||ক্লে দিয়ে রঙ্গিন হাড়ি তৈরি||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 months ago

IMG_20241004_205805_959-01.jpeg

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ! আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে। আজ , রবিবার অক্টোবর ০৬/২০২৪


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে ক্লে দিয়ে রঙিন হাড়ি তৈরি করা শেয়ার করব ।এখন শরৎকাল চলছে চারদিকে পুজো ওঠার ধুম পরেছে ।আর আপনারা তো জানেন পুজোর মেলাতে বিভিন্ন ধরনের হাড়ি পাতিল কলস বিক্রয় করে থাকে। আমরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের জন্য কিনে আনি ।আজকে হঠাৎ ইচ্ছে হলো ক্লে দিয়ে রঙিন হাড়ি তৈরি করতে। আমরা সাধারণত মাটির হাড়ি তৈরি করে সেগুলো পুরিয়ে বিভিন্ন ধরনের রং করে থাকি ।কিন্তু বিভিন্ন ক্লে একসঙ্গে মিশ্রণ করার কারণে হাড়িটি বিভিন্ন কালারের লাগছে। হাড়িটি যখন আমি ক্লে দিয়ে তৈরি করছিলাম তখন আমার বাচ্চা হাড়িটি দেখে অনেক আনন্দ পাচ্ছিল ।বলছিল আম্মু আমি এটা নিয়ে খেলা করব ।যখন আমার বাচ্চাকে খেলা করার জন্য হাতে দিয়েছিলাম হাড়িটি তখন হাতে নিয়ে দেখল অনেক পাতলা ।তখন সে নিয়ে অনেক হাসছিল আর বলছিল আম্মু এটা কিসের হাড়ি। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক কিভাবে আমি ক্লে দিয়ে রঙিন হাড়ি তৈরি করেছি।

•••• প্রয়োজনীয় উপকরণগুলো••••

ক্রমিক নম্বরউপাদানপরিমাণ
ক্লেবিভিন্ন কালারের
জেল পেনএকটি
ফটো-১


IMG_20241004_204152_639-01.jpeg




প্রথমে আমি বিভিন্ন কালারের ক্লে নিয়ে নিয়েছি । এবার ক্লেটি হাতের তালুর সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে অনেক সুন্দর ভাবে গোল করে নিব ।
ফটো-২


IMG_20241004_204405_339-01.jpeg




এবার আমি হাতের নখের সাহায্যে হাড়ির ভেতরের অংশটি গোল করে নিব ।
ফটো-৩


IMG_20241004_204804_186-01.jpeg




এবার আমি ক্লেটি হাতের নখের সাহায্যে হাড়ি আকৃতি করে নিব।
ফটো-৪


IMG_20241004_204945_283-01.jpeg



এবার আমি হাড়ির ভেতরের অংশটি নখের সাহায্যে অনেক জায়গা করে নিব ।
ফটো-৫


IMG_20241004_205031_076-01.jpeg




এইতো হাড়ির ভেতরের অংশটিতে অনেক জায়গা হয়ে গিয়েছে ।
ফটো-৬


IMG_20241004_204649_182-01.jpeg

IMG_20241004_205045_460-01.jpeg




এবার আমি হাড়িটি নখের সাহায্যে অনেক সুন্দর ভাবে তেলা করে নিব । ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছি ঠিক এরকম ভাবে ।
ফটো-৭


IMG_20241004_205627_480-01.jpeg




এবার আমি পেন দিয়ে হাড়ির ভেতরের অংশটি একটু ফুল আঁকিয়ে নিব ।
ফটো-৮


IMG_20241004_205805_959-01.jpeg




এইতো হাড়ির ভেতরের অংশটিতে অনেক সুন্দরভাবে ফুল আঁকানো সম্পন্ন হয়েছে।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার ক্লে দিয়ে রঙিন হাড়ি তৈরি আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসvivo y 12a
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।

Sort:  
 3 months ago 

অনেক সুন্দর হাঁড়ি তৈরি করেছেন আপনি। আপনার হাঁড়ি তৈরি করা দেখে ভালো লেগেছে। বেশ দারুন হয়েছে আপনার হাঁড়ি তৈরি করা। অসাধারণভাবে আপনি ক্লে দিয়ে হাঁড়ি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন।

 3 months ago 

বেশ ভালো লাগলো সুন্দর একটি জিনিস তৈরি করতে দেখে। অনেক সুন্দর হয়েছে কিন্তু তৈরি করাটা। আমরা চাইলে কিন্তু এভাবে অনেক কিছু তৈরি করতে পারি যদি চেষ্টা করি। যাই হোক অনেক অনেক খুশি হলাম নতুন একটা জিনিস তৈরি করা অভিজ্ঞতা দেখে।

 3 months ago 

ক্লে দিয়ে যে কত কিছু তৈরি করা যায়, তা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ না করলে জানতেই পারতাম না।আজ আপনি ক্লে দিয়ে চমৎকার একটি রঙিন হাড়ি তৈরি করেছেন আপু।ক্লে ব্যবহার করে এত সুন্দর একটি রঙিন হাড়ি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি রঙিন হাড়ি তৈরি করেছেন। আপনার তৈরি এই হাড়ি খুব ভালো লেগেছে। ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। ক্লে কে বিভিন্ন ভাবে শেপ দেওয়া যায় বলে অনেক কিছু তৈরি করা যায়। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20