সমুদ্রের পাড়ের ক্ষুদ্র মানুষের জীবন ব্যবস্থা |[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১২ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো কক্সবাজারের কিছু সুন্দর ফটোগ্রাফি।এই ফটেগ্রাফির মাধ্যমে দেখতে পারবেন। সমুদ্রের পাড়ের ক্ষুদ্র মানুষের জীবন ব্যবস্থা।আশাকরি আমার পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কে জানতে পারবেন।

চলুন শুরু করি

#১



1630042299738-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/coasted.safe.badminton


একজন হার না মানা যোদ্ধা।সাধারণত যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন তাদেরকে জেলে বলে।জেলেরা মৎস্য জীবি সম্প্রদায়।বাংলাদেশর অর্থনীতিতে জেলেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।আবহমান কাল থেকেই এদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই পেশা বেঁচে নিয়েছে।প্রাচীনকাল থেকেই বাংলাদশের জেলে সম্প্রদায় জীবিকা নির্বাহের জন্য যৌথভাবে মাছ আহরন করে আসছে।অধিকাংশ জেলে পরিবার মাছ আহরনের উপর নির্ভরশীল।জেলে জীবনে নদী, নৌকা, জাল, মাঝি-মাল্লা, মৎস্য আহরণ ও বিপণন কেন্দ্র করে এমন এক অনন্য সংস্কৃতির উদ্ভব ঘটে যা তাদের নিজস্ব সংস্কৃতি।

#২



1630042366639-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/pickle.expel.poodle


সব পাখি হয়তো ঘরে ফেরে কিন্তু সব জেলে ঘরে ফেরে নাহ।ঝড়,জলোচ্ছ্বাস ইত্যাদির জন্য জেলেদের নৌকা ডুবির মতো দূর্ঘটনা ঘটে।এজন্য তাদের নৌকা সবদিক থেকে ভালো হতে হবে।নৌকায় কোনো ত্রুটি থাকলে তাদের দূর ভোগের সীমা নেই।এজন্য তারা যতটা সম্ভব উন্নত মানের জিনিস ব্যবহার করে নৌকা তৈরি করে।কারন জেলেদের মাছ ধরার মাধ্যম হলো নৌকা। নৌকা না থাকলে জাীবন নির্বাহে তাদের কঠিন হয়ে পরবে।নৌকা এমন ভাবে তৈরি করতে হবে যেনো সমুদ্রে টিকে থাকতে পারে।

#৩



1630042742168-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/dirt.losing.slows


বিভিন্ন স্থান থেকে পর্যটক আসেন মজা,মাস্তি,উল্লাস করতে।আর কিছু মানুষ তাদের মুখে দু মুঠো ভাত যোগাতে কতো পরিশ্রমই না করে থাকে।কতো মানুষের গালাগালি শুনতে হয়। তার আর হিসাব থাকে না।আসলে সৃষ্টিকর্তা তাদের এই ভাবেই সৃষ্টি করেছেন।পরের জীবনে হয়তো তারাই সুখী হবেন।

#৪



1630042714416-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/riding.flash.blindfold


পর্যটকদের নিরাপত্তা পরিচালনা করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন।যদি কোনো পর্যটক বিপদে পরে তাহলে তারা খুব দ্রুত তাদের উদ্ধার করতে পারে।সমুদ্র সৈকতের পাশে উঁচু একটা স্থানে তারা বসে থাকেন।যদি কোনো মানুষ সমুদ্রে গোসল করতে নামলে যদি ঢেউয়ে ভেসে যায় তাহলে তারা উপর থেকে দেখে তারাতাড়ি উদ্ধার করতে পারে।

#৫



1630042558754-01.jpeg

device:redmi note 10
3 Word Location:
https://w3w.co/swinging.purchaser.politicsWhat's


পৃথিবীতে কোনো কাজ ই ছোট নয়।কোনো পাপ কাজ না করলেই হয়।জীবনের তাগিদে মানুষ কতো কিছুই না করে থাকেন।কেউ চাকরি করে কেউবা আবার রিকশা চালায়।এই সব শ্রম জীবি না থাকলে হয়তো আমরা চলতেই পারতাম না।এই লোকটি সমুদ্র থেকে ঝিনুক সংগ্রহ করছেন।ঝিনুক দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়।যেমন:মালা,লকেট,নাক ফুল ইত্যাদি।পর্যটকরা এগুলো ক্রয় করে থাকেন।

#৬



1630042631935-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/presuming.september.reefs


পর্যটকদের সমুদ্রের তীরে ঘোরাঘুরির জন্য স্পিডবোট রাখা হয়ে থাকে।যাতে পর্যটকরা আরো বেশি মজা করতে পারে।এই স্পিডবোটে উঠতে হলে নির্দিষ্ট পরিমান টাকা দিতে হয়।কতো টাকা লাগবে সেটা নির্ভর করবে আপনি সটায় কতো সময় থাকবেন।

#৭



1630042605517-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/heartless.leathers.violinist


