লেভেল ২ হতে আমার অর্জন - By @mdabdus-samad| ১৫% রিওয়ার্ড @shy-fox @abb-school

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdabdus-samad
আজ শনিবার , মার্চ ১৯/২০২২


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে শিয়াল পন্ডিতের পাঠশালায় লেভেল ০২ ক্লাসে যে বিষয়ের উপর ক্লাস করানো হয়েছে এবং সেখান থেকে আমি কি শিক্ষা অর্জন করলাম। এই বিষয়গুলো আমি এখানে তুলে ধরব। চলুন শুরু করা যাক ।

IMG_20220319_195729.jpg

যে বিষয় শেখানো হয়েছে



১/ পোস্টিং কী (Posting key) এর কাজ কি ?
২/ এক্টিভ কী (Active key) এর কাজ কি ?
৩/ ওনার কী (Owner key) এর কাজ কি ?
৪/ মেমো কী (Memo key) এর কাজ কি ?
৫/ মাস্টার পাসওয়ার্ড (Master password) এর কাজ কি ?
৬/ মাস্টার পাসওয়ার্ড (Master password) নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যান কি?
৭/ পাওয়ার আপ করা কেন জরুরী?
৮/ পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আমি কি জানি?
৯/ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
১০/ মেমো ফিল্ড এর কাজ কি?
১১/ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
১২/ প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?


পোস্টিং কী (Posting key) এর কাজ কি ?



পোস্টিং কী কেবলমাত্র সোশ্যাল একটিভিটির জন্য ব্যবহার করতে পারবো। যেমন পোস্ট, কমেন্ট, ভোট দেওয়ার মত কাজগুলো । এবং এই কী শুধুমাত্র সোশ্যাল একটিভিটির মধ্যেই সীমাবদ্ধ। এই কী দিয়ে যেসব কাজ করতে পারবো তা হলো।

১/ পোস্ট ও কমেন্ট করা যাবে।
২/ পোস্ট ও কমেন্ট এডিট করা যাবে।
৩/ আপভোট ও ডাউনভোট দেয়া যাবে।
৪/ কোন পোস্ট রিস্টিম (Resteem) করা যাবে।
৫/ কাউকে ফলো ও আনফলো করা যাবে।
৬/ কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা যাবে।


এক্টিভ কী (Active key) এর কাজ কি ?



আর্থিক লেনদেন কাজগুলো করতে পারবো এই কী দিয়ে। তা ছাড়াও যে সব কাজ গুলো করা যাবে তা হলো।

১/ পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
২/ SBD Steem কনভার্সন
৩/ উইটনেস ভোট দেয়া
৪/ কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেওয়া।
৫/ প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন করা।
৬/ ব্যালেন্স ট্রান্সফার করতে পারা।

ওনার কী (Owner key) এর কাজ কি ?



ওনার কী হলো মালিকানা সংক্রান্ত কী। ব্লকচেইনে আপনি যদি আপনার মালিকানা প্রমাণ করতে চান তাহলে এই কী আপনার দরকার হবে। তাই মালিকানা দাবি করতে গেলে দলিল যেমন প্রয়োজন সেরকমই এই কী আপনার দলিল। এই কী এর মাধ্যমে যে কাজ করা যাবে তা হলো।

১/ এক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারবেন।
২/ একাউন্ট রিকভার করতে পারবেন।
৩/ ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবেন।

মেমো কী (Memo key) এর কাজ কি ?



  • এই কী এর ব্যবহার খুব সীমিত পর্যায়ে। তবে এই কী এর সাহায্যে এনক্রিপ্ট করা মেসেজ পাঠানো কিংবা মেসেজ দেখা যায়।

মাস্টার পাসওয়ার্ড (Master password) এর কাজ কি ?



  • মাস্টার পাসওয়ার্ড হলো খুব গুরুত্বপূর্ণ ও সেনসিটিভ। আমাদের একাউন্ট এর অন্যান্য কী গুলো মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর উপর ভিত্তি করে। তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। আর তাই এটি হলো সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়ে একাউন্ট রিকভারি থেকে শুরু করে সকল ধরনের কাজ করা সম্ভব। তাই এই পাসওয়ার্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

মাস্টার পাসওয়ার্ড (Master password) নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যান কি?



  • মাস্টার পাসওয়ার্ড যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আমার একাউন্টের মাস্টার পাসওয়ার্ড গুগোল ড্রাইভের জিমেইল ব্যবহার করে টু-স্টেপ ভেরিফিকেশন করে তা সংরক্ষণ করে রেখে দিয়েছি। এছাড়াও আমি আমার পেনড্রাইভের মধ্যে এই পাসওয়ার্ড সংরক্ষণ করে অফ লাইনে রেখে দিয়েছি। এবং এছাড়াও নিজস্ব পারসোনাল ডাইরিতে লিখে সংরক্ষণ করে রেখে দিয়েছি।

পাওয়ার আপ করা কেন জরুরী?



  • আমি মনে করি স্টিম পাওয়ার আপ কার মানে আপনার নিজের ক্ষমতা বাড়ানো। এটির সাথে স্টিম পাওয়ার বাড়ানো মানে নিজেকে সাফল্যের দিকে ঠেলে দেওয়া। এবং দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ করাটা অনেক বেশি গুরুত্বপূ। পাওয়া বৃদ্ধির মাধ্যমে ভোটিং পাওয়ার বাড়বে এবং যার ফলে অন্যের ভালো পোষ্ট গুলোতে আপভোট দিতে পারবো এবং এর মাধ্যমে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পেতে পারি। এছাড়াও পাওয়ার আপ করার মাধ্যমে বেশি করে কমেন্ট ,পোস্ট, ভোট বেশি দিতে পারব। ফলে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আমাদের স্টিম পাওয়ার আপ করা জরুরি বলা যায় ।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আমি কি জানি?



