||কালার পেপার দিয়ে সোফা তৈরি ||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_20220606_224250~2.jpg

"আমার বাংলা ব্লগের সকলসদস্যবৃন্দ"
আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম !
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ,
সোমবার জুন ০৬/২০২২

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের সাথে কালার পেপার দিয়ে সোফা তৈরি শেয়ার করব। আসা করি আপনাকে দেখে অনেক ভালো লাগবে ।এমনিতেই কালার পেপার দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে আমি অনেক পছন্দ করি । সেমন একটা সময় পাইনা তবুও যখন সময় পাই মাঝেমধ্যে কালার পেপার দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করি ।আজকে অনেকদিন পর আবার ইচ্ছে হলো কালার পেপার দিয়ে কিছু একটা তৈরি করতে তাই সারাদিন কঠোর পরিশ্রমের পর সন্ধ্যাবেলায় কালার পেপার দিয়ে সোফা তৈরি করলাম ।সোফা তৈরি করতে সেমন একটা জিনিস লাগে নি ।শুধুমাত্র একটা কালার পেপার লেগেছে। ছোটবেলায় অনেক খাতার পেজ দিয়ে সোফা বানিয়েছি আজকে আবার নতুন করে কালার পেপার দিয়ে সোফা বানিয়ে । আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক কালার পেপার দিয়ে কিভাবে সোফা তৈরি করা যায়।

প্রয়োজনীয় উপকরণ

উপাদানপরিমাণ
কালো কালার পেপারএকটি
ধাপঃ১

IMG_20220606_195140~2.jpg

প্রথমে আমি কালো রংএর কালার পেপার দুই দিক সমান করে ভাজ করে নিয়েছি।

ধাপঃ২

IMG_20220606_195231~2.jpg

এবার আমি কালো রঙের কালার পেপারের মাঝখান দিয়ে ভাজ করে নিব।

ধাপঃ৩

IMG_20220606_195403~2.jpg

এবার কালো রঙের কালার পেপার মাঝখান দিয়ে ভাজ করার দাগ বরাবর এক পাশ থেকে ভাজ করে নিব।

ধাপঃ৪

IMG_20220606_195459~2.jpg

এবার কালার পেপারের দাগ বরাবর দুই দিক থেকে ভাজ করা সম্পূর্ণ হলো।

ধাপঃ৫

IMG_20220606_195606~2.jpg

এবার দুই দিক থেকে ভাজ করার একদিক খুলে হাত দিয়ে চাপ দিয়ে নিব।

ধাপঃ৬

IMG_20220606_195715~2.jpg

এবার দুই দিকের ভাঁজ খলা সম্পূর্ণ হলো।

ধাপঃ৭

IMG_20220606_195924~2.jpg

এবার কালার পেপারটার শেষ দিক থেকে তুলে ভাজ বরাবর ভাজ করে নিব।

ধাপঃ৮

IMG_20220606_195942~2.jpg

এবার কালার পেপারটা ভাঁজ করা শেষে যে কালার পেপার টুকু বার্থটি আছে সেটুকু উল্টিয়ে ভাজ করে নিব।

ধাপঃ৯

IMG_20220606_200123~2.jpg

এবার কালার পেপারটা সোজা করে নিয়ে শেষ দিক থেকে ভাজ করে নিব।

ধাপঃ১০

IMG_20220606_200605~2.jpg

এবার ভাঁজ করা সম্পন্ন হয়েছে এবার ভাঁজ করার একপাশ থেকে আবার ভাঁজ করে নিব।

ধাপঃ১১

IMG_20220606_200651~2.jpg

এবার কালার পেপারটা দুই দিক থেকে ভাজ করার সম্পূর্ণ হলো।

ধাপঃ১২

IMG_20220606_201224~2.jpg

এবার ঝটপট তৈরি হয়ে গেল আজকে সেই কালার পেপার দিয়ে সোফা তৈরি।

  • ধন্যবাদ সবাইকে এতখন আমার সাথে থাকার জন্য ।আশা করি আমার কালার পেপার দিয়ে সুফা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্ত শেষ করছি অন্যদিকে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।
Sort:  
 2 years ago 

বাহ কালার পেপার ব্যবহার করে তো খুব সুন্দর একটি সোফা তৈরি করেছেন।দেখতে কিন্তু চমৎকার হয়েছে। এত সুন্দর ভাবে এবং এত নিখুত ভাবে কালার পেপার ব্যবহার করে এত সুন্দর একটি সোফা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার কালার পেপার দিয়ে সোফা। আমার কাছে আপনার এই সোফা অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি এই সোফা তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ঠিকই বলেছেন বিভিন্ন জিনিস বানাতে খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ও ইউনিক একটি সোফা বানিয়ে দিলেন। আপনার সোফা দেখতে একদম বাস্তবের সোফার মতো হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার তৈরি সোফাটি।কালো কালার পেপার ব্যবহার করাতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। এভাবেই এগিয়ে যান এই কমিউনিটিতে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি কালার পেপার দিয়ে খুব সুন্দর একটি সোফা বানিয়েছেন। সোফা টি দেখতে বেশ ভালো লাগছে। কাল রঙের কাগজ দিয়ে করাতে বেশি ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে বানানো সোফা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর আইডিয়া এখানে শেয়ার করা হয়। আপনার আজকের আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। খুব সুন্দর করে আপনি কালার পেপার দিয়ে সোফা তৈরি করেছেন। আর এটা তৈরি করার পদ্ধতি খুব সহজ উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অত্যন্ত সুন্দর একটি সোফা তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিভাবে এত সুন্দর একটি সোফা তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

কালার পেপার দিয়ে অনেক সুন্দর একটি সোফা বানিয়েছে। দেখে খুবই চমৎকার লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সোফা বানানো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে সোফা তৈরি করেছেন। রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে। ভিন্ন ধরনের কিছু তৈরি সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আপনি করলেন।

 2 years ago 

কালার পেপার ব্যবহার করে আপনি সুন্দর সোফা সেট তৈরি করেছেন আপু। তবে কালো কাগজ ব্যবহার না করে অন্য কাগজ ব্যবহার করলে আমার মনে হয় দেখতে একটু বেশি উজ্জ্বল হতো। এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

একদম আমার মনের কথাটাই বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে বানানো তেমন একটা সময় পাওয়া যায় না তবে বানানোর পরে দেখতে ভালই লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি সোফা তৈরি করেছেন। কালো কালারের কাগজ ব্যবহার করার কারণে সোফাটি দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আর প্রতিটি ভাঁজে ভাঁজে খুব সুন্দর করে তৈরি করে দেখিয়েছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69218.33
ETH 2488.39
USDT 1.00
SBD 2.53