পদ্মা নদী পাড়ে ঘোরাঘুরি ও কিছু ফটোগ্রাফি||১০% লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২১ শে,শ্রাবণ,| | ১৪৩০ বঙ্গাব্দ ||শনিবার||বর্ষাকাল||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


IMG_20230805_111247.jpg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


আজ আপনাদের মাঝে পদ্মা নদীতে ঘোরার অনুভূতি ও কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায়। অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।


1691211939604-01.jpeg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


এইতো কিছুদিন আগে বন্ধুদের সাথে পদ্মা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম।নদীতে নতুন পানি আসার মুহূর্ত অনেক মজা হয়ে থাকে।নদীতে নতুন পানি আসার সময় নদীতে মাছ ধরার হিড়িক পরে যায়।আমরাও ছোট সময় মাছ ধরা জাল নিয়ে মাছ ধরতে যেতাম। নতুন পানিতে গোছল করার যে অনুভূতি তা বলে বোঝানো সম্ভব না।


1691211956469-01.jpeg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


বর্ষার মৌসুমে আকাশের সৌন্দর্যটা অসাধারণ লাগে।মেঘ নীল বর্ণের আকার ধারন করে।যা দেখতে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে।সাদা মেঘের ভেলা আকাশে ভেসে বেড়ায়।আর আকাশের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই নদীর পাড়ে যেতে হবে।নদীর পাড়ে গেলে সৌন্দর্যটা একটু বেশিই উপভোগ করতে পারবেন।


1691211926800-01.jpeg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


নদী পাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনাকে প্রকৃতির ছোঁয়া পেতে হলে অবশ্যই এই গ্রামে আসতে হবে। আর বিকেল বেলা নদীর পাড়ে সৌন্দর্য অসম্ভব রকম সুন্দর লাগে। নদী পাড়ে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়। দক্ষিণা বাতাসে যখন উদ্ভিদ গুলো দোল খায় যা দেখতে খুবই সুন্দর লাগে।


1691211884064-01.jpeg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


নদীর পাড়ে একলা একটা গাছ আপন মনে দাঁড়িয়ে আছে। গাছটায় দু-একটা পাতা ছাড়া আর কিছুই নেই। নীল আকাশের সাথে ফটোগ্রাফি টা করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। ফটোগ্রাফি অ্যাঙ্গেলটা ঠিক থাকলে যে কোন কিছুর দৃশ্য ফুটিয়ে তোলা সম্ভব। সাদা এবং নীল আকাশ যা দেখতে মনমুগ্ধকর লাগলো।


1690355783607-01.jpeg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


1691211870699-01.jpeg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


বর্ষাকালে বৃষ্টি হওয়ার পরে নদীর পাড়ে বিভিন্ন ধরনের ঘাস জন্মায়। একটা ঘোড়া আপন মনে ঘাসগুলো খাচ্ছে। এই সময়ে নদীর পাড়ের সৌন্দর্য ভিন্ন রকম আকার ধারণ করে। আপনি যদি কখনো নদীতে ঘুরতে চান তাহলে বর্ষাকালে এসে ঘুরে যাবেন। বর্ষাকালে সৌন্দর্য এমনিতেই আমাকে মুগ্ধ করে। আমাদের বাড়ির পাশে নদী হওয়ায় আমরা প্রায়ই সেখানে ঘুরতে যেয়ে থাকি।


1690355694151-01.jpeg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


বর্ষাকালে যখন নদীতে পানি থৈথৈ করে জেলেদের একমাত্র বাহন হল এই নৌকা। নৌকা দিয়ে তারা পারাপার হওয়ার কাজ করে থাকে। এই নৌকা দিয়েই তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ছোট সময় যখন নদীর পারে যেতাম তখন পালতোলা নৌকা দেখা যেত। এখন আর তেমন পাল তোলা নৌকা চলে না এখন ইঞ্জিনের নৌকা বেশি দেখা যায়। আর বিকেলবেলা গোধূলি লগ্নে নৌকা দিয়ে নদীর বুকে ঘুরে বেড়ানোর মজাই অন্যরকম।


1690355723936-01.jpeg



ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


নদীতে এখনো তেমন না পানি আসেনি তবুও স্বচ্ছ পানি দেখে মনে হয় একটু গোসল করে নেই। এই স্বচ্ছ পানি দেখে যে কেউ পানিতে ঝাপাঝাপি করতে মন চাইবে। জেলেদের এ নৌকা সারিবদ্ধ ভাবে নদীর তীরে রাখা হয়েছে। এই নৌকাগুলো তারা রিপেয়ারিং করে মাছ ধরার কাজে লাগাবে। নদীর বুকে চলাচলের জন্য একমাত্র নৌকা হল প্রধান বাহন। নদী ও আকাশের সৌন্দর্য নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।


  • অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আশা করি আমার এই ফটোগ্রাফি পোস্টটা আপনাদের অনেক ভালো লাগবে। সামনের দিনে আরও নতুন নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। অন্য ব্লগিংও চলতে থাকবে এর মাঝে। আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল।



