স্পোর্টস : ইংলিশ প্রিমিয়ার লিগ(নটিংহ্যাম বনাম লিভারপুল)

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -১৯শে,ফাল্গুন|১৪৩০বঙ্গাব্দ|রবিবার|বসন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।

তাহলে চলুন শুরু করি


ফুটবল খেলা আমার খুবই পছন্দের একটি খেলা। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনার কোন খেলাটা পছন্দের। তাহলে আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব ফুটবল। ছোটকাল থেকে খেলাধুলা আমাকে খুব আকৃষ্ট করে রেখেছে। আমার বয়স যখন ছয় বছর তখন থেকে আমি খেলাধুলা বোঝা শুরু করি। আমার এখনো মনে আছে ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের কথা। তখন তো প্রতিটা প্লেয়ারের নাম জানতাম না। তবুও খেলা দেখতাম এক বড় ভাইয়ের সাথে। বলতে পারেন সেই ভাইয়ের সাথে খেলাধুলা করা বা দেখা শিখেছি। খেলাধুলা করলেও অন্যরকম একটা অনুভূতি কাজ করে। মন মানসিকতা ভালো হয়ে যায়। খেলাধুলা করলে শরীরের পক্ষে অনেক উপকার।

ম্যাচের পরিসংখ্যান:


নটিংহামলিভারপুল
মোট শট- ৮মোট শট-২২ ।
টার্গেটের শট-২টার্গেটের শট-২ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -২৯বল পজিশন -৭১
পাস করে -২৭৮পাস করে -৬৬২
পাস নির্ভুলতা-৬৭%পাস নির্ভুলতা-৮৬%
ফাউল-১১ফাউল-১২
হলুদ কার্ড-০৩হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০রেড কার্ড-০
অফসাইডস-০২অফসাইডস-০১
কোণ- ৩কোণ- ১২
সময়কাল রাত ১:০০ মিনিট০৩.০৩.২০২৪ইং
ফলাফল :নটিংহাম -০ লিভারপুল -০১

ম্যাচের সারসংক্ষেপ


1709474614272-01.jpeg

Source


খেলাটা যখন নটিংহ্যাম আর লিভারপুলের তখন আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলই শেষ হাসি হেসে ম্যাচ শেষ করতে পারবে না। কেননা শেষ পরিসংখ্যান তো তাই বলে গত সাত দেখায় আসেনি কোন ফলাফল। এমনকি এই সিজনের এই ম্যাচটা বাদ দিলে গত চার দেখায় আসেনি কোন গোল। গত চারবারের মুখোমুখিতে কোন দলের প্রিয় গোল করতে পারেনি। এজন্যই তো বলা যেতে পারে দুই দল ড্র করে মাঠ ছাড়বে। আসলে হয়েছেও তাই। এত সুন্দর নান্দনিক ফুটবল খেলে লিভারপুল জয় ছিনিয়ে আনতে পেরেছে।


1709474015700-01.jpeg

Source


খেলা যখন ইংলিশ প্রিমিয়ার লিগ তখন আপনার রাত জাগা সার্থক হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ টপ টেনে যে কয়টা দল আছে। তাদের খেলা দেখে আপনি কখনো নিরাশ হবেন না। তেমনি গতকাল রাত জাগাটা আমার সার্থক হয়েছে। ডারউইচ নুনিয়েজ এর বন্দনায় মেতেছে পুরা খেলা প্রেমী মানুষ। লং পাস থেকে প্লেয়ার খুঁজে নেওয়া দেখার মত। লিভারপুলের ১০ নাম্বার জার্সি নিয়ে অভিষেক হলো প্রিমিয়ার লিগে ম্যাক এলিস্টারের। দুই আর্জেন্টাইনের খেলার নৈপুণ্য দেখে খুবই সুন্দর লাগছে। আজকের ম্যাচে ম্যাক এলিস্টারের ফ্রী রোলে খেলানো হয়েছে। স্টার্লিং আর জ্যাকসনের পিছনে খেলেছেন । তবে ম্যাচে খুব সুন্দর পারফরম্যান্স করেছেনে ভার্জিল ফন ডাইক।

1709474030042-01.jpeg

Source


ম্যাচের যখন ৯৭ মিনিটে তখনই ম্যাক এলিস্টারের পাশ থেকে গোল করেন দারউইস নুনিয়াস । দুই দলই সমান তালে আক্রমণ করে যাচ্ছিল। পাসিং একিউরেসি মটিংহ্যাম খুব ভালো ছিল। লিভারপুল কিছুটা পাশ দিতে ভুল করতেছিল। খেলার যখন ৩৬ মিনিটে তখন ইন্জ ফার্নান্ডেজ একটা লং বল বাড়ায় সেটা লিভারপুলের প্লেয়ার ক্লিয়ার করতে গিয়ে চেলসির একটা প্লেয়ারের কাছে আসে এবং সে সুন্দর করে ভলি করে তারপরে চেলসির স্ট্রাইকার গোল করেন।


1709474067020-01.jpeg

Source


এক এক গোলে সমতা নিয়ে দুই দল মাঠ ছারে। দুই দলই সমানে সমান লড়াই করে যাচ্ছিল। লিভারপুল জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। যদি না বার পোস্ট মোহাম্মদ সালাহর শর্ট টা ঠেকিয়ে দিত। সুন্দর জায়গা থেকে অসাধারণ একটা শর্ট করেছিল। ভাগ্যে না থাকলে কি আর হবে। তবুও মোহাম্মদ সালাহ একটা গোল করেছিল কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গোলটা বাতিল হয়ে যায়। চেলসি পে্লেয়ার একটা গোল করেছিল। সেটা ওয়েবসাইটের ফাঁদে পড়ে বাতিল হয়ে গেছে।


1709474078506-01.jpeg

Source


দুই দলই পুরো টাইম খুবই সুন্দর ফুটবল উপহার দিচ্ছিল। যা দেখে প্রিমিয়ার লিগের প্রশংসা না করলেই না। লাস্ট মুহূর্তে লিভারপুলের অ্যাটাকটা চেলসির গোলরক্ষক ঠেকিয়ে না দিলে হয়তো ম্যাচটা লিভারপুল জিতে যেত। কিন্তু করার কিছু নাই গোলরক্ষক অসাধারণ সেভ করেছে। চেলসির র ইন্ছ ফার্নান্ডেজ অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। সুন্দর ফুটবল খেলার জন্য তিনি ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার জিতে নিয়েছেন। লিভারপুলেরে ম্যাক এলিস্টার ও অসাধারণ খেলা উপহার দিয়েছেন। দুই দল এর খেলা দেখে খুবই সুন্দর সময় অতিবাহিত করেছি। আজ এই পর্যন্তই সামনের দিনে কোন একটা খেলার রিভিউ আপনাদের মাঝে উপহার দেব।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ

Source




ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 5 months ago 

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচ খুব ভালোভাবে জমে উঠেছে। এখন লীগের শেষ সময় বড় দলগুলো চেষ্টা করছে ম্যাচগুলো জিতে ফেরার । যেখানে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল ম্যানসিটি আর্সোনাল তারা ধারাবাহিকভাবে খুবই কাছাকাছি অবস্থান । এই মুহূর্তে পয়েন্ট হারালেই শিরোপা জয়ের হাত থেকে পিছিয়ে যেতে হবে । অনেক ভালো খেলছে তিনটি দল দেখা যাক কি হয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60970.82
ETH 2602.36
USDT 1.00
SBD 2.65