লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @mdashraful || 10% Beneficiary for shy-fox



আচ্ছালামুয়ালাইকুম,

আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন।

প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে নতুন সদস্য হিসেবে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গ্রহন করার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটির মধ্যে এতো সুন্দর পরিবেশ দেখে সত্যিই আমি বিমোহিত। অবশ্য, এই সুন্দর পরিবেশ তৈরীর পেছনে, আমাদের প্রফেসরগণের এবং @abb-school এর রয়েছে অক্লান্ত পরিশ্রম, আর নতুনদের প্রতি উনাদের শিক্ষা। নিয়মকানুনের গন্ডির মধ্যে থেকে আমাদের জন্য একটা সুন্দর লেভেলিং/পদমর্যাদা রেখেছেন, যা সত্যিই অসাধারণ।

আমি একজন লেভেল ০১ ক্যান্ডিডেট

গতসপ্তাহে আমার লেভেল ০১ এর ক্লাসগুলোতে উপস্থিত ছিলাম।

ক্লাসগুলো থেকে আমি যা যা জানতে পেরেছি এবং শিখতে পেরেছি, তার সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি।

ক্লাসের শিক্ষনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিলঃ

১. স্টিমিট আর সোশ্যাল মিডিয়ার মধ্যে পার্থক্য

২. ব্লকচেইন

৩. পোস্ট ক্রাইটেরিয়া

৪.ট্যাগ

৫.স্প্যামিং

৬.কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট

৭.প্লাগিয়ারিজম

৮.এবিউজ

৯.রি-রাইট পোস্ট ও

১০.আমার বাংলা ব্লগে পোস্ট লেখার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী।


কয়েকটি নির্দিষ্ট প্রশ্নের উপর ভিত্তি করে নিম্নে উত্তরগুলো আলোকপাত করার চেস্টা করছি।

প্রশ্নঃ কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয় ?

উত্তরঃ ⇨ স্প্যামিং বলতে মূলত বুঝায়, সেসব বার্তা,কমেন্ট,পোস্ট,মেনশন, বা ট্যাগ,যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় বা অনাকাঙ্ক্ষিত, বা বিরক্তিকর।

স্প্যামিং এক্টিভিটিজঃ

১. কোন ঘটনা বার বার ঘুরিয়ে পেছিয়ে বর্ণনা করে পোস্ট করা

২. অযাচিত বার্তা

৩. কমেন্টে স্প্যামিং

৪. ব্যক্তিবিশেষকে বিরক্তিকর অযাচিত মেনশন।

৫. আপভোট, কমেন্ট, রিস্টিম চেয়ে চেয়ে, খোঁজাখুঁজি ও স্প্যামিং

৬. অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার।

৭.বারংবার মাইক্রো পোস্ট করাও স্প্যামিং ইত্যাদি


প্রশ্নঃ ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তরঃ ⇨ কপিরাইট একটি আইন। যে আইনব্যবস্থায় অন্যের মেধা,বুদ্ধিমত্তা,স্কিল দিয়ে তৈরী,ডিজিটাল ডাটা(লেখা,ছবি,ভিডিও,গিফ,এনিমেশন ইত্যাদি) ব্যবহার নিষিদ্ধ,শাস্তিস্বরূপ অর্থদন্ড বা কারাদন্ড কার্যকর করে,তাকে কপিরাইট আইন বলে।

ফটো কপিরাইট বলতে, অন্য কারো ছবি কপিরাইটের আওতাভুক্ত হলে,তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।


প্রশ্নঃ তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

উত্তরঃ ⇨

১. পিক্সাবে ( https://pixabay.com/)

২. পিক্সেলস (https://www.pexels.com/)

৩.আনস্প্লাস (https://unsplash.com/)


প্রশ্নঃ পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

উত্তরঃ ⇨ সার্চ ফ্লিটারেশনের জন্য ট্যাগ ব্যবহার করা হয়। মেইনলি ট্যাগ হচ্ছে কিওয়ার্ড। আবার কিওয়ার্ড মানে হচ্ছে, আপনার লেখার, পোস্টের, ছবির, ভিডিওর, বার্তার মূল বা প্রধান বিষয়বস্তু। পোস্টকে সহজে খোঁজে বের করা, বা ক্যাটাগরিতে ভাগ করার জন্যই ট্যাগ ব্যবহার করা হয়।

ট্যাগ নির্বাচন করার সময় অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে,সামঞ্জস্য হতে হবে। অসামঞ্জস্য ট্যাগ স্প্যামিও হিসেবে বিবেচিত হবে।


প্রশ্নঃ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

উত্তরঃ ⇨

১/ রিলিজিয়াস এফিলিয়েশন।

২/পলিটিক্যাল ইস্যু

৩/শিশু শ্রমকে সাপোর্ট করে ছবি,লেখা,ভিডিও পোস্ট

৪/মিথ্যা,গুজব,কুসংস্কারকে সমর্থন করে এমন

৫/স্প্যামিং পোস্ট

৬/নারী বা কোন জাতি বা বর্ণ বৈষম্যমুলক পোস্ট।

৭/ঘৃণা বা অবজ্ঞাসূচক পোস্ট

৮/যে কোন প্রাণীর নির্যাতনমূলক বা অপরাধমূলক পোস্ট

৯/ NSFW ট্যাগ ব্যতীত অশ্লীলতা বিষয়ক পোস্ট



প্রশ্নঃ প্ল্যাগিয়ারিজম (Plagiarism) সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ ⇨ প্ল্যাগিয়ারিজম হচ্ছে একধরণের চুরিশিল্প। অন্যের লিখা,পোস্ট চুরি করে, স্বল্প পরিবর্তন করে বা না করে নিজের নামে চালিয়ে দেয়াকে প্ল্যাগিয়ারিজম বলে।

তবে রি-রাইটের ক্ষেত্রে আলাদা নিয়ম অনুসরণ করতে হয়।



প্রশ্নঃ রি-রাইট আর্টিকেল কাকে বলে?

