||ডিমের খোলা দিয়ে মাশরুম তৈরি||১০%@shy-fox এর জন্য

Screenshot_20220415_195235~2.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ?আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন ।আমিও ভাল আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্য বিন্দু আল্লাহর রহমতে অনেক ভালো আছে সুস্থ আছে ।আমি বাংলাদেশে বাস করি ।আমার ইউজারনেম@mdemaislam00 ।অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি ।আশাকরি আপনাদের দেখে অনেক ভালো লাগবে ।আজকে আমি আপনাদের সাথে ডিমের খোলা দিয়ে মাশরুম তৈরি শেয়ার করব ।মাশরুম রান্না খেতে অনেক স্পেশাল লাগে। কিন্তু সব ধরনের মাশরুম খাওয়া যায় না ।কিছু কিছু মাশরুম আছে যেগুলো খেলে শরিরের অনেক ক্ষতি হয় ।আবার কিছু কিছু মাশরুম আছে যেগুলো খেলে শরিরের জন্য অনেক উপকার ।আমাদের এলাকায় মাশরুম সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গায় হয়ে থাকে ।মাশরুমের ভেতরে সাদা মাসুম দেখতে আমার বেশি চমৎকার লাগে। কেননা দূর থেকে গুলো দেখতে অনেক ভালো লাগে ।মাশরুম দেখতে কিছুটা ছাতার মতো লাগে ।তাহলে শুনুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক কিভাবে ডিমের খোলা দিয়ে মাশরুম তৈরি করা যায়।

প্রয়োজনীয় উপকরণ

উপাদানপরিমাণ
গামের আঠাএকটি
কাচিএকটি
সাদা পেজতিনটি
ডিমের খোলাতিনটি
কালার পেপারএকটি

ধাপঃ১

IMG_20220415_185231~2.jpg

  • প্রয়োজনীয় উপকরন গুলো আমি নিয়ে নিয়েছি।

ধাপঃ২

IMG_20220415_172237~2.jpg

  • এবার আমি ডিমের খোলা গুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ শুকিয়ে নিব।

ধাপঃ৩

IMG_20220415_173331~2.jpg

  • এবার আমি কাল মার্কার পেন দিয়ে ডিমের খোসার চারপাশে কালো দাগ টেনে নিব।

ধাপঃ৪

IMG_20220415_173931~2.jpg

  • এবার কাল মার্কার পেন দিয়ে ডিমের খোলার চারপাশে দাগ টানা সম্পূর্ণ হলো।

ধাপঃ৫

IMG_20220415_174032.jpg

  • এবার আমি কাল মার্কার পেন দিয়ে ডিমের খোলার অপর গোল গোল করে নিব।

ধাপঃ৬

IMG_20220415_180941.jpg

  • এবার আমি কাল মার্কার পেন দিয়ে ডিমের খোলার অপর গোল গোল করে নিব।

ধাপঃ৭

IMG_20220415_175100.jpg

  • এবার সাদা পেজ দিয়ে মাশরুমের ডাল করে নিব।

ধাপঃ৮

IMG_20220415_180849~2.jpg

  • এবার মাশরুমের ডাল করা সম্পন্ন হল।

ধাপঃ৯

IMG_20220415_182454~2.jpg

  • মাশরুমের ডালগুলো মাটিতে ভালোভাবে পুতে নিব।

ধাপঃ১০

IMG_20220415_184837~2.jpg

  • এবার ঝটপট তৈরি হয়ে গেল আজকের সেই ডিমের খোলা দিয়ে মাশরুম তৈরি।

ধাপঃ১১

IMG_20220415_184905~2.jpg

ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ডিমের খোলা দিয়ে মাশরুম তৈরি টি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

Sort:  
 2 years ago 

ডিমের খোলা দিয়ে মাশরুম তৈরি অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে ডিমের খোসা দিয়ে মাশরুম তৈরি করেছেন। আপনার তৈরি করা মাশরুম দেখতে আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর করে আপনি মাশরুম তৈরীর পদ্ধতি উপস্থাপন করেছেন। দারুন একটি হাতের কাজ শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ডিমের খোসা দিয়ে মাশরুম তৈরি করেছেন দারুন হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ, এত সুন্দর একটা কথা বলার জন্য।

 2 years ago 

ওয়াও,বেশ দারুন আইডিয়া তো।ডিমের খোসা দিয়ে মাশরুম বেশ ভালো হয়েছে।দেখতে খুব সুন্দর লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসাধারণ একটি প্রজেক্ট তৈরি করেছেন আপু, আপনার দক্ষতার কোন তুলনা হয় না, আপনার ডিমের খোলা দিয়ে মাশরুম তৈরি অনেক সুন্দর হয়েছে, শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ওয়াও আপু কি আর বলব, দেখে জাস্ট হতভম্ব হয়ে গেলাম। ডিমের খোসা দিয়ে আপনার তৈরি মাশরুম দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ডিমের খোসা দিয়ে যে মাশরুম তৈরি করেছেন, তা খুবই খুবই সুন্দর হয়েছে।এত সুন্দর একটি ইউনিক কন্টেন্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ,এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দারুন একটি আইডিয়া শেয়ার করেছেন আপু। আপনি ডিমের খোসা দিয়ে মাশরুম তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। আর আপনি এটা তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডিমের খোসা দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় তা আগে কখনও ভেবে দেখিনি। সত্যি ফেলে দেয়া ডিমের খোসা ব্যবহার করে আপনি অসাধারণ একটি জিনিস তৈরি করেছেন। আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। মুগ্ধ হয়ে গেলাম আপনার হাতের কাজ দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ডিমের খোসা দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় তা আগে কখনও ভেবে দেখিনি। সত্যি ফেলে দেয়া ডিমের খোসা ব্যবহার করে আপনি অসাধারণ একটি জিনিস তৈরি করেছেন। আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। মুগ্ধ হয়ে গেলাম আপনার হাতের কাজ দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনি হয়তো দুইটা মন্তব্য করেছেন

 2 years ago 

ভাইয়া কি বলতেছেন বুঝতে পারিনা। বুঝাইয়া বললে ভাল হত।

 2 years ago 

আসলে দারুন একটি আইডিয়া ছিলো ডিমের খোসা দিয়ে মাশরুম তৈরি। আসলে আপনার প্রতিভা আছে বলতে হয়। আপনি নিজের ভেতরে থাকা দক্ষতাকে কাজে লাগিয়েছেন। দারুন ছিল এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার।

 2 years ago 

বাহ দারুণ এবং অসাধারণ একটা ক্রাফট দেখলাম। ডিমের খোসা দিয়ে মাশরুম টা দারুণ তৈরি করেছেন। এই রকম ক্রাফট আগে দেখিনি ইউনিক ছিল। দারুণ তৈরি করেছেন এবং সুন্দর উপস্থাপন ছিল। অনেক সুন্দর। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59640.10
ETH 2860.45
USDT 1.00
SBD 2.26