অপরুপ বান্দরবানের রুপালি ঝর্ণা।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো বান্দরবানের রুপালি ঝর্ণায় ঘোরাঘুরির কিছু মূহুর্ত।ঝর্ণা মানুষকে কাছে টানে।ঝর্ণার পাশে একটু গেলে মন ভালো হয়ে যায়।আশাকরি আমার পোস্টটি আপনাদের ভালো লাগবে।




আমরা খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই।তারপর রেডি হয়ে হোটেল থেকে নিচে নামি।এরপর একটা হোটেলে গিয়ে সকালের নাস্তা করি।আগে থেকেই আমাদের ঝর্ণায় যাওয়ার গাড়ি রেডি করা ছিলো।গাড়িয়াওলাকে ফোন দিলে সে চলে আসে।তারপর আমরা গাড়িতে উঠি।আমরা যে গাড়ি করে যাবো সেটি চাদের গাড়ি নামে পরিচিত।আমরা গাড়ির ভিতর দাড়িয়ে দুই পাশের আঁকাবাকা সবুজ পাহাড় দেখছিলাম।পাহাড়ি রাস্তায় ঘুরতে আমার বেশ ভালো লাগে।রাস্তা কখনো উঁচু আবার কখনো নিচু।রাস্তার দুই পাশের পাহাড়ের উপর যেনো মেঘ নেমে আসছে।সাদা মেঘের ভেলা পাহাড়ের উপর দিয়ে উরে যাচ্ছে।তখন ইচ্ছে হচ্ছিলো ইস যদি মেঘটা ধরে দেখতে পারতাম।অবশেষে আমরা ঝর্ণায় পৌঁছাতে পারলাম।



1631896147483-01.jpeg

1631896083788-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/coastguard.pickle.recapping

বান্দরবান শহর থেকে বেশি দূরে নয়।বান্দরবান সদর উপজেলার খুব কাছেই সবুজ পাহাড় আর প্রকৃতি মিলে দারুণ এক ছোট গ্রাম। কিছুদিন আগেও এই এলাকার নাম শোনা যায়নি বিন্দুমাত্র, কিন্তু এই এলাকায় রুপালি ঝর্ণা আবিস্কারের ফলে প্রতিদিনই পর্যটকরা ছুটে যাচ্ছে সেখানে।



1631895825685-01.jpeg

1631895882665-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/coastguard.pickle.recapping

বান্দরবান সড়ক ধরে গেলে বান্দরবান জেলা শহর থেকে ছয় কিলোমিটার পরেই রুপালি ঝর্ণা।সবুজ প্রকৃতির মাঝে হওয়ায় এই ঝর্ণা পর্যটকদের খুব ভালো লাগে।ঝর্ণায় গিয়ে আমরা খুব মজা করেছি।আমরা ঝর্ণায় গোসল করেছি।ঝর্ণায় গোসল করার কি যে একটা ফিলিংস তা আপনাদের বলে বোঝাতে পারবো না।রুপালি ঝর্ণায় গিয়ে নানা বয়সের পর্যটকদের কেউ পানিতে নেমে গোসল করে, আবার কেউবা মুঠোফোনে সেলফি তুলেই সামাজিক যোগাযোগ আপলোডে ব্যস্ত হয়ে পড়ে।



1631896543365-01.jpeg

1631895912609-01.jpeg

device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/coastguard.pickle.recapping

ঝর্ণার পাশেই ছোট্ট একটি চায়ের দোকান চালান স্থানীয় বাসিন্দা জাফর আলম। তিনি জানালেন, কয়েক বছর আগেও এই ঝর্ণার খবর বাইরের মানুষ জানতই না, আর এখন প্রতিদিন শত শত পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে এলাকাটি।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

জায়গাটি খুবই চমৎকার। আপনার ফটোগ্রাফ এবং ভিডিও খুবই সুন্দর হয়েছে ।ঝর্নার পানি দেখে মনে হচ্ছে যে ঝরনা তে গোসল করি ।আপনি খুবই আনন্দ করেছেন ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে ।আপনাকে ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দোয়া করবেন আরো ভালো ভালো ফটোগ্রাফি যেনো আপনাদের মাঝে উপহার দিতে পারি।মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

অপরুপ বান্দরবানের রুপালি ঝর্ণা। দেখে তো আমার ইচ্ছা হচ্ছে যে বান্দরবান এ ঘুরতে যাবো। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

অপুরুপ ঝরনা প্রকৃতি এতো সুন্দর।এই সুন্দরের বর্ননা হাজার পৃষ্ঠা বই লিখেও শেষ করা যাবে না।ঝরনার চিত্র টি অনেক সুন্দর ছিলো।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ঝর্ণাটির সৌন্দর্য বর্ণনাতীত। এমন পরিবেশে মন টা সত্যি খুব ভালো হয়ে যায়।

 3 years ago 

দারুন লাগলো। প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে। আপনার ফটোগ্রাফির হাত ও খুব ভালো। দারুন সময় উপভোগ করেছিলেন। ছবি গুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উদাহরণ হল ঝরনা। পাথরের উপর থেকে ঝর ঝর করে পানি পড়ছে। আর উপরের দিকে তাকালে নীল আকাশের অসাধারণ দৃশ্য চোখে পড়ছে। সুন্দর ফটো তোলার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59604.53
ETH 2413.47
USDT 1.00
SBD 2.43