||সরিষা ফুলের কিছু ফটোগ্রাফি||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ10 months ago

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম !
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ শনিবার, জানুয়ারি২৭/২০২৪


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের মাঝে সরিষা ফুলের কিছু সুন্দর্য শেয়ার করব। সবারি হয়তো ব্যস্ততার মধ্য দিয়ে প্রতিদিন সময় কাটে, অনেক ব্যস্ততার মধ্য থেকে সবাই হয়তো সময় করে নেয় বিকেল একটু কোথাও ঘোরার জন্য ।আজকে বিকেলে আমারও ইচ্ছে হলো সবুজ প্রকৃতি দেখতে । তাই দেরি না করে চাচাতো ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম কিছু ফটোগ্রাফি সংগ্রহ করার জন্য । ঘুরতে যেয়ে চোখে পরল কিছু সরিষা ক্ষেত আসলেই অনেক দিন পর সরিষা খেতে ঘুরতে গেলাম ।যখন অনেক ছোট ছিলাম তখন সরিষা ক্ষেতে ঘুরতে যেতাম এবং কিছু ফুল ছিরে আনতাম ভেজে খাওয়ার জন্য ।এখন তেমন আর কোথাও যাওয়া হয় না তাই সেই দিনগুলো মনে পড়ে। যাই হোক সরিষা খেতে গিয়ে দেখলাম কিছু ফুল ফুটেছে, কিছু ফুল আবার ঝরে পড়ে ফল ধরেছে কিছু ফল আবার অনেক বড় হয়ে গিয়েছে । আসলেই কাছ থেকে সরাসরি খেত দেখতে পেয়ে আমি অনেক খুশি। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে সরিষা খেতের কিছু সুন্দর্য দেখে আসা যাক।

ধাপ-১

GOopIBPjziJfZjIMIjigzWaRshI.jpg


আমি আর আমার চাচাতো ভাই খেয়াল করে দেখলাম রাস্তার পাশে যে মাঠ আছে সেই মাঠে সবগুলোতে সরিষা লাগিয়েছে। আসলেই দূর থেকে যেদিকেই তাকায় সেদিকেই যেন সরিষার হলুদ ফুল। দেখতেই অনেক ভালো লাগছিল।

Location

ধাপ-২

GDtBPwtPthUdfUMGJokQMgIxcOE.jpg


এবার আমি আর আমার চাচাতো ভাই সরিষা ক্ষেতের পাশে গেলাম যে দেখতে পেলাম সবগুলো সরিষা গাছে ফুল ধরেছে। এমন সরিষা গাছে ফুল ধরলে চাষিরা অনেক লাভবান হতে পারবে।

Location

ধাপ-৩

GQOLVOxVZsWMLVoPHoNmKwMMIVC.jpg


এই সরিষা গাছটাই অনেক সুন্দর ফুল ফুটেছে কিছুদিনের মধ্যেই ফুল ঝরে গিয়ে সবগুলোতে সরিষা ফল ধরবে। সরিষা গাছে যদি এমন সুন্দর ফুল ফুটে তাহলে সরিষা গাছটাতে অনেকগুলো সরিষা ফল আশা করা যায়।

Location

ধাপ-৪

GUpqcDmhudiRwbAyixDvQrjgTxD.jpg

Location

এই সরিষা গাছটাতে খেয়াল করে দেখলাম কিছু ফুল ঝরে গিয়ে কিছু সরিষা ফল ধরেছে। আবার মাথায় কিছু সরিষার ফুল আছে কিছুদিনের মধ্যে ঝরে পড়ে গেলে সরিষার ফল ধরবে এমন আশা করা যায়।

ধাপ-৫

G4aBZTaNedqHbrrUfuyHuEmgowL.jpg

Location

আপনারা একটু খেয়াল করে দেখবেন সরিষা গাছের ছোট একটা মৌমাছি। এই মৌমাছি সব সরিষা ফুলে বসে ঘুরে বেড়াই যা পরাগায়নে সাহায্য করে যার ফলে ফুল থেকে সরিষা ফুলে ফল তৈরি হয়।

ধাপ-৬

GHUbDuwBQbrBeYZSbcaxxAtychH.jpg

Location

এই সরিষা ফুলটা দেখে ছবি না তুলে আমি থাকতে পারলাম না। কিছু ফুল ফুটেছে আবার কিছু ফুল এখনো কুলি হয়ে আছে। দেখতে অনেক চমৎকার লাগছিল। আসলেই চাচাতো ভাইয়ের সাথে সরিষা খেতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারলাম ।ঘুরতে না গেলে হয়তো এত সুন্দর সরিষা খেত দেখতে পেতাম না।

ধাপ-৭

GJyilfZjNEpsrKdNeWzjmqVjceX.jpg

Location


যখন সরিষা ক্ষেত দেখতে গেলাম তখন চারদিকে খেয়াল করে দেখলাম সব চাষিরাই নিজেদের ক্ষেত্রে শস্য লাগিয়েছে ।এমন সরিষা লাগালে হয়তো সরিষা তেলের কমতি হবে না। শুধু যে সরিষা থেকে তেল তৈরি হয় তাও কিন্তু না সরিষা থেকে তেল বের করে নেওয়ার পর যে খোল হয় সেগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়। আমাদের এদিকে প্রচুর পরিমাণ মাছের চাষ করা হয় সেগুলোকে প্রতিনিয়ত খাবারের সঙ্গে খোল খাওয়ানো হয়। তাই আমাদের সরিষা চাষের দিকে একটু খেয়াল রাখা দরকার। জানিনা আমার সরিষা ক্ষেত্রের ফটোগ্রাফি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার সরিষা ক্ষেতের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ফটোগ্রাফার@mdemaislam00
ফটোগ্রাফি ডিভাইসvivo12a
Sort:  
 10 months ago 

শীতের সময় অনেক সরিষা ফুল দেখতে পাওয়া যায়। আর এই সরিষা ফুলের ছবি তুলতে বেশ ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল।

 10 months ago 

আমাদের দিকে সরিষা ফুল প্রায় শেষের দিকে। সরিষা ফুলের ফটোগ্রাফি থেকে বেশ ভালো লাগলো। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন এবং আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 10 months ago 

শীতের সময়ে সরিষা ফুল দেখলেই আসলে মনটা ভরে যায়। সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অপরূপ সৌন্দর্যময় সরিষা ফুলের দৃশ্য আসলে গ্রাম অঞ্চলে ফসলের মাঠ যেন এই সরিষা ফুলের অপূর্ব রূপে সেজে ওঠে। সেই দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। আজকে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 10 months ago 

দেখার মত সব সরিষা ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনাদের এই সরিষা ফুলের ফটো গুলো দেখে। আসলে এখনই উপযুক্ত সময় সরিষা ফুলের। আর সরিষা ফুলের বনে ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে। সব ফটো দেখতে ভালো লাগলো।

 10 months ago 

আপু আপনার সরিষা ফুল ও ক্ষেতের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। এবার আমি এখনো সরিষা ক্ষেতে আগের মতো যেতে পারিনি। সরিষা ফুলের জমি দেখতে যেমন ভালো লাগে তেমনি এই ফুল দিয়ে বড়া খেতেও অনেক ভালো লাগে। এত বড় সরিষা ফুলের ক্ষেত কখনো দেখা হয়নি। শীতের সৌন্দর্য যেন সরিষা ফুল নিয়েই ঘেরা। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96315.76
ETH 3565.22
USDT 1.00
SBD 3.90