DIY ||এসো নিজে করি পাট দিয়ে পুতুল তৈরি || ১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ।আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আশা করি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে ।আমি একজন স্টুডেন্ট। আমি বাংলাদেশে বাস করি ।অন্যদিনের মত আজ আমি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে চাই, আশাকরি আপনাদের দিকে অনেক ভালো লাগবে ।আজ আমি আপনাদের মাঝে পাটের আসের পুতুল বানানো শেয়ার করব ।আমরা সবাই ছোটবেলায় পুতুল খেলা খেলেছি কিন্তু এখনকার দিনে ছেলেরা আর পুতুল খেলা খেলে না ।তাই আগেকার জিনিস তুলে ধরতেই আমি পুতুল বানিয়েছি ।আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে।সাধারণত পাট মাটিতে হয়ে থাকে ।পাট দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যাই ।পাট দিয়ে দড়ি বানানো যাই।কোন কিছু বাধার ক্ষেত্রে দড়ি কাজে লাগে। পাঠ দিয়ে পাস্তা বানানো যাই এদিক ওদিক,যা আমরা ধান গম তোলার কাজে ব্যবহার করি ।এমনকি আমরা যে কাপড় পড়ে থাকি তাও আমরা পাটের তৈরি কাপড় পড়ে থাকি ।তাই আজকে আমি পাট দিয়ে নতুন কিছু তৈরি করেছি ।এটি তৈরি করতে আমার দুই রকম রং লেগেছে ।হাত বানানোর কাজে লেগেছে পাটকাটি। পাট সাধারণত বর্ষাকালে হয়ে থাকে। বর্ষাকালে পানিতে যখন খেত ভিজে থাকে তখন আমরা পাটের বীজ বুনি।

IMG_20220103_133115.jpg

প্রয়োজনীয় উপকরণ

১/কাচি

২/চিরনি

৩/কালো সুতা

৪/সুচ

৫/দুই ধরনের রং

৬/পাটকাঠি

ছবি:১



IMG_20220103_153043.jpg

  • ছবিতে যা যা আছে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নি।

ছবি:২



IMG_20220103_112135.jpg

  • পরিমাণমতো পাটের আঁশ নিয়ে নি।

ছবিঃ৩



IMG_20220103_113313.jpg

  • পরিমাণমতো রং নিয়ে নি।

ছবিঃ৪


IMG_20220103_113448.jpg

  • রং এর ভেতরে পাটের আঁশ গুলো যুবরিয়ে নি।

ছবিঃ৫


IMG_20220103_115238.jpg

  • পুতুলের মাথা বানানোর জন্য একটা কাপড় নিয়ে নি।

ছবিঃ৬


IMG_20220103_115459.jpg

  • কাপড়টা একটু জড়িয়ে নি।

ছবিঃ৭


IMG_20220103_120659.jpg

  • মাথা বানানোর জন্য কাপড়টা জড়িয়ে নি।

ছবিঃ৮


IMG_20220103_122313.jpg

  • এবার পুতুলের মাথার ওপর পাটের আঁশ দিয়ে দি।

ছবিঃ৯


IMG_20220103_122607.jpg

  • এবার আরেক পাশে পাটের আশ দিয়ে কালো সুতা দিয়ে বেঁধে দি।

ছবিঃ১০


IMG_20220103_122848.jpg

  • এবার পুতুলের মুখ বানিয়ে নি।

ছবিঃ১১


IMG_20220103_123328.jpg

  • এবার পুতুলের চোখ বানিয়ে নি।

ছবিঃ১২


IMG_20220103_123720.jpg

ছবিঃ১৩


IMG_20220103_125215.jpg

  • এবার পুতুলের মাথার ওপর রং করে নি।

ছবিঃ১৪


IMG_20220103_125848.jpg

ছবিঃ১৫



IMG_20220103_131515.jpg

  • এবার পাটের আঁশ গুলো পুতুলের একপাশে দিয়ে দি।

ছবিঃ১৬



IMG_20220103_134034.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল পাটের আঁশ দিয়ে রঙিন পুতুল।
Sort:  

বাহ অনেক ভালো লাগলো আপনার পাট দিয়ে পুতুল তৈরি প্রক্রিয়া গুলো দেখে। সত্যি অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন আমাদের সাথে। দক্ষতা ও ধৈর্যের সাথে সুন্দর একটা পোস্ট বানিয়েছেন। সব মিলিয়ে অসাধারণ।

 3 years ago 
পাট দিয়ে অনেক সুন্দর একটি পুতুল বানিয়েছেন আপনি। এই ধরনের শিল্প কর্ম বিশেষ করে আমার অনেক ভালো লাগে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর। আপনার জন্য শুভকামনা রইল।
Loading...
 3 years ago 

সত্যি আপনার প্রশংসা না করে পারছি না। পাটের আঁশ দিয়ে খুব সুন্দর একটি পুতুল তৈরি করেছেন। খুব সুন্দর ভাবে আপনি আপনার প্রতিভাটি সকলের সামনে তুলে ধরেছেন।

 3 years ago 

আপনার তৈরি করা পুতুলটি দেখতে অনেক মিষ্টি লাগছে। পুতুলটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে কেননা পার্ট আমাদের সোনালী আঁশ এবং সেটি দিয়ে আপনি দারুন একটি পুতুল আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি কে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 
  • আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ। আপনি পাট দিয়ে খুবই সুন্দর পুতুলটি তৈরি করেছেন। আপনার তৈরি করা উপস্থাপন থেকে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

পুতুল তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। পাট দিয়ে অনেক সুন্দর করে পুতুল তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এই পুতুলটি। অনেক সুন্দর করে পুতুল তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

পাট দিয়ে যে এইভাবে পুতুল বানানো হয় আমি প্রথম দেখলাম। আমার আপনার কাজটি ভীষণ ভালো লেগেছে এবং খুব ইউনিক একটি কাজ।আপনি পুতুল বানানোর পদ্ধতিটি খুব সুন্দরভাবে ধাপে-ধাপে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68091.64
ETH 2633.74
USDT 1.00
SBD 2.68