ইউটিউব ভিলেজের কিছু ফটোগ্রাফি||১০ %লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮ শে ফাল্গুন| ১৪২৮ বঙ্গাব্দ |রবিবার| বসন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


ফটোগ্রাফি
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/offsets.demonstrated.hubs


তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


এইতো কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে ইউটিউব ভিলেজ এ ঘুরতে গিয়েছিলাম। ইউটিউব ভিলেজে খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখা আছে ।যা দেখে মুগ্ধ হওয়ার মত ।আসলে ইউটিউব ভিলেজ নামকরণ করা হয়েছে সেই গ্রামে একটা লোক ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রামকে পরিচিত করে তুলেছে। অবশ্য এখনও তেমন কিছু তৈরি করা হয়নি ।কিন্তু সামনে বৃহৎ পরিকল্পনা রয়েছে তাদের।


1647112400822-01.jpeg


এটি একটি ঘোড়ার গাড়ি তৈরি করে রাখা হয়েছে। মূলত বাঁশ এবং খড় দিয়ে তৈরি করা হয়েছে ।এবং ঘোড়ার পেছনে বসার জায়গা রয়েছে সেটি বাস দ্বারা তৈরি। এই ঘোড়ার গাড়িতে বসে অনেকেই ছবি তুলতে পছন্দ করে ।সেজন্য আমিও একটা ছবি তুলে নিলাম।


1647112296107-01.jpeg


পুকুরের পাড়ে কুমির টি দেখতে খুবই সুন্দর লাগছিল। এটি মূলত খড় দ্বারা তৈরি। খড় দ্বারা তৈরি হলেও বিশাল আকৃতির করে তৈরি করা হয়েছে। ইউটিউব ভিলেজের মানুষের প্রশংসা করতেই হয়। কারণ তারা খড় এবং বাঁশ দ্বারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে রেখেছেন। যা দেখে অনেকেই পছন্দ করে।


1647112470630-01.jpeg


এটি একটি লাভ বাড়ি। লাভের মাঝে বসার জায়গা রয়েছে। যা খুবই মনমুগ্ধকর এবং বাড়িটি বাঁশের তৈরি । বাড়িটি দ্বিতীয় তলা বিশিষ্ট। বাড়িতে ছাদে উঠে কপি অথবা চা খেতে পারে। মূলত পর্যটকদের আকর্ষণের জন্য এরকম দৃশ্য তৈরি করে রাখা।


1647112352305-01.jpeg


এই বাড়িটি পুকুরের মাঝখানে তৈরি করে রেখেছেন ।যা দেখতে খুবই চমৎকার লাগছিলো আমাদের কাছে। এই বাড়িটিও বাঁশ দ্বারা তৈরি ।ইউটিউব ভিলেজের সবকিছু প্রায় বাঁশের তৈরি। বাড়িটির ছাদে উঠে পুকুরের মাছ গুলো দেখতে যা ভাল লাগছিল ।তা আর বলে বুঝাতে পারব না। এবং বাড়ির ছাদে একটি টং ঘর তৈরি করে রেখেছে। যেখানে বসে পর্যটকরা চা অথবা কফি খেতে পারে।


1647112528362-01.jpeg


ইউটিউব ভিলেজ পার্কে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ। এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর ।তেমনি সুগন্ধ অনেক। বিভিন্ন কয়েকটি ফুলের বাগান তৈরি করে রেখেছে এখানে। ফুলগুলো দেখে পর্যটকরা খুবই আকর্ষিত হয় ।আমিও ফুল গুলোর ছবি তুলে রাখলাম।


1647112503637-01.jpeg


এই ছবিটি তোলার মূল উদ্দেশ্য হলো সূর্যকে ক্যামেরাবন্দি করা ।ফুলের উপর সূর্যের কিরণ আমার কাছে খুবই ভালো লাগছিল ।এখন বসন্তের সময় সেজন্য সব ফুলগুলো বাগানে ফুটে রয়েছে।


1647112322943-01.jpeg


এই কৃত্রিম ঝর্ণাটি পুকুরের মাঝখানে তৈরি করে রাখা হয়েছে ।মূলত পর্যটকদের আকর্ষণের জন্য এটি তৈরি করা। পুকুরের মাঝখানে ঝরনার থেকে পানি পড়ছিল এবং সেখানে মাছ খেলা করছিল ।যা খুবই মনমুগ্ধকর দৃশ্য।



ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

আল্লাহ হাফেজ

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

ইউটিউব ভিলেজের কিছু ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে আপনার কাটানো সুন্দর মুহূর্ত উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্ত সকলের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জি আপু জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমনি পরিবেশটাও অসাধারণ। আমরা খুবই সুন্দর সময় অতিবাহিত করে ছিলাম এখানে।
আপনার সুন্দর মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার একটি জায়গা এই ইউটিউব ভিলেজ। আপনার মাধ্যমে আজকে খুব সুন্দর একটি জায়গার বেশ কিছু ফটোগ্রাফি দেখে নিলাম ভাই। খুবই অসাধারণ হয়েছে আপনার প্রতিটি ফটোগ্রাফি গুলো এবং সব জিনিস গুলো অনেক প্রাকৃতিক আর মনোরম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব ভিলেজের দারুন কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক উৎসাহিত হলাম। আপনার জন্য শুভকামনা রইল ।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

