DIY PROJECT(এসো নিজে করি)|পেন্সিল দিয়ে গাছ ও দুটি পাখির খুনসুটি এর দৃশ্যে অংকন।১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -১৬ মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| শীতকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি




আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।



GridArt_20220130_191218784.jpg



পেন্সিল স্কেচ
device:redmi note 10


প্রয়োজনীয় উপকরণ

  • কাগজ
  • পেন্সিল

কাজের ধাপ


1643532062043-01.jpeg


ধাপঃ-১ঃপ্রথমে একটা পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর একটা গাছের ডালের দৃশ্য অংকন করে নিই।


1643532097046-01.jpeg


ধাপঃ-২ঃএখন চিত্রের ন্যায় ডালের দৃশ্যকে পেন্সিল দিয়ে গাড় কালার করতে হবে।


1643532130698-01.jpeg


ধাপঃ-৩ঃতারপর ডালের উপরে একটা পাখির চিত্র অংকন করে নিতে হবে।


1643532180793-01.jpeg


ধাপঃ-৪ঃএখন পাখির লেজের অংশ অংকন করে নিতে হবে।


1643532211615-01.jpeg


ধাপঃ-৫ঃচিত্রের ন্যায় পাখিটাকে পেন্সিলের সাহায্যে গাঢ় কালার করে নিতে হবে।


1643532245718-01.jpeg


ধাপঃ-৬ঃচিত্রের ন্যায় ডালের ওপর পাশে আরেকটা পাখির চিত্র অংকন করে নিতে হবে।


1643532311683-01.jpeg


ধাপঃ-৭ঃএখন পাখিটাকে পেন্সিল দিয়ে গাড় কালার করতে হবে।


1643532345998-01.jpeg


ধাপঃ-৮ঃব্যস হয়ে গেলো দুটি পাখির খুনসুটির চিত্র।



ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

আপনার অঙ্কিত গাছের ডালে পাখির দুটি অসাধারণ লাগছে। পাখি দুটি কে বেশ মায়াবী লাগছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি টা আমাদের মাঝে অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ মামা।

 3 years ago 

পেন্সিল দিয়ে আপনি বেশ অসাধারণ সুন্দর ছবি এঁকেছেন ভাই। পাখিগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। পাখিরা পাখনা গুলো হালকা কালার করে দিলে এটি আরো বেশি সুন্দর লাগতো।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দুটি পাখির খুনসুটির চিত্রাংকন আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, দেখতে অনেক অসাধারণ লাগছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দুটি পাখির খুনসুটির চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

পেন্সিল দিয়ে,গাছ ও দুটি পাখির খুনসুটি চমতকার ফুটিয়ে তুলেছেন।আপনার অংকনের প্রতিটি ধাপ আর বর্ণনা এটিকে আঁকতে সাহায্য করবে। আপনার এমন সৃষ্টিশীল কারুকার্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রদ্ধেয়, আমন্ত্রণ ও ভালবাসা রইলো।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ও আমন্ত্রন রইলো।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

অনেক ভালো লাগলো পেন্সিল দিয়ে আপনি গাছ ও দুটি পাখির খুনসুটি দৃশ্য অংকন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন


IMG_20220106_113311.png

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

অও,দারুণ অঙ্কন করেছেন ভাইয়া।দুটি পাখির খুনসুটি দেখতেই মন ভালো লাগছে।ধাপগুলো ভালো ছিল, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

খুনসুটি, কঠিন একটি বিষয়, পেন্সিলের আঁচড়ে তুলে ধরার কৌশল, সুদূর প্রসারি ভাবনার অংশ।আপনার চিন্তার প্রসংশা করছি। ভালছিল।

 3 years ago 

ধন্যবাদ।

স্বাগতম

ওয়াও!! পেন্সিল দিয়ে গাছ ও দুটি পাখির খুনসুটি এর দৃশ্যে অংকনটি এক কথায় অসাধারণ হয়েছে। আপনি দেখছি অনেক সুন্দর আর্ট করতে পারেন। আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা রইল আপনার জন‍্য💖🥰

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

পেন্সিল দিয়ে অংকন করে দুটি পাখির খুনসুটি করার অনেক সুন্দর একটা চিত্রাংকন আমাদের সামনে তুলে ধরলেন। পাখি দুটিকে দেখে আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে অনেক কাছের আপন দুটি পাখি বসে আছে। আপনি অনেক সুন্দর ভাবে চিত্রাংকন সম্পন্ন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।🤗🤗

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62561.21
ETH 2449.99
USDT 1.00
SBD 2.64