DIY (এসো নিজে করি).||কাগজ দিয় ফুল তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।
আজ - ২১ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| শরৎকাল|
আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
তাহলে চলুন শুরু করি
কাগজের ফুল
Device : Redmi note 10
What's 3 Word Location :https://w3w.co/putty.heavier.bathhouses
তৈরি পদ্ধতি
উপাদানঃ
- কাগজ
- আঠা
- কাঁচি
- স্কেল
ধাপঃ-১ঃপ্রথমে হলুদ বর্ণের কাগজকে কাঁচি দিয়ে সমান ভাবে কেটে নিতে হবে।দুইটা কাগজ কাটতে হবে।একটা বড় এবং একটা ছোট করে কাটতে হবে।
ধাপঃ-২ঃতারপর কাটা কাগজকে কাঁচি দিয়ে কেটে তারার আকৃতি দিতে হবে।এমন ভাবে কাটতে হবে যেনো তারার সবগুলো কোণ সমান হয়।
ধাপঃ-৩ঃতারপর বড় কাগজের উপর ছোট কাগজ আঠা দিয়ে লাগাতে হবে।
ধাপঃ-৪ঃতারপর কাগজকে কুঁচি কুঁচি করে কেটে একটা ছোট ফুল বানাতে হবে।বানানো ফুলকে মূল ফুলের উপর আঠা দিয়ে লাগাতে হবে।
ধাপঃ-৫ঃহয়ে গেলো আমার ফুল বানানো।এখন এই ওয়ালমেট আমার ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখার পালা।
ধন্যবাদ সবাইকে
তাহলে চলুন শুরু করি
তাহলে চলুন শুরু করি
কাগজের ফুল
Device : Redmi note 10
What's 3 Word Location :https://w3w.co/putty.heavier.bathhouses
তৈরি পদ্ধতি
- কাগজ
- আঠা
- কাঁচি
- স্কেল
ধাপঃ-১ঃপ্রথমে হলুদ বর্ণের কাগজকে কাঁচি দিয়ে সমান ভাবে কেটে নিতে হবে।দুইটা কাগজ কাটতে হবে।একটা বড় এবং একটা ছোট করে কাটতে হবে।
ধাপঃ-২ঃতারপর কাটা কাগজকে কাঁচি দিয়ে কেটে তারার আকৃতি দিতে হবে।এমন ভাবে কাটতে হবে যেনো তারার সবগুলো কোণ সমান হয়।
ধাপঃ-৩ঃতারপর বড় কাগজের উপর ছোট কাগজ আঠা দিয়ে লাগাতে হবে।
ধাপঃ-৪ঃতারপর কাগজকে কুঁচি কুঁচি করে কেটে একটা ছোট ফুল বানাতে হবে।বানানো ফুলকে মূল ফুলের উপর আঠা দিয়ে লাগাতে হবে।
ধাপঃ-৫ঃহয়ে গেলো আমার ফুল বানানো।এখন এই ওয়ালমেট আমার ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখার পালা।
খুব ক্রিয়েটিভ একটি ক্রাফট তৈরি করেছেন ভাই।অনেক সুন্দর ভাবে আপনার দক্ষতা আমাদের মাঝে প্রদর্শন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কাগজ দিয় ফুল অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন ভাই ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ
সৃজনশীলতাই পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়। কাগজ দিয় ফুল তৈরিটা খুব সময় নিয়ে সুন্দর করে তৈরি করেছেন বুঝি। দেখতে খুব সুন্দর লাগছে। বর্ণনা সুন্দর দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া