||কাদামাটি দিয়ে গাবলা বানানো||১০%@shy-fox এর জন্য
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ সোমবার, নভেম্বর ২০/২০২৩
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের মাঝে কাদামাটি দিয়ে গাবলা বানানো শেয়ার করব ।এর আগের সপ্তাহে আমি বিভিন্ন ধরনের কাদামাটির জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবার ইচ্ছে হলো কাদামাটি দিয়ে গাবলা বানাতে ।আজকে সকাল থেকেই শরীরটা তেমন একটা ভালো নেই তবুও কাদামাটি দিয়ে গাবলা বানানো শুরু করলাম ।গাবলাটা বানাতে গিয়ে আমার বাচ্চা আমাকে অনেক বিরক্ত করছিল, আপনারা তো জানেন বাচ্চারা কাঁদা মাটির দেখলে কেমন খুশি হয় ।যেমন খুশি হয় তেমনি কাদামাটি গায়ে মাখাতেও অনেক পছন্দ করে। গাবলা বানাতে গিয়ে অনেকবার চেষ্টা করতে হয়েছে চেষ্টা করে অবশেষে তৈরি করতে পারলাম কাদামাটি দিয়ে গাবলা । আসলেই গাবলাটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে? আপনাদের যদি কাদা মাটি দিয়ে গাবলা বানানো ভালো লেগে থাকে তাহলে আমার ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই তৈরি করতে পারবেন।
•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলো••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
---|---|---|
১ | পানি | পরিমাণমতো |
২ | কাদামাটি | যেটুকু লাগবে* |
প্রথমে আমি পানি দিয়ে কাদাটা অনেক সুন্দর ভাবে ছেনে নিয়েছি ।কাদাটা অনেক শক্ত করে ছেনবেন তাহলে গাবলাটা বানাতে অনেক সুবিধা হবে।
এবার আমি হাতের তালুর সাহায্যে গোল করে নিব। গোল করা হয়ে গেলে মাঝখানের কাদা তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে কিছুটা গাবলার মতো দেখতে হবে ছবিটা আপনার যেরকম দেখতে পাচ্ছে।
এবার আমি অনেক সুন্দর ভাবে চারিদিকে হাতের সাহায্যে গোল করে নিয়েছি।
অনেক সুন্দর ভাবে গোল করা হয়েছে এবার আমি পানি দিয়ে নেপে নিব যাতে দেখতে সুন্দর লাগে।
এবার আমি গাবলাতে আঙুল দিয়ে দাগ টেনে নিব যাতে গাবলাতে অনেক বেশি জায়গা হয়।
অনেক সুন্দর ভাবে আঙুল দিয়ে গাবলাতে দাগ টানা হয়ে গিয়েছে গাবলাতে অনেক বেশি জায়গা হয়েছে।
গাবলাতে সম্পূর্ণ দাগ টানা হয়ে গেলে আমি গামলার নিচের দিকে পানি দিয়ে অনেক সুন্দরভাবে নেপে দিব।
এইতো অনেক সুন্দর ভাবে গাবলা তৈরি করা হয়ে গিয়েছে ।এবার গাবলার ভেতর পানি দিয়ে অনেক সুন্দর ভাবে নেপে দিব যাতে দেখতে অনেক সুন্দর লাগে। আপনাদের যদি গাবলাটাতে পানি দিয়ে নেপতে না চান তাহলে না নেপতেও পারেন।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
ফটোগ্রাফার | @mdemaislam00 |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | vivo12a |
আপনি অসুস্থ থাকার সত্বেও কাদামাটি দিয়ে খুব সুন্দর একটি গাবলা তৈরি করেছেন। এর আগেও আপনার কাদামাটির তৈরি জিনিস গুলো দেখেছিলাম। বেশ ভালো লেগেছে। আজকের গাবলা তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপু এর আগেও আপনার বানানো কাঁদা মাটি দিয়ে বেশ কয়েকটি জিনিস দেখেছি। আপনার প্রতিটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে।আজকে আপনি আবারও কাঁদা মাটি দিয়ে খুব সুন্দর ভাবে গাবলা বানিয়েছেন। আপনার বানানো এই গাবলা আমার কাছে অনেক ভালো লেগেছে। মাটির তৈরি জিনিস দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর মৃৎশিল্প শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আজকের এই পোস্ট থেকে আমি নতুন কিছু একটা শিখতে পারলাম। এখানে এই জাতীয় জিনিস তৈরি করে দেওয়া হয় এটা আমার জানা ছিল না। আমিও চেষ্টা করব এমন জিনিস তৈরি করে শেয়ার করতে।
মাটি দিয়ে তৈরি জিনিসপত্র খুব কমই দেখা যায় আমাদের কমিউনিটিতে, এজন্য বিষয়টা খুবই ইউনিক ছিল। খুব সুন্দর হয়েছে মাটির তৈরি গাবলা।
ঠিক বলেছেন আপু কাদামাটি দেখলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। কাদামাটি দিয়ে গাবলা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপু আপনি অনেক পরিশ্রম করে কাদামাটি দিয়ে গাবলা তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার প্রতিভা দেখে অনেক ভালো লাগলো।
কাদামাটি দিয়ে তৈরি গাবলাটি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। গাবলা তৈরির প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কাদামাটি দিয়ে অনেক সুন্দর একটি গাবলা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মাটির তৈরি এসব জিনিস আস্তে আস্তে আমাদের মাঝে থেকে বিলীন হয়ে যাচ্ছে। অথচ কতই না সুন্দর এসব মাটির জিনিস যেগুলো ব্যবহারে কোন ক্ষতিও নেই। আপনি খুব সুন্দর করে কাদামাটি দিয়ে একটি গাবলা তৈরি করেছেন বেশ ভালো লেগেছে আপু। আমাদের দেশের বাড়িতেও এগুলোকে গাবলা বলে। অনেকদিন পর এ নামটি শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।