||মেহেদি ডিজাইন||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_20221221_182732~2.jpg

আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম !
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ বুধবার, ডিসেম্বর২১/২০২২


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের সাথে একটি মেহেদির ডিজাইন শেয়ার করবো। ছোটবেলা থেকেই আমি বিভিন্ন ধরনের ডিজাইন অঙ্কন করতে অনেক পছন্দ করি। কিন্তু এখন তেমন একটা সময় পায় না সেজন্য তেমন একটা অঙ্কন করতে বসতে পারি না ।তবুও যখন সময় পায় বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকদিন ধরে পোস্ট করা হয়নি সেজন্য আজকে সকালের দিকে রেসিপি পোস্ট করেছি ।এখন ড্রাই পোস্ট করব ।এই মেযহেদির ডিজাইন টা আমি হাতে দিয়েছিলাম আসলেই ডিজাইনটা দেখতে অনেক অসাধারণ লাগছিল। এমন ধরনের ডিজাইন হাতে দিলে সম্ভবত কোন মেহেদি দিলে ডিজাইনগুলো অনেক সুন্দর দেখায় ।কোন মেহেদি ছাড়া অন্য মেযহেদির দিলে ডিজাইনগুলো তেমন একটা সুন্দর দেখায় না ।সম্ভবত ডিজাইনগুলো ঘেঁটে যায়। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক ডিজাইনটা কিভাবে আমি অঙ্কন করেছি।

••••মেহেদির ডিজাইনটা অংকন করতে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণগুলো••••

ক্রমিক নম্বরউপাদানপরিমাণ
জেল পেনএকটি
সাদা পেজএকটি
ধাপ-১

IMG_20221220_165512~2.jpg


আপনারা একটু খেয়াল করে দেখেন আমি চারটা গোল আকৃতি ফুল করে নিয়েছি। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতি আরেকটা ফুল করে নিয়েছি।

ধাপ-২

IMG_20221220_165759~2.jpg


এবার আমি ফুলের একপাশে পাতা আকৃতি ফুল করে নিয়েছি ।আরেক পাশে পাতা আকৃতি ফুল করে নিয়ে তার চারপাশে একটু ব্যাকা করে দাগ টেনে নিয়েছি।

ধাপ-৩

IMG_20221220_170136_Burst05~2.jpg


এবার আমি চারটা ফুলের উপর দিকে গোল করে নিয়েছি। চারদিকে ছোট একটু গোল গোল করে ফুল আঁকিয়ে নিয়েছি ফুলের মাঝখানে আমি চিকন চিকন করে দাগ টেনে নিয়েছি।

ধাপ-৪

IMG_20221220_170527.jpg


ফুলের ঠিক উপরদিকে আমি একটু শাপলা আকৃতি ফুল করে নিয়েছি এবং ফুলের ভেতর হালকা হালকা একটু কালি করে নিয়েছি।

ধাপ-৫

IMG_20221220_171023_Burst01.jpg


শাপলা আকৃতি ফুলের একপাশে আমি পাতাকৃতি ফুল করে নিয়েছি এবং অন্য পাশে একটু গোল করে ফুল করেছি ফুলটা দেখতে কিছুটা ঝোলা দুল এর মতো লাগছে।

ধাপ-৬

IMG_20221220_171522.jpg


আবার পুনরায় আমি তিনটা ফুল করে নিয়েছি এবং উপরের দিকে বড় গোলাকৃতি ফুল করে নিয়ে আবারো মাঝখানে চিকন চিকন দাগ টেনে নিয়েছি।

