হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে মালা তৈরি করা শেয়ার করব। এমনিতেই বিভিন্ন ধরনের ডাই পোস্ট তৈরি করতে আমার অনেক ভালো লাগে ।এর মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। নতুন কিছু তৈরি করতে যেমন ভালো লাগে সেটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগে। তাই যখনই সময় পাই বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসে পড়ি নতুন কিছু তৈরি করার জন্য ।নিজের হাতে কোন কিছু তৈরি করার মজাই আলাদা ।সেটা যদি হয় ইউনিক কোন কিছু। আজকে সন্ধ্যা বেলায় যখন আমার বাচ্চা ঘুমিয়ে পড়ছিল তখন ভাবলাম হাতে অনেক সময় আছে এখন আমি কিছু তৈরি করব ।তাই ঘড়ে প্রয়োজনীয় উপকরণগুলো গুছিয়ে নিয়ে সন্ধ্যার সময় বসে পড়লাম মালা তৈরি করার জন্য। অন্য মালার থেকে আমার মালাটা একটু আলাদা ।কেননা আমি কুল দিয়ে মালা তৈরি করেছি। কিছুদিন আগে বাজার থেকে মাহাদীর জন্য কুল কিনে এনেছিল ।আমি এই কুল দিয়ে ভাবলাম একটা মালা তৈরি করে দেখি কেমন লাগে। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে কিভাবে আমি মালা তৈরি করেছি দেখে আসা যাক।
•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুল••••
ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
১ | পুতি | পরিমাণমতো |
২ | জলরং | পরিমাণমতো |
৩ | সুতা | পরিমাণমতো |
৪ | সুই | একটি |
৫ | কুল | একটি |
প্রথমে আমি জল রং নিয়ে নিয়েছি ।জল রং নেওয়ার পর আমি সুইসুতা নিয়ে নিব ।সই সুতা নেওয়ার পর আমি একটা সাইজ মতো কুল নিয়ে নিয়েছি ।
| |
প্রথমে আমি কুলের গায়ে লাল জল রং করে নিব ।লাল জল রং করার পর আমি গোল্ডেন কালার রং করে নিয়েছি। গোল্ডেন কালার রং করে নেওয়ার পর আমি কুলের ভেতর সুতা পরিয়ে নিয়ে কুলের সাথে সুতা লাগিয়ে নিব। ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে সুতাটা কুলের সাথে লাগিয়ে নিবেন।
| |
এবার আমি সুই এর সাহায্যে গোল্ডেন কালার পুঁতিগুলো গেঁথে নিব ।এক সাইডে গাথা হয়ে গেলে আবারো অন্য সাইডে গোল্ডেন কালার পুতি গেথে নিব ।ছবিটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে পুতিগুলো গেথে নিব ।
| |
এবার আমি পরিমানমতো লাল সুতা নিয়ে নিব ।লাল সুতাটা পুতি গাধা সুতার সাথে বেঁধে নিব।
| |
এক সাইডে সুতা বাঁধা হয়ে গেলে আমি অন্য সাইডে আবারো ঠিক সেরকম ভাবে সুতাটা বেঁধে নিব। বেঁধে নেওয়ার পর অনেকগুলো লাল সুতা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই সুতাটা সাইজ করে কেটে নিব ।
এবার আমি সাদা রংয়ের একটা পুঁতি আবারো লাল রঙের সুতার সাথে গেঁথে নিব। যাতে কেউ যদি মালাটা গলায় পড়তে চায় তাহলে পুতিটা পেছনের দিকে টান দিলে মালাটা গলায় দিতে অনেক সুবিধা হবে। আবার গলায় দেওয়া হয়ে গেলে উপরের দিকে চাপ দিয়ে পুতিটা তুলে দিলে মালাটা এটে থাকবে অনেক সুন্দর ভাবে।ঘরোয়া পদ্ধতিতে মালা বানানো না জানি কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন ?
🌹 ধন্যবাদ সবাইকে🌹
আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️
ব্লগার | @mdemaislam00 |
ব্লগিং ডিভাইস | infinix note 11pro |
অনুবাদে | মোছাঃ ইমা খাতুন |
শ্রেণী | ড্রাই |
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।
Super Walk এর টাস্ক ছাড়া পোষ্ট নমিনেশনে যাবে না। ধন্যবাদ
এবার থেকে পোস্ট করলে নিয়ম মেনে করছি ভাইয়া। ধন্যবাদ ভাইয়া ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। শুভকামনা রইল।
কোন কাজের মধ্যে আনন্দ খুঁজে পেলে সেই কাজ করতে ভালো লাগে। আপনি এই কাজে আনন্দ পান তার জন্যই সুন্দর একটি পুতির মালা তৈরি করেছেন। এই পুতির মালাটি গলায় পড়লে মনে হয় খুব সুন্দর লাগবে দেখতে। অনেক ধৈর্য নিয়ে বানিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। ভালো লাগলো দেখে।
একেই বলে ক্রেয়েটিভিটি। বেশ সুন্দর করে আজ আপনি বড়ই আর পুতি দিয়ে মালা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আামার কাছে আইডিয়াটি কিন্তু বেশ দারুন লেগেছে।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
জাস্ট অসাধারণ হয়েছে আপু। আপনার মালা দেখছি আর ভাবছি বড়ই দিয়ে মালা তৈরি করা সম্ভব। অনেক সুন্দর ভাবে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন। সত্যি অনেক ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে
এভাবে বাসায় কখনো মালা তৈরি করা হয়নি। আপনি শখের বসে খুব সুন্দর একটা মালা তৈরি করেছেন। দারুন হয়েছে আপনার আজকের এই পোস্ট। খুব সুন্দর একটা কাজ করে শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
বেশ সুন্দর মালা তৈরি করেছেন আপনি। ঘরোয়া পদ্ধতিতে মালা তৈরি বেশ দুর্দান্ত হয়েছে আপু। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। মালা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আপু ডাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমিও কিন্তু আপু বাচ্চা ঘুমিয়ে পড়লে হাতের কিছু কাজ করার চেষ্টা করি। আজকে আপনি খুব সুন্দর মালা তৈরি করেছেন। সত্যি আপনার মালা তৈরি অসাধারণ হয়েছে। আসলে নিজের হাতে মালা বানিয়ে ব্যবহার করলে খুব ভালো লাগে। ধন্যবাদ শুধু দেখে শেষ পর্যন্ত পুঁতি দিয়ে সুন্দর মালা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।