উত্তরঃ ⇨ রি-রাইট বলতে বুঝায় নতুন করে লিখা বা উপস্থাপন করা।

কোন বিষয় সম্পর্কে বিভিন্ন বিশ্বাসযোগ্য( অথেনটিক) সোর্স থেকে ধারণা নিয়ে, বা গবেষনা করে নিজের ভাষায় উপস্থাপন করাকে রি-রাইট আর্টিকেল বলে।

তবে রি-রাইট আর্টিকেলের ক্ষেত্রে অন্তত ৭৫% নিজের ভাষায় লেখা হতে হবে,কোন কপি করা যাবে না, বাকী ২৫% অন্যান্য সাইট থেকে নেয়া যাবে সোর্স উল্লেখ করা যাবে।

অন্যান্য সাইট থেকে নেয়ার সময় যতটুকু সম্ভব নিজের ভাষায় গুছিয়ে লেখা যাই ততই শ্রেয়।



প্রশ্নঃ ব্লগ লেখার সময় রি-রাইট আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

উত্তরঃ ⇨ রি-রাইট আর্টিকেল লেখার সময় অন্তত ৭৫% নিজের ভাষায় লেখা হতে হবে এবং বাকী অংশ অবশ্যই সোর্স উল্লেখ করে দিতে হবে। কারো উক্তি বা গুরুত্বপূর্ণ বিষয় হুবহু কপি করার ক্ষেত্রে কোটেশনের মধ্যে ব্যবহার করা বাঞ্ছনীয়।


প্রশ্নঃ একটি পোস্ট কখন ম্যাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তরঃ ⇨ একশত শব্দের চেয়ে কম পোস্টগুলো, এবং একটি মাত্র ছবি, এই ধরণের পোস্টগুলোই সব ম্যাইক্রো পোস্ট হিসেবে বিবেচিত হবে।


প্রশ্নঃ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

উত্তরঃ ⇨ সর্বোচ্চ তিনটি পোস্ট করা যাবে।



উপরোক্ত বিষয়গুলো ছাড়াও, আমরা ব্লকচেইন সম্পর্কে জেনেছি, জেনেছি আপভোট, কমেন্ট, ফলো, আনফলো, রিস্টিম, এবিউজ, ইত্যাদি।


ধন্যবাদ @abb-school এত সুন্দরভাবে গুছিয়ে, বুঝিয়ে শেখানোর জন্য

আমি abb-school এর প্রফেসরগণ এবং শিক্ষকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ


আচ্ছালামুয়ালাইকুম।


#abb-level01

Sort:  
 3 years ago (edited)

উপস্থাপনা ও বর্ননা সুন্দর হয়েছে। অল্প কথায় গুছিয়ে সুন্দরভাবে উত্তর প্রদান করার জন্য ধন্যবাদ ও শুভকামনা রইল।

ধন্যবাদ স্যার, আপনাদের সহযোগিতাপূর্ণ শিক্ষা এবং আমাদের কাছে বিষয়গুলো খুবই স্পষ্ট এবং সহজভাবে সাবলীলভাবে বুঝিয়েছেন।
আপনাদের দোআ কামনা করছি।

 3 years ago 

প্রতিটি প্রশ্নের গঠনমূলক উত্তর দিয়েছেন। উপস্থাপন অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য দোয়া রইল। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপনাকেও।

 3 years ago 

আপনি লেভেল ওয়ানের' ক্লাস করে যা যা শিখতে পেরেছেন সেটা সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই।

 3 years ago 

এবিবি স্কুল এর লেভেল-১ থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন দেখা যায়। যা আপনি আপনার পোস্ট এর মাধ্যমে সুন্দর ভাবে তুলে ধরেছেন। পরের লেভেল গুলোর জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাইয়া। আপনাদের সহযোগিতা এবং দোআ কামনা করছি

 3 years ago 

লেখাগুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।সুবিন্যস্তকরণের কারনে খুব সহজেই বুঝা যায়। শুভকামনা আপনার জন্য;

 3 years ago 

চমৎকারভাবে প্রতিটি বিষয়ে বর্ণনা করেছেন। আপনি যে ব্যপারগুলো খুব ভালো বুঝতে পেরেছেন সেটা আপনার পোষ্ট থেকে বোঝা যাচ্ছে। আজকে অবশ্যই ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া, আমাদের প্রফেসররা অসাধারণ বুঝিয়েছিলেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56166.62
ETH 2397.45
USDT 1.00
SBD 2.37