লেভেল ২ হতে আমার অর্জন - By @mdashraful || ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

আচ্ছালামুয়ালাইকুম,

আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

আলহামদুলিল্লাহ লেভেল ১ এ উত্তীর্ণ হওয়ার পর,আমি এখন একজন লেভেল ২ ক্যান্ডিডেট।

গত মঙ্গলবার এবং বুধবার, লেভেল ২ এর ক্লাস যথারীতি সম্পন্ন করি। @abb-school এর সম্মানিত প্রফেসরগণ আমাদের যথেষ্ট সহায়তা এবং গাইড করেন লেভেল ২ এর ক্লাস কমপ্লিট করতে।

লেভেল ২ এর ক্লাসে স্টিমিট অ্যাকাউন্ট সেইফটি এবং সিকিউরিটি সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে, এবং ডেলিগেশন ও পাওয়ার-আপ নিয়েও বিশদভাবে আলোচনা করা হয়েছে

লেভেল ২ এর আলোচ্য বিষয়গুলো ছিল-

১. কী সিকিউরিটি

২. ওয়ালেট সংক্রান্ত বিষয়

৩. ডেলিগেশন

৪. পাওয়ার আপ

লেভেল ২ হতে আমি যেসব বিষয় সম্পর্কে শিক্ষা অর্জন করেছি,তা নিম্নে প্রশ্নোত্তরের মাধ্যমে বিস্তারিতভাবে আলোকপাত করছি।


প্রশ্নঃ কী কয় ধরনের ও কি কি এবং এর গুরুত্ব উল্লেখ কর?

উত্তর ⇨ স্টিমিটে কী প্রধানত দুই ধরনের।

যথাঃ

এক. পাবলিক কী

দুই. প্রাইভেট কী

গুরুত্বঃ

পাবলিক কী তুলনামূলকভাবে প্রাইভেট কী এর চেয়ে কম গুরুত্বপূর্ণ।

প্রাইভেট কী সবচেয়ে অধিক এবং খুবই গুরুত্বপূর্ণ কী। যার নিরাপত্তা অবশ্যই অবশ্যই প্রয়োজন। অন্যথায়, আমরা আমাদের স্টিমিট অ্যাকাউন্টকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারি।

প্রাইভেট কী আবার ৪ ধরনের।

যথাঃ

১. পোস্টিং কী (posting key)

২. মেমো কী (memo key)

৩. অ্যাক্টিভ কী (active key)

৪. ওউনার কী (owner key)


প্রশ্নঃ পোস্টিং কী এর কাজ কি?

উত্তর ⇨ পোস্টিং কী একটি প্রাইভেট কী। পোস্টিং কী দিয়ে স্টিমিটে লগইন করা এবং স্টিমিটে সোশ্যাল একটিভিটিগুলো সম্পাদন করা হয়। যেমনঃ পোস্ট,কমেন্ট,আপভোট,ডাউনভোট দেয়া,পোস্ট ও কমেন্ট এডিট করা,ফলো-আনফলো, মিউট-আনমিউট করা,রিস্টিম করা।

পোস্টিং কী অন্যান্য প্রাইভেট কী এর তুলনায় কম সেনসেটিভ কী।


প্রশ্নঃ অ্যাক্টিভ কী এর কাজ কি?

উত্তর ⇨ অ্যাক্টিভ কী প্রাইভেট কী এর মধ্যে অন্যতম। অ্যাক্টিভ কী দিয়ে আর্থিক এবং ওয়ালেট সংক্রান্ত কাজ সম্পাদন করা হয়।

যেহেতু ওয়ালেট সংক্রান্ত কাজ করা হয়,তাই অ্যাক্টিভ কী খুবই সেনসেটিভ কী।

এই কী ব্যবহারে সতর্ক থাকতে হবে, ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া, এই কী ব্যবহার করা যাবে না।

অ্যাক্টিভ কী দিয়ে করা যায় - ট্রান্সফারের কাজ, SBD STEEM কনভার্সন,উইটনেস ভোট দেয়া, পাওয়ার আপ, পাওয়ার ডাউন,কোন এক্সচেঞ্জ ক্রয়-বিক্রয় ইত্যাদি।


প্রশ্নঃ ওউনার (owner) কী এর কাজ কি?

