DIY (এসো নিজে করি).||কাগজ দিয়ে কলমদানি তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২৯ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


প্রথমে ধন্যবাদ জানাই @rme দাদাকে আবারো এসো নিজে করি, ইভেন্টে অংশগ্রহন করার সুযোগ করে দেওয়ার জন্য।আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।



IMG_20210913_210430.jpg


কলমদানি
Device : Redmi note 10
What's 3 Word Location :https://w3w.co/putty.heavier.bathhouses


তৈরি পদ্ধতি


উপাদানঃ

  • কাগজ
  • আঠা
  • কাঁচি
  • স্কেল


1631547064121-01.jpeg

1631547099703-01.jpeg

  • ধাপ:-১:প্রথমে মাপ দিয়ে কাগজ কেটে নিতে হবে।এমন ভাবে কাঁচি দিয়ে কাটতে হবে যেনো সবগুলো কাগজ সমান হয়।তারপর এই কাগজগুলোকে গোল করে পেচিয়ে নিতে হবে।সবগুলো কাগজকে সমান করে গোল করতে হবে।


1631547162942-01.jpeg

1631547135178-01.jpeg


  • ধাপ:-২:গোল করা কাগজগুলোকে আঠা দিয়ে একত্র করতে হবে।আটটি করে গোল করা কাগজকে একত্র করে নিতে হবে।


1631547257442-01.jpeg

1631547905574-01.jpeg


  • ধাপ:-৩:আঠা দিয়ে আটকানো কাগজগুলোকে দুইটা চতুর্ভুজ বানিয়ে নিলাম।এমন ভাবে আঠা দিয়ে আটকাতে হবে যাতে এগুলো খুলে না যায়।


1631547807129-01.jpeg

1631547859722-01.jpeg


  • ধাপ:-৪:দুইটা চতুর্ভূজ আকৃতি বানানো কাগজকে একটা শক্ত সেটের উপর আঠা দিয়ে আটকিয়ে নিই।


1631547740988-01.jpeg

1631547704968-01.jpeg


  • ধাপ:-৫:কলম রাখার জন্য তৈরি হওয়ার পর মাঝে একটা ফোন রাখার জায়গা তৈরি করে নিতে হবে।গোলকরা কাগজগুলোকে আড়াআড়িভাবে স্থাপন করে নিতে হবে।যাতে ফোন রাখা যায়।


1631547588069-01.jpeg

1631547537023-01.jpeg

1631547506184-01.jpeg


  • ধাপ:-৬:শেষ ধাপ।কলমদানির ভিতর কলম এবং আমার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সাজিয়েছি। মাঝে ফোনটাও রেখে দিলাম।হয়ে গেলো আমার নিজ হাতে তৈরি কলমদানি।এখন আমার টেবিলে কলমদানিটি রেখে দিলাম।


  • ধন্যবাদ সবাইকে

Sort:  

খুব সুন্দর ভাবে আপনি আপনার হাতের কাজ তুলে ধরেছেন আপনি।আপনার দক্ষতা সত্যিই প্রশংসার দাবিদার।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া ❤️❤️

 3 years ago 

কাগজ দিয়ে কলমদানি ?
খুব সুন্দর সৃষ্টি আপনার। তবে আমার কাছে মনে হয়েছে কাগজগুলো গোল করার পরই সংখ্যা অনেক বেশি হয়েছে।

যাইহোক সুন্দর কিছু তৈরি করার জন্য আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন

 3 years ago 

ধন্যবাদ ভাই

কাগজ দিয়ে কলমদানি, ব্যাপারটাই অন্যরকম। সত্যিই অনেক ভালো হয়েছে আপনার কাগজের তৈরি কলমদানি। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর ও দৃষ্টিনন্দন হয়েছে কলমদানিটি।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39