||ক্লে দিয়ে সুন্দর ফুলের তোড়া||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগlast month

IMG_20240926_125011_272.jpg

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ! আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে। আজ , সেপ্টেম্বর ২৭/২০২৪


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি। আজকে আমি আপনাদের সাথে ক্লে দিয়ে ফুলের তোরা বানানো শেয়ার করব। এর আগে আমি কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এখন তেমন একটা কাদামাটি ব্যবহার করি না। সেজন্য আজকে আমি আপনাদের সাথে ক্লে দিয়ে ফুলের তোড়া বানানো শেয়ার করব। এমন ধরনের ফুলের তোড়া বানিয়ে ঘরের ড্রেসিং টেবিল বা ওয়্যারড্রপ এর উপর রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করে ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বাড়ে। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ক্লে দিয়ে ফুলের তোড়া বানানো দেখে আসা যাক।

•••• ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলো••••

ক্রমিক নম্বরউপাদানপরিমাণ
ক্লেবিভিন্ন কালারের
কাচিএকটি
ফটো-১


IMG_20240926_124051_706-01.jpeg




আমি বিভিন্ন কালারের ক্লে নিয়ে নিয়েছি ।আপনারা যদি এক কালারের ক্লে দিয়ে ফুলের তোড়া বানাতে চান তাও করতে পারেন।।
ফটো-২


IMG_20240926_124347_958.jpg




আমি হালকা গোলাপি রঙের ক্লে নিয়ে নিয়েছি ।
ফটো-৩


IMG_20240926_124355_710.jpg




এবার আমি হাতের তালু সাহায্যে গোলআকৃতি করে নব। ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন।
ফটো-৪


IMG_20240926_124406_951.jpg



এবার আমি হাতের তালুর সাহায্যে একটু লম্বা আকৃতি করে নিয়েছি। দেখতে যেন ফুলের মতো লাগে ।
ফটো-৫


IMG_20240926_124421_156.jpg




এবার আমি কাচির সাহায্যে ক্লেটা অল্প একটু কেটে নিয়েছি ।
ফটো-৬


IMG_20240926_124444_212.jpg




আবারো আমি কাচির সাহায্যে ক্লেটা মাঝখান দিয়ে কেটে নিব ।ছবিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন।
ফটো-৭


IMG_20240926_124454_218.jpg




এবার আমি চারদিক থেকে একটু চাপটা করে নিব যাতে ফুলটা ফুটন্ত মনে হয়।
ফটো-৮


IMG_20240926_124535_959.jpg




এবার আমি ফুলগুলো হাত দিয়ে চাপটা করে নিব । বানিয়ে রাখা সব কালারের ফুলগুলো একসঙ্গে লাগিয়ে নিব ।
ফটো-৯


IMG_20240926_125011_272.jpg




এবার আমি ফুলের তোড়ার নিচের দিকে আবারো ক্লে দিয়ে ফুলের তোড়ার নিচটা মোটা আকৃতি করে দিব। যাতে কোথাও রাখলে সেটা ভালোভাবে থাকে ।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার ক্লে দিয়ে ফুলের তোড়া বানানো আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসvivo y 12a
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।

Sort:  
 last month 

বাহ চমৎকার বেশ সুন্দর লাগছে আপু। ক্লে দিয়ে ফুলের তোড়া টা দারুণ তৈরি করেছেন। পাশাপাশি পোস্ট টা চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month (edited)

ক্লে দিয়ে অনেক সুন্দরভাবে ফুলের তোরা তৈরি করেছেন আপু। ক্লে ব্যবহার করে আমার তো যেকোনো ধরনের জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। আপনার পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো আপু ধন্যবাদ।

 last month 

ক্লে দিয়ে আসলে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি খুব সুন্দর ফুলের তোড়া তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের ডাই পোস্ট টা দেখে। বিভিন্ন কালারের ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last month 

বিভিন্ন কালারের ফুলগুলো ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ফুলের তোড়া বানিয়েছেন। ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে খুব ভালো লাগে। বিশেষ করে ফুল বানালে দেখতে বেশি ভালো লাগে। আপনার এই ফুলের তোড়া সুন্দর হয়েছে ঠিকই তবে আরও সুন্দর করার চেষ্টা করবেন।

 last month 

আসলেই আপু ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়।

 last month 

আপনি চেষ্টা করার কারণে ক্লে দিয়ে সুন্দর একটা ফুলের তোড়া তৈরি করতে পেরেছেন। আর আপনার তৈরি করা এই ফুলের তোড়া দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবে যদি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকেন, তাহলে ক্লে দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন আপনি। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমি তো অনেক বেশি পছন্দ করি। এমনকি কোনো কিছু তৈরি করা হলে দেখতেও খুব ভালো লাগে। সত্যি দারুন ছিল আপনার তৈরি করা এই ফুলের তোড়া।

 last month 

আপনার কথাটি শুনে অনেক ভালো লাগলো আপু। ক্লে দিয়ে এভাবে যদি জিনিস তৈরি করে থাকি তাহলে আরো নতুন নতুন জিনিস আপনাদের মাঝে উপহার দিতে পারব।

 last month 

দারুন ফুলের তোড়া তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার চমৎকার এই ফুলের তোড়া তৈরি করতে দেখে ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে ফুলের তোড়া তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। খুবই ভালো লাগলো চমৎকার এই পোস্টটা দেখে।

 last month 

সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

ক্লে দিয়ে জিনিস বানানো আমিও খুব পছন্দ করি আর আমার শখ ও এটা।আপনি আজ আমাদের মাঝে দারুন একটি জিনিস বানিয়ে শেয়ার করেছেন। খুবই ভালো লাগছে।

 last month 

ফুলের তোড়াটা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

এটা সত্যি বলেছেন আপু এ ধরনের ফুলের তোড়া বানিয়ে ওয়ারড্রপ অথবা ড্রেসিং টেবিলের উপর রাখলে ভীষণ ভালো দেখায়। ক্লে দিয়ে অনেক সুন্দর ফুলের তোরা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি অনেক ভালো লাগলো।

 last month 

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 last month 

বর্তমান সময় ক্লে দিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়। আজকে আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর করে ফুলের তোড়া বানিয়েছেন। এই ফুলের তোড়াটি যদি টেবিলের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। আর ক্লে দিয়ে কিছু বানাতে হলে ধৈর্য ধরে বানাতে হয়। ভালো লাগলো আপনার ক্লে দিয়ে তৈরি করা ফুলের তোড়াটি। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে ফুলের তোড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

ঠিক বলেছেন আপু ফুলের তোড়াটা টেবিলের ওপর সাজিয়ে রাখলে দেখতে অনেক চমৎকার লাগবে।

 last month 

ক্লে দিয়ে তৈরি করার জিনিস দেখতে খুবই সুন্দর লাগে। আপনি করে দিয়ে অনেক সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করেছেন। ফুল তোড়াটি দেখতে বেশ চমৎকার লাগছে।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া ক্লে দিয়ে তৈরি করার জিনিস দেখতে অনেক ভালো লাগে।

 29 days ago 

জ্বি আপু আমার কাছে অনেক ভালো লাগে ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68160.40
ETH 2442.97
USDT 1.00
SBD 2.37