ধন্যবাদ সবাইকে

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 last year 

অনেকদিন পরে আপনাকে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো তাও এত সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি তো চোখ ফেরাতে পারছিনা। আকাশের সৌন্দর্য অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন এবং জায়গাটাতে খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলেন। বর্ণনার মাধ্যমে এতো সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

অনেকদিন পরে আসলাম ভাইয়া ।আপনাদের মাঝে আসতে পেরে আমারও অনেক ভালো লাগছে। কিছু ঝামেলার জন্য কাজ করা হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে থেকে কাজ করতে পারব আশা করি। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 last year 

নদীর পাড়ে ঘোরাঘুরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। নদীর পাড় আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা। আপনি নদীর পাড়ে খুব ভালো ঘোরাঘুরি করেছিলেন এবং বেশ কিছু ফটোগ্রাফি করেছিলেন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার কাছে আপনার ঘোরাঘুরি করার মুহূর্ত এবং ফটোগ্রাফি গুলো দেখে অসম্ভব সুন্দর লেগেছে। নদীর পাড়ের দৃশ্যটা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফটোগ্রাফির মাধ্যমে।

 last year 

আসলে বাসায় থাকলে যখনি ফ্রি টাইম হয় তখনই বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যায়। পদ্মা নদীর পাশে বাড়ি হওয়ায় প্রায়ই নদীতে ঘুরতে যাই আমরা। আর এখন বর্ষাকাল এখন সাদা মেঘের ভেলা খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 last year 

ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে পদ্মা নদীর পাড়ের পরিবেশটি ঠিক কেমন ছিল এবং আপনারা ঠিক কেমন আনন্দময় সময় কাটিয়েছেন।এমন পরিবেশে গেলে যে কারো মন ভালো হয়ে যাবে,আর তা যদি হয় পদ্মার পাড়ে। বিশেষ করে আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার এত ভালো লেগেছে যা বলার মত না। এবং আপনি খুবই সুন্দর ভাবে গুছিয়ে তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

আপনি ঠিকই বলেছেন পদ্মা নদী পাড়ের সৌন্দর্য খুবই সুন্দর লাগছিল। চারিদিকে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছিল যা দেখে মুগ্ধ হয়ে গেছি। আমারে করা ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন যেনে অনেক ভালো লাগলো

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নদীর পাড়ে ঘোরাঘুরি ও কিছু ফটোগ্রাফি এর মুহূর্ত। আসলে নদীর পারে যে কোন সময় ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। আসলে নদীর পাড়ে গেলে প্রকৃতির সাথে বেশ কিছু সময় উপভোগ করা যায়। আপনি সেখানে বেশ সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। নৌকা এবং আকাশের ফটোগ্রাফি আপনি বেশ দারুন ভাবে আপনার পোষ্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই আমি নদী পাড়ে যে কোন সময় ঘুরতে অনেক মজা লাগে। বিশেষ করে বিকেল বেলা ঘুরতে আরো ভালো লাগবে। সুগঠিত মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

জাস্ট অসাধারণ! আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে পদ্মা নদীর পাড়ে খুব ভালো সময় কাটিয়েছেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে বিশেষ করে চতুর্থ ফটোগ্রাফিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর প্রকৃতির ফটোগ্রাফি তো অন্যরকম একটা আবেগকাজ করে। আমার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

নদীর পারে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। নদীর সৌন্দর্য দেখলেই মনটা ভালো হয়ে যায় আর আকাশের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। কারণ বর্ষাকালে আকাশ অনেক সুন্দর নীল ও সাদা মেঘের ভেলায় ভাসে।। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ।

 last year 

আপনি ঠিকই বলেছেন না নদীর পাড়ের সৌন্দর্য দেখলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য।

 last year 

নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ানোর দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হওয়া স্বাভাবিক কারণ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সব সময় তো দেখা যায় না আর এই সৌন্দর্য যে কেউ উপভোগ করতে চাইবে। ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া ও প্রকৃতির এরকম সৌন্দর্য তো সবসময় দেখা যায় না বিশেষ করে বর্ষাকালে এরকম সৌন্দর্য দেখা যায়। আমার উঠানো ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।।

 last year 

আমার প্রানের পদ্মা নদী। পদ্মা নদীকে আমি বেশ ভালোবাসি। একটি সময় ছিল ২০১৪-১৫-১৬, রাজশাহী পদ্মা পাড়ে খুব ঘুরাঘুরি করেছি। ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে। সেই সমস্ত স্মৃতি গুলো যেন ভেসে আসলো এক নিমিষে আপনার পোস্ট পড়তে গিয়ে।

 last year 

বাড়ির পাশে পদ্মা নদী হওয়া য় মাঝে মাঝে আমরা ঘুরতে যাই। নদীর পাড়ে গেলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। অন্যরকম ভালো লাগা কাজ করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67200.37
ETH 3331.98
USDT 1.00
SBD 2.77