আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লি পার্কে ঘোরাঘুরি ও কিছু ফটোগ্রাফি। ১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২ রা বৈশাখ| ১৪২৯ বঙ্গাব্দ |শুক্রবার| গ্রীষ্মকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

ভ্রমণ আপনার হৃদয়কে উদার করে তুলবে। আপনার বোধগম্যতা প্রসারিত করবে এবং আপনি যে গল্পগুলি বলতে পারেন তার মাধ্যমে আপনার জীবন পূর্ণ করবে। আপনি যখন ভ্রমণ করেন, মনে রাখবেন যে কোনও জায়গা আপনাকে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য ডিজাইন করা হয়নি। এটি এর লোকদের স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য ডিজাইন করা হয়েছে


GridArt_20220415_093158920.jpg



আলাউদ্দিন আহমেদ পার্ক
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/recruitment.alerted.abides


ঘোরাঘুরি কে না পছন্দ করে আমরা সবাই ঘুরতে পছন্দ করি। কিন্তু ব্যস্তজীবনে বড় ধরনের ছুটি কিংবা খন্ডকালীন ছুটি পাওয়া যেন সোনার হরিণ দেখা পাওয়ার সমান। এই ব্যস্ত জীবনে নানা কাজের ভিড়ে আপনি যখন ক্লান্ত হয়ে উঠেন তখন এক কাপ চা কিংবা কপি আপনাকে যা কিছু দিতে পারে না, তা থেকেই আমরা অনেক বেশি আনন্দ পাই ঘোরাঘুরি থেকে।আপনাদের সামনে হাজির হলাম ভ্রমণ কাহিনী নিয়ে। সবসময় আমার ভ্রমণ করতে অনেক ভালো লাগে ভ্রমণ করলে অনেক কিছু জানা যায় তাই সময় পেলেই ছুটে যায় ভ্রমণের উদ্দেশ্যে। আজকের ভ্রমণটা আমার সবথেকে প্রিয় একটি ভ্রমণের মধ্যে অন্যতম ।


1649920892394-01.jpeg


এই রমজান মাস আসার পরে তেমন একটা কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বাড়ি থাকতে থাকতে বোর ফিল করছিলাম। তাই ভাবলাম কোথাও যেয়ে একটু ঘুরে আসি। যেমন কথা তেমন কাজ। আমি ফোন দিলাম আমার বন্ধু রাহুল ও রিপনকে । ফোন দিয়ে বললাম বন্ধু চলো কোথাও থেকে ঘুরে আসি। তারাও আমার কথার সাথে একমত হল বলল অনেকদিন ঘোরাঘুরি হয় না চলো যাই। আমরা দুইটা বাইক নিয়ে চারজন রওনা দিলাম আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক এর উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে পার্কের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা কিছুদূর যাওয়ার পর এ তেল পাম্প থেকে বাইকে তেল ভরে নিলাম। তারপর আবার যাত্রা শুরু করলাম।।


1649920815936-01.jpeg


1649920869296-01.jpeg


অবশেষে আমরা প্রায় 35 মিনিট ড্রাইভ করার পর আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে পৌঁছাতে সক্ষম হলাম। আমরা গাড়ী দুইটাকে গাড়ি পার্কিং রেখে টিকিট কাউন্টারে আসলাম। টিকিট কাউন্টারের পাশেই নবাব সিরাজউদ্দৌলার একটা স্কেচ রাখা আছে। স্কেচটা দেখতে আমার কাছে অসাধারণ লেগেছিল। সিরাজউদ্দৌলা বাংলার এক অবিস্মরণীয় নেতা। তারপর আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম।


1649920754178-01.jpeg

1649920779650-01.jpeg

1649920952511-01.jpeg


ভিতরে প্রবেশ করতেই ফুলের ভ্যালি।। বিভিন্ন ধরনের ফুল রয়েছে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লি পার্কে। আসলে ফুল হল ভালবাসার প্রতিক ।।ফুল দেখলে সবার মনটা ভরে যাবে। সেজন্য হয়তো বা গেটের ভেতরে প্রবেশ করতেই ফুলের ভ্যালি করে রাখা। অন্য কোন একদিন শুধু ফুলের ভ্যালি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব।।


1649920714673-01.jpeg

1649920997371-01.jpeg


তারপর একটু যেতেই চোখে পড়ল বিশাল একটা পুকুরের।। পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে রাখা হয়েছে ।।এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম পুকুরে প্রচুর পরিমাণে মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ।। বিশেষ করে হলুদ বর্ণের মাছগুলোকে আমার আকর্ষণ করেছিল ।।এবং পুকুরপাড়ে একটা বকের চিত্র তৈরি করে রাখা হয়েছে ।।যা দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছিল এবং পুকুরে বিভিন্ন ধরনের নৌকা আছে যা পর্যটকদের পুকুরের পানিতে ঘুরাঘুরি জন্য তৈরি করা।।