ধাপ-৭

IMG_20221220_171742~2.jpg


আপনার আবারও দেখতে পাচ্ছেন উপরের দিকে ঠিক শাপলা আকৃতি ফুল অংকন করেছি।

ধাপ-৮

IMG_20221220_171924~2.jpg


এবার আমি উপরের দিকে গোল ফুল অঙ্কন করে চারদিকে ছোট ছোট বেকিয়ে বেকিয়ে ফুল অঙ্কন করে নিব ।আসলেই মেহেদির ডিজাইনটা হাতে পরলে দেখতে অনেক চমৎকার লাগবে। আপনাদের যদি মেহেদির ডিজাইনটা হাতে দিতে চান তাহলে আমার ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই ডিজাইনটা আপনারা অঙ্কন করতে পারবেন।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আশা করি আমার মেহেদির ডিজাইনটা আপনাদের ভালো লাগবে । আজকে এই পর্যন্ত শেষ করছি অন্য দিন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।

ফটোগ্রাফার@mdemaislam00
ফটোগ্রাফি ডিভাইসvivo12a
Sort:  
 2 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর মেহেদি ডিজাইন করেছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি প্রায় সময় ডিজাইন করি তবে আপনার এই ডিজাইনটি অনেক ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

থাম্বেল দেখে ভেবেছিলাম এখানে চারটা ডিজাইন, তারপর দেখলাম চারটি মিলে একটি ডিজাইন হয়েছে, ফুলের সমাহার নিয়ে এত চমৎকার একটি মেহেদী ডিজাইন তৈরি করেছেন আমার খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপনি বেশ সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে।এই ডিজাইনটি যদি হাতে লাগানো হয় তাহলে অনেক সুন্দর দেখাবে।আপনার মেহেদীর এই ডিজাইনটি আমার বেশ পছন্দ হয়েছে আপু।

 2 years ago 

সত্যি বলবো আপু আমি মাঝে মধ্যে ভাবি ৷ এই ডিজাইন গুলো কিভাবে সম্ভব ৷ আমি তো চেষ্টা করেও পারি না ৷ সত্যি বলতে আপনার দক্ষতা বেশ ভালো না হলে এতো সুন্দর ডিজাইন আর্ট সম্ভব ৷
যা হোক আপু প্রতিটি ধাপ দূদান্ত ছিল ৷ ধন্যবাদ আপু ভালো থাকবেন ৷

 2 years ago 

খুবই সুন্দর মেহেদি ডিজাইন এর চিত্র অঙ্কন করেছেন। মেহেদি ডিজাইন চিত্রটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। মেহেদী ডিজাইন আর্টটি বেশ ভালো লাগলো। আমার কাছে এই ধরনের আর্ট করতে অনেক ভালো লাগে।ফুল গুলো দেওয়ার কারনে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর একটা মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 
আপনার মেহেদী ডিজাইনটি দেখতে খুব চমৎকার লাগছে। আসলে মেহেদী ডিজাইন মূলত আমরা কোন উপলক্ষে বা অনুষ্ঠানে ব্যবহার করতে দেখে থাকি।বিশেষকরে মেয়েদের মেহেদী দেওয়া খুবই সখ।আর এ জাতীয় ডিজাইন করে ব্যবহার করলে দেখতে ও খুব সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর একটি মেহেদী ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

ড্রাই পোস্ট না আপু ডাই পোস্ট।থাম্বনেইল থেকে ভেবেছিলাম ডিজাইন পোস্টের সংগ্রহ। পরে বুঝলাম একটি ডিজাইন এর আলাদা ধাপ।ডিজাইন টি অনেক সুন্দর।দেখতে কঠিন মনে হলেও আপনার বর্ণনায় আর ধাপে ধাপে দেখানোয় সহজ হয়ে গেছে।ধন্যবাদ সুন্দর মেহেদি ডিজাইন টি শেয়ার করার জন্য

 2 years ago 

আপনি খুব সুন্দর করে মেহেদি ডিজাইন করেছেন। জেল পেন দিয়ে খুব সুন্দর মেহেদি ডিজাইন করেছেন। এ ধরনের মেহেদি ডিজাইনগুলো দেখতে অনেক ভালো লাগে। এই ডিজাইনগুলো খাতা এবং হাতে আঁকতে খুব ভালো লাগে। খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63