ইউটিউব ভিলেজ নামটাও যেমন আনকমন তেমন ভাবে দেখতেও খুব সুন্দর জায়গাটা।বিশেষ করে লাভ বাড়ি এবং বাঁশের তৈরি বাড়ি খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। তার সাথে প্রত্যেকটা ছবি দেখে এবং জায়গা দেখে মনে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে জায়গাটি উপভোগ করেছেন। তাছাড়াও আপনি খুব সুন্দর সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি করে তুলে ধরেছেন আমাদের সঙ্গে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি আপু ইউটিউব ভিলেজের প্রায় সবগুলো জিনিস বাঁশের তৈরি। আর এই জিনিস গুলো দেখতে খুবই সুন্দর। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

ইউটিউব ভিলেজ ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই অনেক চমৎকার ছিল। আপনিও দেখা যাচ্ছে অনেক চমৎকার কিছু সময় কাটিয়েছেন এবং সুন্দর কিছু ছবি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। খড় দিয়ে তৈরি কুমির টা আমার বেশ ভাল লেগেছে ।ধন্যবাদ আপনার সুন্দর সময়ের ছবিগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ইউটিউব ভিলেজ এর পরিবেশ টা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা খুবই সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।
আপনার সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই গ্রামের কিছু ফটোগ্রাফি আমি এর আগেও দেখতে পেয়েছি আমাদের সুমন ভাইয়ের পোস্ট এর মাধ্যমে। আপনার পোস্টে আরো কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। ওভারঅল আপনাদের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে ওই গ্রামে গিয়ে ঘুরে আসি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সময় পেলে ইউটিউব ভিলেজে এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর একটি জায়গা ।আর আসলে অবশ্যই আমাকে বলবেন আপনার সাথে দেখা করে আসবো।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসাধারন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার মাধ্যমে ভাই। অসাধারন ছবি তুলেন আপনি। খুব ভালো হয় আপনার তোলা ছবি গুলো। আপনার ছবি গুলায় পর্যাপ্ত ডিটেইলস থাকায় বেশি ভালো হয়। এভাবেই এগিয়ে যান ভাই। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

ছবি সম্পর্কে সুন্দর বর্ণনা না দিলে মানুষ তেমন বুঝতে পারবে না ।
আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

প্রথমত আমি টাইটেলটা পড়ে বেশ অবাক হলাম ।কারণ ইউটিউব ভিলেজ এই নামটা আমি আজকে প্রথম শুনলাম ।প্রথম শুনলেও কি হবে, কিন্তু ফটোগ্রাফি গুলো তো বেশ দারুন। মন কেড়ে নিলে সবগুলো ফটোগ্রাফি ‌।জায়গাটা এত সুন্দর, নামের মত ভাবতে পারিনি ।ধন্যবাদ ভাইয়া আপনি এমন একটি জায়গা আমাদের মাঝে ছবির মাধ্যমে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আসলে গ্রামের একজন ইউটিউবার এর মাধ্যমে গ্রামকে রিপ্রেজেন্ট করেছে সেইজন্য গ্রামের নাম নামকরণ করা হয়েছে ইউটিউব ভিলেজ। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর। তাছাড়া আপনার নিখুঁত হাতের মাধ্যমে নিখুঁতভাবে ফটোগ্রাফি করেছেন যা দেখতে অনেক ভালো লাগছে। বাঁশ কাঠ এবং খরের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী দেখে অনেক ভালো লাগলো। চেষ্টা করব আসলে জায়গাটা কতটা সুন্দর সেটা দেখার জন্য।

 2 years ago 

আমি সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি মাত্র ।আর ইউটিউব ভিলেজের জায়গাটা খুবই সুন্দর। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনি সময় পেলে ঘুরে আসবেন।
শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মনে অনেকদিন থেকেই যাওয়ার ইচ্ছা জেগেছে কিন্তু সময় পাচ্ছি না বলে যাওয়া হচ্ছে না।

 2 years ago 

ইউটিউব ভিলেজ আসলে দেখতে অনেক চমৎকার। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে সেখানে বিনোদনের কোন কমতি থাকবে না। ইউটিউব ভিলেজের প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে খড় দিয়ে তৈরি ঘোড়ার ফটোগ্রাফি এবং কুমিরের ফটোগ্রাফি আমার বেশি ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি এবং আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া ইউটিউব ভিলেজে কোন বিনোদনের ঘাটতি নেই ।সেখানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা এবং বিভিন্ন ফুলের বাগান যা দেখে মুগ্ধ হওয়ার মত ।
আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই ইউটিউব ভিলেজ এর নাম এর আগেও আমি শুনেছি এবং একজনের পোস্টে দেখেছি দারুন ছিল জায়গাটি। এবং আপনি সেখানকার দারুন কিছু ফটোগ্রাফি করেছেন বেশ উপভোগ্য লাগছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32