জীবনের তাগিদে ছোট সময়েউ টাকা উপার্জন করতে হয়।যে সময়ে তাদের ইস্কুলে যাওয়ার কথা।সেই সময়ে তারা জীবন নির্বাহ করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।সারাদিন এই ঝিনুকের মালা বিক্রি করে যে টাকা হয় তা দিয়ে তার সংসার চালাতে হয়।

#৮



1630042464678-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/fears.gratuity.fuses


সংসারের দায়িত্ব যখন নিজের ঘারে আসে। তখন ছোট বয়স থেকেই কাজে বেরিয়ে পরতে হয়।এই ছোট্ট ছেলেটি সংসারের বোঝা মাথা নিয়ে সমুদ্রের বুকে মাছ আহরন করছেন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

নজরকাড়া ফটোগ্রাফি। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

ঠিক বলেছেন কোন কাজ ছোট নয়। আমরা মানুষরা একজন আরেকজনের পর নর্ভর করি। জেলেরা আছে বলেই আমরা মাছ পাই। ছবিগুলো খুব সুন্দর হয়েছে

 3 years ago 

তারা কতো কষ্ট করে মাছ আহরন করে।কিন্তু আমরা তাদেরকে মূল্যায়ন করি নাহ।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি টা একটা তাৎপর্য বহন করে।

 3 years ago 

আসলেই কথাগুলো অনেক দামি এবং জীবন যেখানে যেমন। সব পাখি ঘরে ফিরলেও সব জেলে হয়তো ঘরে ফিরে না। অনেক পরিশ্রমী এবং সংগ্রামী তাদের জীবন। আর এই সংগ্রাম এবং পরিশ্রমী মানুষের জন্য রইল অনেক অনেক শুভকামনা

 3 years ago 

খুবই চমৎকার ফটোগ্রাফি,দেখে একদম মনটা ভরে গেল, আর লেখাগুলো হয়েছে অনেক সুন্দর, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর ফটোগ্রাফি এবং অনেক ভালো লিখেছেন।

 3 years ago 

ভাই চেষ্টা করেন একটু বড় করে কমেন্ট করতে। কারন এটা আমার আপনার সবার জন্য ভালো হবে। আপনার কমেন্ট যত সুন্দর হবে কমিউনিটি তে আপনার গ্রহণযোগ্যতা ততো বাড়বে। ছোট কমেন্ট করলে তার ব্যাপারে সবার একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। দিনে খুব বেশি কমেন্ট করার প্রয়োজন নেই। কিন্তু যে কমেন্ট গুলো করবেন তা যেন অর্থবহ এবং একটু বিশ্লেষণধর্মী হয়। তাহলে আপনার প্রতি কমিউনিটি মডারেটরদের সুনজর পড়বে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইজন সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারার জন্য। আপনার সমৃদ্ধি কামনা করি।

দেখার মতো কিছু ফটোগ্রাফি অভিন্দন আপনাকে

 3 years ago 

ধন্যবাদ।আপনাকে

 3 years ago 

ভাই চেষ্টা করেন আরেকটু বড় করে কমেন্ট করতে। এটা স্প্যামিংয়ের পর্যায়ে চলে যাচ্ছে। যদি কোন পোস্ট দেখে কি কমেন্ট করবেন এটা বুঝতে না পারেন বা খুঁজে না পান সেখানে কমেন্ট না করাই ভালো। কিন্তু যেখানে কমেন্ট করবেন চেষ্টা করবেন এমন কমেন্ট করার যেটা সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। পোস্টটা ভালোমতো পড়লে কমেন্ট করতে অনেক সুবিধা হয়। দিনে খুব বেশি কমেন্ট করার প্রয়োজন নেই। কিন্তু যে কটা কমেন্ট করবেন সেই কমেন্টগুলো যেন অর্থবহ এবং সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সবগুলো ছবি দুর্দান্ত হয়েছে। কিন্তু প্রথম এবং শেষ ছবিটা সম্পূর্ণ অন্যরকম অসাধারণ হয়েছে। সাথে ছবিগুলির যে ব্যাখ্যা দিয়েছেন আপনি সেটাও অনেক সুন্দর হয়েছে। কক্সবাজার খুবই চমৎকার একটি জায়গা। আমার সবচেয়ে পছন্দের জায়গা। আমি অনেকবার গিয়েছি। কিন্তু তারপরও যখনই কক্সবাজারের ছবি দেখি তখনই মনে হয় আবার ছুটে চলে যাই। আপনি কি এখন কক্সবাজার আছেন? থাকলে আমাদের সাথে আরও সুন্দর সুন্দর ছবি শেয়ার করবেন প্লিজ। হিমছড়ি পাহাড়ের উপর থেকে কিছু ছবি তোলার চেষ্টা করবেন। খুব সুন্দর একটা ভিউ পাবেন ওখান থেকে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যা ভাই আমি কক্সবাজারে আছি।হিমছড়ি গিয়েছিলাম।দুঃখের বিষয় সেটা বন্ধ।মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66