DIy || এসো নিজে করি, কালার পেপার দিয়ে প্রজাপতি তৈরি|| ১০%@shy-fox এর জন্য

IMG_20220107_112408.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ?আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন ।আমিও ভাল আছি ।আশা করি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একজন স্টুডেন্ট ।আমার ইউজারনেম@mdemaislam০০। আমি বাংলাদেশে বাস করি ।অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি ।আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে ।আজ আমি আপনাদের সাথে কালার পেপার দিয়ে প্রজাপতি তৈরি শেয়ার করতে এসেছি ।কালার পেপার দিয়ে প্রজাপতি তৈরি করতে আমি দুই রকম কালার পেপার ব্যবহার করেছি যাতে দেখতে আরো সুন্দর লাগে ।কালার পেপার দিয়ে প্রজাপতি তৈরি করতে একটি কাচি, একটি পেন্সিল ,একটি রাবার লেগেছে ।প্রজাপতি আমরা সবাই ভালবাসি ।প্রজাপতি উড়ন্ত অবস্থায় দেখতে আরো বেশি ভালো লাগে। প্রজাপতি বিভিন্ন ধরনের ফুলে ঘুরতে দেখা যায় । প্রজাপতি ফুলের মধু খেয়ে থাকে ।প্রজাপতি বিভিন্ন ধরনের হয়ে থাকে কোনটা হলুদ ,কোনটা গোলাপি ,কোনটা কালো ,কোনটা লাল আবার কোনোটা সাদা রঙ্গের হয়ে থাকে।আর হলুদ প্রজাপতি টা দেখতে বেশি ভালো লাগে। কোন প্রজাপতির ডানায় আবার ছপ দাগ থাকে, সেগুলো দেখতে আরো বেশি ভালো লাগে। আমার প্রজাপতিটা বানানো সেমন একটা ভালো না হলেও ভালো করার চেষ্টা করেছি ।আশাকরি আপনাদের দেখে অনেক ভালো লাগবে ।তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ

১/কালার পেপার দুইটি
২/কাচি একটি
৩/পেন্সিল একটি
৪/রাবার একটি

ছবিঃ১


IMG_20220107_104659.jpg

  • ছবিতে দেখানো অনুয়ায়ী প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়ে নি।

ছবিঃ২



IMG_20220107_104803.jpg

  • এবার কালার পেপার টা ভাজ করে নি।

ছবিঃ৩


IMG_20220107_104921.jpg

  • এবার কালার পেপার টা কাচি দিয়ে কেটে নি।

ছবিঃ৪



IMG_20220107_105021.jpg

  • এবার কালার পেপার কাটা সম্পূর্ণ হলো।

ছবিঃ৫


IMG_20220107_105147.jpg

  • এবার কালার পেপার টা ছোট করে কেটে নিয়েছি।

ছবিঃ৬


IMG_20220107_110215.jpg

  • এবার পেন্সিল দিয়ে কালার পেপারের উপরে প্রজাপতি আঁকিয়ে নি।

ছবিঃ৭



IMG_20220107_111946.jpg

ছবিঃ৮


IMG_20220107_110247.jpg

  • এবার কাচি দিয়ে কালার পেপারের প্রজাপতি আঁকানো কেটে নি।

ছবিঃ৯



IMG_20220107_112408.jpg

  • অবশেষে তৈরি হয়ে গেল কালার পেপার দিয়ে প্রজাপতি।
Sort:  
 3 years ago 

কালার পেপার দিয়ে আপনার প্রজাপতি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে প্রথমে পেন্সিল দিয়ে প্রজাপতি অংকন করে নিয়েছেন তারপরে কাঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে প্রজাপতি বানিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

  • প্রজাপতি আমার খুবই প্রিয় একটি ছোট পানি। সব সময় আমি প্রজাপতি দেখতে বিভিন্ন জায়গায় যাই। আমাদের এলাকার মধ্যে কিছু জায়গা আছে সেগুলোতে প্রচুর প্রজাপতি দেখা যায়। আর আপনি সেই প্রজাপতির রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। খুবই অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

কালার পেপার দিয়ে খুব সুন্দর ভাবে প্রজাপতি আপনি তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে সেইসাথে ধারাবাহিকতা বজায় রেখে প্রজাপতি তৈরি ধাপ গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50