উত্তর ⇨ ওউনার(owner) কী মূলত একটি প্রাইভেট কী। এই কী এর শাব্দিক অর্থ থেকেই বুঝা যাই এই কী স্টিমিট অ্যাকাউন্টের মালিকানা-কে নির্দেশ করে। এই কী দ্বারা অন্যান্য ৩টি প্রাইভেট কী(পোস্টিং,মেমো,অ্যাক্টিভ কী) কে পরিবর্তন করতে সাহায্য করে। এই কী কে অফলাইনে সেইভ করা রাখার জন্য রিকমেন্ড করা হয়। স্টিমিট অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, ওউনার কী এর মাধ্যমে ৩০ দিনের মধ্যেই https://steemitwallet.com এ রিকোভারি করতে হয়।


প্রশ্নঃ মেমো কী এর কাজ কি?

উত্তর ⇨ মেমো কী একটি প্রাইভেট কী। এই কী এর মাধ্যমে, কারো এনক্রিপ্টেড মেসেজ দেখা বা কাউকে এনক্রিপট করা মেসেজ পাটানো যায়।


প্রশ্নঃ মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি?

উত্তর ⇨ মাস্টার পাসওয়ার্ড স্টিমিট অ্যাকাউন্টের জন্য সবচেয়ে সেনসেটিভ। কারণ এই পাসওয়ার্ডের মাধ্যমে, আমি অন্যান্য প্রাইভেট কী এর কাজগুলো করতে পারবো। এককথায়, অন্যান্য সব কী এর মাথা হচ্ছে মাস্টার পাসওয়ার্ড। এটি দিয়ে অ্যাকাউন্ট রিকোভারি থেকে শুরু করে যাবতীয় সব কাজ সম্পাদন করা যায় বলে এর নাম হয়েছে মাস্টার পাসওয়ার্ড।

যেহেতু এটি দিয়ে সব কাজই করা যায়,তাই এর গুরুত্ব এবং সেনসেটিভনেস সবচেয়ে বেশি।


প্রশ্নঃ মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর ⇨ মাস্টার পাসওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেনসেটিভনেস সবচেয়ে বেশি। তাই মাস্টার পাসওয়ার্ড কে সংরক্ষণ করা অতীব জরুরি।

মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য কয়েকটি পদক্ষেপ নেয়া যেতে পারে তা হল-

১. অন্যান্য কী এবং মাস্টার পাসওয়ার্ড সম্বলিত পিডিএফ টি প্রিন্ট করে, একটি নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে যেখানে আমি ছাড়া যাতে অন্য কেউ এর সন্ধান না পায়।

২. আমার গোগল ড্রাইভে সেইভ করে রাখতে পারি,তবে অবশ্যই গোগল ড্রাইভের জিমেইলটি টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হবে।

৩. গোগল ড্রাইভর আপলোড করার সময় এটিকে এনক্রিপ্ট করে রাখতে হবে।

৪. এনক্রিপ্ট করে কোন হার্ড ড্রাইভেও সংরক্ষণ করা যেতে পারে।


প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরী?

উত্তর ⇨ পাওয়ার আপ বলতে নিজের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। স্টিমিটে সক্রিয়তা (এঙ্গেজমেন্ট) বৃদ্ধি করতে, বেশি রিসোর্স পয়েন্টের প্রয়োজন হতে পারে, পাওয়ার আপ করলে কমেন্ট,পোস্ট, ভোট বেশি দেয়া যায়। ফলে কিউরেশন রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেড়ে যাই।

মূলত, আমরা যদি কোয়ালিটি পোস্টে ভোট দিতে পারি,তাইলে স্টিমিট প্লাটফর্মে ভ্যালু বাড়বে, স্টিমিট প্লাটফর্মের ভ্যালু বাড়লে, স্টিমের ই দাম বাড়বে।

তাই এই ক্ষেত্রে প্রয়োজন, কোয়ালিটি পোস্টে ভোট বেশি দেয়া,

ভোট বেশি দিতে পারলে আবার কিউরেশন রিওয়ার্ড ও বেশি পাওয়া যাবে, আর ভোট বেশি দেয়ার জন্য পাওয়ার আপ করাটা জরুরি। কারণ পাওয়ার আপ করলে অ্যাকাউন্টের রিসোর্স পয়েন্ট বাড়ে, রিসোর্স পয়েন্ট বাড়লে বেশি বেশি ভোট দেয়া যায়।


প্রশ্নঃ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তর ⇨ পাওয়ার আপ করার জন্য, প্রথমে ওয়ালেটে যেতে হবে,