  • পাওয়ার আপ করতে হলে অবশ্যই আমাদের স্টিমিট একাউন্টে অ্যাক্টিভ কী দিয়ে লগইন করতে হবে। এরপর আপনি আপনার ওয়ালেটে থাকা স্টিম দেখতে পাবেন। এরপর আপনি পাশেই একটি ছোট ড্রপ ডাউন আইকন মেনু পাবেন এবং সেই ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করলে কিছু অপশনে আপনি পাওয়া আপ অপশন দেখতে পাবেন, এবার আপনি যেখানে গিয়ে পাওয়ার আপ অপশনে ক্লিক করার পর আমার আইডির নাম এবং কি পরিমান স্টিম পাওয়ার আপ করতে চাই তার পরিমাণ বসিয়ে পাওয়ার আপ অপশনে ক্লিক করলে পাওয়ার আপ করা সম্পন্ন হয়ে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?



  • উইথড্র দেওয়ার ৩ দিন পর সেভিংস এ থাকা STEEM অথবা SBD ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ।

মেমো ফিল্ড এর কাজ কি?



  • মেমো ফিল্ডের কাজ হল আমরা যখন কোন এক্সচেঞ্জ সাইটে steem বা sbd ডিপোজিট করি তখন এক্সচেঞ্জ সাইট থেকে যে মেমো দেয়া হয় সেটা মেমো ফিল্ডে বা মেমোতে বসিয়ে ট্রান্সফার করতে হয়। এছাড়াও কোন মানুষকে সাহায্য ও উপহার হিসেবে যখন steem বা sbd পাঠায় তখন সেই ট্রান্সফার এর সাথে আমরা যদি কোন বার্তা তাকে দিতে চাই তাও আমরা তখন মেমো ফিল্ডে দিতে পারি।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?



  • ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?



  • কিছুদিন পর যদি আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চাই। তবে ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।


এই পোস্টটির ১৫% রিওয়ার্ড @shy-fox @abb-school কে উৎসর্গ করা হয়েছে।আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Cc:- @kingporos


ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ


Sort:  
 2 years ago 

আপনার পুরো পোস্টটি দেখে বোঝা যাচ্ছে খুব ভালো ভাবে আপনি লেভেল টু অর্জন করেছেন। আমি প্রতিনিয়ত একটা কথাই বলি অর্জিত কোন কিছু হয়না বর্জিত। তার মানে আপনার অর্জন আপনার জন্যই থেকে যাবে। তাই ভালো ভাবে মনোযোগ দিয়ে অর্জন করতে থাকুন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি লেভেল টু পরীক্ষায় স্টিমিট এর বেসিক বিষয়গুলো এবং কি নিরাপত্তার বিষয়টি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।এগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো আমাদের অবশ্যই সবচেয়ে সিকিউর জায়গায় সংরক্ষণ করে রাখা উচিত। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল টু অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।এই ধাপে প্রতিটি কি গুলো সম্পর্কে সঠিক ধারণা দেয়া হয়।খুব সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব দক্ষতার সাথে লেভেল টু অর্জন করেছেন। আপনার উপস্থাপন অনেক সুন্দর ছিলো। শুভ কামনা রইলো আগামীর জন্য।

 2 years ago 

আপনি লেভেল টু থেকে যে জ্ঞান অর্জন করেছেন সেগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। এভাবেই নিয়মিত ক্লাস গুলো করতে থাকুন আর সামনের দিকে অগ্রসর হতে থাকুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

লেভেল দুও হতে আপনি স্টিমিট এর উপর অনেক জ্ঞান অরজন করেছেন শুনে ভালো লাগলো নিজের মেধা দিয়ে কাজ করে এগিয়ে যান সবাই।

 2 years ago 

লেবেল টু এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। যেটা আপনার সফলতার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ।আশা করি পরবর্তী লেবেলগুলো ভালো ভাবে পার করতে পারবেন সেটাই কামনা করি ।আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 2 years ago 

আপনি খুব চমৎকারভাবে লেভেল টু এর সবগুলো জিনিস উপস্থাপন করেছেন, বোঝা যাচ্ছে আপনি ভালভাবে ক্লাস করেছেন। আশা করি আপনার আগামী দিনগুলো আরো সহজতর হবে, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

ভাই লেভেল ২ এর জিনিশ গুলো খুব ভালো ভাবেই শিখতে পেরেছেন। পোস্ট এ সব কিছুর বর্ননা দিয়েছেন। আশা করি শিগ্রই এই লেভেল পার হয়ে যাবেন। পরবর্তি লেভেল গুলোর জন্য শুভেচ্ছা রইলো ভাই।

 2 years ago (edited)

আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি লেভেল 2 হতে খুব ভালো গেল জ্ঞান অর্জন করেছেন, আশা করি আপনি কি স্টিমিট-এ অনেক ভালো করবেন । আপনার নিকট একটু কে ফেভার চাচ্ছি।

”পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আমি কি জানি?-”
লেখাটি কিভাবে লাল করেছেন রিপ্লাই পোস্টে জানালে কৃতজ্ঞ থাকব।

 2 years ago 

এটা html এর div ট্যাগ ব্যবহার করে করা হয়েছে। যার ক্লাস হবে phishy নিচের কোড টি দেখুন।

<div class="phishy" >এখানে আপনার লেখা লিখবেন। তাহলেই লাল হবে</div>

আউটপুটঃ

এখানে আপনার লেখা লিখবেন। তাহলেই লাল হবে

 2 years ago 

ধন্যবাদ ভাই। আপনার জন্য দোয়া করি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64258.81
ETH 2772.25
USDT 1.00
SBD 2.65