বছর ।

ধাপ ৫
IMG20211110152600_01.jpg

এই লেবু গাছটির বয়স ৫ বছর ।দেখা যাচ্ছে হালকা-পাতলা লেবুতলা শুরু করেছে এবং এটি খুবই শাখা প্রশাখা বিস্তার করেছে।

ধাপ ৬
IMG20211110152626_01.jpg

আমি আপনাদের মাঝে দেখাচ্ছি একটি লেবু বাগান। এই লেবু বাগান টি সম্পূর্ণ চাইনিজ সীডলেস লেবু। এটি আমরা ১২০-১৩০ টি পর্যন্ত চারাগুলো লাগাতে পারি। ১০ থেকে ১২ গজ দূরত্বে সীডলেস লেবু চারা রোপণ করতে হয়। না হলে এটি বেশি বাড়তে পারে না এবং লেবু ধরতেও ক্ষমতা হারিয়ে ফেলে। তাই এটি এত দূরত্বে লাগানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এই লেবু গাছ গুলো এত দূরে দূরে লাগানোর কারণে মাঝে মাঝে চাষাবাদ করতে পারছি। বিভিন্ন ধরনের সবজির যেমন আলু,পিয়াজ,রসুন,ঝাল,পটল,টমেটা এবংবেগুন ইত্যাদি। আমরা সাত বছর পর্যন্ত এই লেবু বাগানের ভিতর সবজি চাষাবাদ করতে পারি। কেননা সাত বছরের মধ্যে লেবু গাছ গুলো বেশি শাখা প্রশাখা বিস্তার করতে পারে না। ৭ বছরের মাথায় দেখা যাবে যে প্রত্যেকটি গাছ এত পরিমান শাখা-প্রশাখা বিস্তার করেছে যে কোন ফাকা জায়গায় নেই। তাই আমরা নির্ভয়ে এই সাত বছরের আগ পর্যন্ত আমরা চাষাবাদ করতে পারি এবং নিয়মিত আয় করতে পারি।

Sort:  

আপনি লেবু গাছ সম্পর্কে অনেক সুন্দর একটি ব্লক তৈরি করেছেন। কিছু কিছু লেবুর গাছ দেখে মনে হচ্ছিল না এগুলোর বয়স এতটা কম। এই গাছ গুলো কম বয়সে অনেক সুন্দর হয়ে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ব্লগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই চায়না সিডলেস খুবই দ্রুত বড় হয় এবং খুবই সুন্দর হয়ে ওঠে। তাই কেউ দেখে বিশ্বাসই করবে না এত অল্প বয়সে এত সুন্দর গাছ। ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাইয়া আপনি অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চাইনিজ সিডের লেবু বাগান এবং আপনি চাইনিজ শিডের লেবুর কলম থেকে গাছ রোপন এবং কি বাগান পর্যন্ত খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। বাগানের প্রতি আমারও আকৃষ্টতা বেশি, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে পুরাতন হওয়ার কারণে জায়গা স্বল্পতার কারণে তেমন একটা বাগান করতে পারিনা। আমার বেশ কিছু জায়গা ছিল সেগুলো বাগান করা হয়ে গেছে অলরেডি, আমি কাঠ গাছ লাগিয়েছি। তবে আপনি লেবু বাগানের খুব সুন্দর করে প্রক্রিয়াটি আমাদেরকে বলেছেন এবং আপনার বাগানের সাত বছর পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকেন। এবং পরে কান্ড প্রশাখা বেড়ে যাওয়ার ফলে আর সাত বছর পর আর কিছু করতে পারেন না। সর্বোপরি আপনি অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

ভাই আমরা অনেক গরিব ।তাই জমি ফেলে রেখে আমরা কি করব ।তাই বাগানের ভিতর আমরা সবজি আবাদ করে ,আমাদের জীবিকা নির্ভর করি ।তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে লেবু চারা তৈরী করেছেন। আমরা জানি লেবুতে ভিটামিন সি আছে। এটা ভাতের সাথে খেতে অনেক ভাল লাগে।ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ । আমাকে এত সুন্দর উৎসাহ দেওয়ার জন্য

 3 years ago 

লেবু গাছ সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া রয়েছে ভাইয়া। কয়েকটা গাছ দেখে বুঝা যাচ্ছিল না যে এদের বয়স এত কম । কারণ খুব তাড়াতাড়ি এরা বড় হয়ে গেছে।আপনাকে ধন্যবাদ ভাইয়া এত গুরুতবপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

চারা থেকে বাগান অসাধারণ একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। চায়নিজ সীডলেস লেবুসহ বিভিন্ন লেবু গাছের অভিন্ন সমাহারে আপনার বাগানটিকে সুন্দরভাবে সাজিয়েছেন। এটি ভিটামিন সি-এর ঘাটতি পূরনসহ প্রাকৃতিক সৌন্দর্য্য বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করছে।ধন্যবাদ আপনাকে,

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59476.67
ETH 2299.07
USDT 1.00
SBD 2.48