1649920969993-01.jpeg

1649920918282-01.jpeg


তারপর বাচ্চাদের খেলাধুলা করার জায়গায় গিয়েছিলাম। ওখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলাধুলার জন্য জিনিস তৈরি করে রাখা হয়েছে। অবশ্য এখন রমজান মাস তেমন একটা পর্যটক ঘুরতে যায় না। আজ এই পর্যন্তই সামনের দিনে পার্কের আরও বিভিন্ন ধরনের জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার আজকের ভ্রমণ কাহিনী টা আপনাদের ভালো লাগবে।।


ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

আল্লাহ হাফেজ

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

সাপোর্ট এর পরিমাণ অল্প হলেও সবসময় আমাদের পাশে আছেন এতে আমরা অনেক খুশি ।।আশা করি এভাবেই থাকবেন।।

 2 years ago 

সত্যি রোজার মধ্যে বেশি ঘোরাঘুরি করা যায় না। তবে ঘোরাঘুরির মাধ্যমে যে প্রশান্তি পাওয়া যায় তা অন‍্যকিছু থেকে পাওয়া সম্ভব না। আলাউদ্দিন আহমেদ পার্কে আমি একবার গিয়েছিলাম বেশ অনেকদিন আগে। সত্যি পার্কের মাঝের পুকুরটার জন্য যেন আরও বেশি ভালো লাগে। এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে পার্কটার মধ্যে আরও অন‍্যান‍্য সৌন্দর্য তো আছেই। দারুণ উপভোগ করেছেন সময় টা ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।।

 2 years ago 

আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লি পার্কের পরিবেশটা আমার কাছে দারুন লেগেছে।। আর পার্কের সৌন্দর্য খুবই ভালো ।।আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল আর ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে জায়গাটা বেশ সুন্দর। ফুলের ছবি গুলো বেশ সুন্দরভাবে ক্যাপচার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আপনি ঠিকই ধরেছেন জায়গাটা অসাধারণ।। আশা করি আপনিও সময় পেলে একদিন যেয়ে ঘুরে আসবেন।। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।।

 2 years ago 

ওয়াও ফটোগ্রাফি গুলো দারুন ছিলো।আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লি পার্ক টাও বেশ সুন্দর মনে হচ্ছে। পরিবেশটা বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।সুন্দর কিছু শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই ধরেছেন আপু পার্ক টা বেশ সুন্দর।।
আর পার্কের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে।। নিরিবিলি পরিবেশ ।।।আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি পার্কে ঘোরাঘুরি করেছেন। তা দেখেই বোঝা যাচ্ছে। পুকুরটি আসলে খুব সুন্দর ছিল। পুকুরের পাশে রাজহাঁসটি দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। বাচ্চাদের খেলার জায়গা আছে দেখে আরো বেশ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পার্কটির এখনো অবকাঠামো তৈরি শেষ হয়নি ।।তবে কিছুদিনের মধ্যে সবগুলো প্রজেক্ট শেষ হবে।। তবে পার্ক দেখতে এখনো অসম্ভব রকমের সুন্দর ।।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।।

 2 years ago 

জায়গাটা আসলে খুবই সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। অনেক বেশি ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপনার এই এখানে কাটানো মুহূর্তগুলো শেয়ার করার জন্য

 2 years ago 

আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লি পার্কের জায়গাটা আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক ভালো লাগলো।। আশা করি সময় পেলে একদিন এসে ঘুরে যাবেন।। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

পার্কে ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগলো। ঘোরাঘুরি মুহূর্তটা অনেক বেশি ইনজয় করা যায়। আপনার পার্কে ঘুরতে যাওয়ার মুহূর্ত দেখে বেশ ভালো লাগলো। তাছাড়া অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। অনেক ভালো একটা মুহূর্ত কাটিয়েছেন। আমাদের মধ্যে মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু পার্কে ঘোরাঘুরি করতে আমারও অনেক ভালো লাগে।। আমরা সময় পেলে কোন এক জায়গায় ঘুরতে বের হয়ে যায়।। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনি তো পার্কে ঘুরছেন সেই সাথে আমাদেরও এখন ঘুরালেন। আপনার মাধ্যমে পার্ক টির নাম জানতে পারলাম সেই সাথে ভিতরের অসাধারন দৃশ্যগুলো দেখার সুযোগ পেলাম। অনেক ধন্যবাদ রাজু ভাই

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।। ভাল থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনার জন্য।।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67579.79
ETH 3758.68
USDT 1.00
SBD 3.55