লেভেল ০১ হতে আমার শিক্ষা- By @mdabdus-samad || ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdabdus-samad
আজ বুধবার , মার্চ ০৯/২০২২


আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে শিয়াল পন্ডিতের পাঠশালায় লেভেল ওয়ানের ক্লাসে যে বিষয়ের উপর ক্লাস করানো হয়েছে এবং সেখান থেকে আমি কি শিক্ষা অর্জন করলাম। এই বিষয়গুলো আমি এখানে তুলে ধরব। চলুন শুরু করা যাক ।

IMG_20220309_092045.jpg

যে বিষয় শেখানো হয়েছে



১/ কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

২/ ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

৩/ তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

৪/ পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

৫/ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

৬/প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

৭/ re-write আর্টিকেল কাকে বলে?

৮/ ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

৯/ একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

১০/ প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ?


কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?



  • স্প্যামিং বলতে অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বোঝায় । যা বারবার করা হয়ে থাকে। যেমন, আপনি কোন পোস্ট বা কমেন্ট এর মাধ্যমে কারো কাছে যদি আপভোট, ফলো, রিস্টিম চেয়ে থাকেন সেটা এক ধরনের স্প্যামিং।

  • কারো পোষ্টের কমেন্টে গিয়ে আপনি আপনার পোষ্টের লিঙ্ক অথবা আপনার কোন প্রোডাক্টের লিঙ্ক বা অযাচিত কোন লিংক দেওয়াটা মারাত্মক স্প্যামিং।

  • কাউকে খুব অল্প পরিমাণ স্টিম যেমন ০.০১ পাঠিয়ে সেই ট্রান্সফারের মেমোতে কোন ধরনের লিঙ্ক অথবা ভোট চাওয়া ও স্প্যামিং।

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?



  • অন্য কোন ব্যক্তির তোলা ছবি যদি নিজের বলে দাবী করি তাহলে সেটিকে ফটো কঁপিরাইট বলা হয়। যেমন, আপনি যদি গুগল বা ফেসবুক থেকে কোন ছবি নিয়ে তা অর্থ উপার্জন করার জন্য নিজের বলে চালিয়ে দেন তাহলে তা ফটো কঁপিরাইট হিসাবে গন্য হবে।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।




পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?



  • পোস্ট করার জন্য ট্যাগ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ট্যাগ ব্যবহার করলে খুব সহজে যেকোনো পোস্ট খুঁজে পাওয়া সম্ভব হয় ।

  • ট্যাগ নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু সর্তকতা অবলম্বন করতে হয়। বিশেষ করে আপনি যে বিষয়ের উপর পোস্ট তৈরী করবেন। সেই রিলেটেড ট্যাগ নির্বাচন করলে আপনার পোস্টটি সহজে খুঁজে পাওয়া যায়। তাই এর গুরুত্ব অনেক।

  • একটি পোষ্টের জন্য কমিউনিটির ট্যাগ ব্যতিত ৭ টি ট্যাগ ব্যবহার করতে পারবেন।


আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?



১/ চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট ।

২/ নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট ।

৩/ সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো পোস্ট ।

৪/ কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্তার বিরুদ্ধাচারণমূলক ও বিদ্বেষমূলক এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট।

৫/ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট ।

৬/ রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট ।

৭/পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না ।

৮/ শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট ।

৯/ NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট ।


প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?



  • প্লাগিয়ারিস্ম ব্যাপারটি আসলে লেখার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য হয়। অন্যের কোন লেখাকে আপনি যদি নিজের বলে চালিয়ে দেন বা কিছুটা পরিবর্তন করে আপনার নিজের লেখা বলে চালিয়ে দেন সেটাকে বলা হয় প্লাগিয়ারিজম।

re-write আর্টিকেল কাকে বলে?



  • কোন পোস্ট তৈরির জন্য আপনি যদি একাধিক সোর্স থেকে তথ্য সংগ্রহ করেন এবং সেগুলি থেকে জ্ঞান আহরণ করে যদি সম্পূর্ণ নিজের মতো করে লিখি তবে তাকে re-write আর্টিকেল বলা হয়।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?



rewrite করা আর্টিকেল যে বিষয় উল্লেখ এবং খেয়াল রাখতে রাখতে হয় তা হলো।

১/ রেফারেন্স সোর্সগুলি অবশ্যই উল্লেখ করতে হবে।

২/ ৭০%-৭৫% লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে।

৩/যেসব তথ্য আমি কালেক্ট করেছি, সেগুলি উল্লেখ করতে হবে।

৪. আর্টিকেল সম্বন্ধীয় কোনো ইমেজ যদি আমি কোনো ওয়েব সোর্স থেকে কালেক্ট করি তবে সেগুলি অবশ্যই copyright free নিতে হবে।

৫/ কপিরাইট ফ্রি ইমেজ গুলির সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে ।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?