ওয়ালেটে গেলে ওয়ালেটের ব্যাল্যান্স অপশন টি অটোমেটিক ওপেন হবে, সেখানে Steem অপশনে আমার কত স্টিম আছে দেখাবে এবং তার পাশে একটি ছোট আইকন আছে, সেটিকে ক্লিক করলে একটি ড্রপডাউন ম্যানু দেখাবে,সেখানে পাওয়ার আপ নামে একটি অপশন থাকবে,ঐটিকে ক্লিক করলে একটি পপ আপ ফর্ম দেখাবে যেখানে ফর্ম এ From নামে একটি ফিল্ড থাকবে, সেখানে অটোমেটিক স্টিমিট অ্যাকাউন্ট এর আইডি দেখাবে, তার নিচে আরকটি ফিল্ড থাকবে সেটি হচ্ছে Amount। অ্যামাউন্ট ফিল্ডে আমি পর্যাপ্ত পরিমাণ লিখে, পাওয়ার আপ বাটনে ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে।


প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তর ⇨ ৩ দিন।


প্রশ্নঃ মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তর ⇨ মেমো ফিল্ডের কাজ হল কাউকে steem বা sbd পাঠানোর সময় ট্রান্সফার এর সাথে কোন বার্তা দিতে চাইলে তা মেমো ফিল্ডে দেয়া। তাছাড়া কোন এক্সচেঞ্জ সাইটে steem বা sbd ডিপোজিট করলে এক্সচেঞ্জ সাইট থেকে যে মেমো দেয়া হয় সেটা মেমো ফিল্ডে লিখে ট্রান্সফার করতে হয়।


প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তর ⇨ ৫ দিন।


প্রশ্নঃ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর ⇨ ৩০০।

পরিশেষে, আমি কৃতজ্ঞতা জানায়, আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন, মডারেটর,প্রফেসর, শিক্ষক সবাইকে যারা এই সুন্দর সিস্টেমটি তৈরী করেছেন, ভাইভা,লিখিত পরীক্ষা এবং প্রফেসরদের পাঠদান আসলেই আমাদেরকে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে ভূমিকা রাখছে। এভাবে যেমন স্টিমিট প্লাটফর্ম সুন্দর থাকছে, তেমনই আমাদের স্টিমিটে একটা সুন্দর ক্যারিয়ার গড়তে বিরাট এক ভূমিকা রাখছে। আমি আমার বাংলা কমিউনিটির এডমিন,মডারেটর,প্রফেসর এবং শিক্ষক সবার প্রতি কৃতজ্ঞ।

ধন্যবাদ।

আমি মোঃ আশরাফুল গণি।

আল্লাহ হাফেজ।

আচ্ছালামুয়ালাইকুম।

#abb-level02

Sort:  
 3 years ago 

মায়ের অনেক সুন্দর ভাবে লেভেল টু এর প্রশ্ন গুলো সঠিক উত্তর দিয়েছেন। এবং অনেক সুন্দরভাবে সাজিয়ে লিখছেন । সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া, দোআ করবেন যাতে উপরের লেভেলগুলা পর্যন্ত কমপ্লিট করতে পারি।

 3 years ago 

সংরক্ষণ করতে হবে তাহলে এখন করেননি?

দুঃখিত পরশ ভাই, এখনো প্রিন্টেড করা হয় নি, তবে খুব শীঘ্রই সেটি করে ফেলব। তবে হার্ড ড্রাইভ এবং গোগল ড্রাইভে সেইভ করে রাখছিলাম প্রথম থেকেই। কালকের মধ্যেই প্রিন্ট করে রাখবো ভাই ইনশাআল্লাহ।

 3 years ago 

➡️ আপনি পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। আস্তে আস্তে বাকি পরীক্ষাগুলো দিয়ে ফেলুন। আশা করি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। এই কাজগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আপনার জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া।

ধন্যবাদ ভাই, অন্যান্য পরের লেভেলের ক্লাস গুলো করে, শিক্ষা অর্জন করে, উপরের দিকে উঠবো ইনশাআল্লাহ, ভাই দোআ করবেন আমার জন্য।

 3 years ago 

লেভেল 02 এর প্রত্যেকটি বিষয় খুব সুন্দর করে আপনি আপনার পোস্ট এর মাধ্যমে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।আর আপনার পরবর্তী জার্নির জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ মুন্না ভাই, পরবর্তী জার্নিগুলোতে যাতে উত্তীর্ণ হতে পারি, আপনার দোআ কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58391.36
ETH 2348.06
USDT 1.00
SBD 2.36