  • কোন একটি পোষ্টে যদি একটি ছবি এবং ১০০ শব্দের কম লেখালেখি করা হয় তখন সেই পোষ্টটি ম্যাক্রো পোস্ট হয় ।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ?



  • একজন ব্লগার প্রতি ৫ মিনিট পরপর একটি করে পোষ্ট করতে পারবে। এই হিসেবে একজন ব্লগার ২৪ ঘন্টায় ২৮৮ টি পোষ্ট করতে পারবে। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়ম অনুসারে ২৪ঘন্টায় একজন ব্লগার সর্বচ্চো ৩ টি পোষ্ট করতে পারবে।


এই পোস্টটির ১০% রিওয়ার্ড @shy-fox কে উৎসর্গ করা হয়েছে।আশা করি সবার কাছে ভালো লাগবে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Cc:- @rupok @ayrinbd


ভালোবাসা নিবেন

ইতি
মোঃ আব্দুস সামাদ


Sort:  
 2 years ago 

লেভেল ওয়ান থেকে অনেক ধারণা পেয়েছেন দেখছি আপনি। স্টিমিট এ কাজ শুরু করার জন্য ধাপে ধাপে আপনাকে শিক্ষা দেয়া হবে আর আপনি প্রথম ধাপের বিষয়গুলো বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন।

 2 years ago 

চমৎকারভাবে প্রত্যেকটি বিষয় বর্ণনা করেছেন। আপনি একজন অভিজ্ঞ ব্লগার। আপনার কাছ থেকে এটাই আশা ছিলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লেভেল ওয়ানের' পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। আমি নিজেও ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পেরেছিলাম। শিখে পরীক্ষা দিয়ে আজ ভেরিফাইড হয়েছে। আমি আশা করবো আপনি নিজেও পরীক্ষাগুলো দিয়ে ভেরিফাইড হয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
আপনার লেভেল ১ এর পরীক্ষা দেখে খুবই ভালো লাগলো আশা করি কিছুদিন পর আমাদের মাঝে আপনাকে ভেরিফাইড ব্লগার হিসেবে দেখতে পারবো। আপনি শুধু নিজের কাজ সঠিক ভাবে করতে থাকুন। আর কমিউনিটির নিয়ম কানুন মেনে চলুন।
 2 years ago 

লেভেল ওয়ান থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আশা করি সামনের ক্লাসগুলোতে আপনি আরো অনেক কিছু নিজের আয়ত্তে করে নিতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে লেভেল ওয়ানের' ক্লাসগুলো আপনি মনোযোগ দিয়ে করেছেন এবং সবকিছু সঠিকভাবে শিখতে পেরেছেন। আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। আশা করি পরবর্তী লেভেল গুলোতে আপনি সঠিকভাবে ক্লাশ করে আরও অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আপনি আমার বাংলা ব্লগের লেভেল ওয়ান পরীক্ষায় স্টিমিট এর বেসিক বিষয়গুলো অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে আলোচনা করেছেন। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পোস্টটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনার জন্য দোয়া রইল আপনি খুব দ্রুতই ভেরিফাইড মেম্বার হয়ে যান।

 2 years ago 

লেভেল 1 এর বিষয়বস্তু গুলো খুবই ইম্পর্টেন্ট স্টিম ব্লকচেইন এ কাজ করার ক্ষেত্রে। আর আপনি সেটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন এটা দেখেও ভালো লাগছে। প্রতিনিয়ত এবিবি স্কুলের ক্লাস গুলো করে যান, এবং আপনি ধীরে ধীরে অনেক কিছু শিখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ভালো থাকবেন শুভ কামনা সব সময়♥♥

 2 years ago 

বাহ আপনি প্রত্যেকটি বিষয় খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এর থেকে একটি বিষয় বোঝা গেল আপনি ক্লাসে দারুন মনোযোগী ছিলেন। এভাবেই মনোযোগের সহিত ক্লাসগুলো করুন আর এগিয়ে চলুন সামনের দিকে।
শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 53375.38
ETH 2393.56
USDT 1.00
SBD 2.15