ফটোগ্রাফি পোস্ট-৭ (কিছু বন্য ফুলের ফটোগ্রাফি)|[benificiary ১০% @shy-fox]|

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৮ কার্তিক| ১৪২৮ বঙ্গাব্দ |বুধবার| হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।

আজ আমি আপনাদের মাঝে কিছু বন্য ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।আশাকরি আপনাদের ভালো লাগবে।


ফটোগ্রাফি



1635910150441-01.jpeg

1635910481011-01.jpeg


কলমি শাকের ফুল
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/incompetent.flightless.retract


  • প্রতিদিন সকালে পাপড়ি থেকে নতুন ফুল ফোটে। রোদ বাড়লে ধীরে ধীরে পাপড়ি নেতিয়ে পড়ে। এই লতা সাধারণত গ্রামের পতিত জমি ও সড়কের পাশে জন্মে। বীজ থেকে চারা হয়। ফুল ফুটলে এই লতাটি সবার দৃষ্টিগোচর হয়।

ফটোগ্রাফি



1635910410950-01.jpeg


ঢলকুমারী ফুল
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/incompetent.flightless.retract


  • ঢলকুমারী ফুল সাধারণত হেমন্তের শুরুতে ফুটে থাকে।বিভিন্ন ধরনের খালবিল, জলাশয়ে আঙ্গিনায় দেখা যায়।এই ফুলটা মাইকের মতো হয়ে থাকে।

ফটোগ্রাফি


1635910319212-01.jpeg

1635910283943-01.jpeg


কাশফুল
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/provided.versions.playfulness


  • শরতের কাশফুল কিংবা মেঘ উঠে আসতে পারে প্রকৃতির রূপ হিসেবে। প্রকৃতি থেকেই নেওয়া সাদা-কালো-ধূসর-নীল-আকাশি রঙের নানা রকম সমন্বয়ে হতে পারে শরতের সৌন্দর্য।

ফটোগ্রাফি



1635910254212-01.jpeg

1635910217582-01.jpeg


শাপলা ফুল
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/provided.versions.playfulness


  • শাপলা আমাদের জাতীয় ফুল।শাপলা ফুল একটি জলজ উদ্ভিদ।শাপলা ফুল নানা রঙের হয়ে থাকে।বাংলাদেশ নদীমাতৃক দেশ।তাই সারাদেশেই শাপলা ফুল দেখা যায়।তবে বেশি দেখা যায় বর্ষামৌসুমে।

ফটোগ্রাফি



1635910367876-01.jpeg


অচেনা একটা ফুল
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/provided.versions.playfulness

ফটোগ্রাফি



1635910455972-01.jpeg


কচুরিপানা ফুল
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/torrents.predates.ejected


  • ভেসে থাকা কচুরিপানায় ফোটে বাহারি ফুল।কচুরিপানা কখনো বদ্ধ জলে আবার কখনো থাকে চলমান জলে।বাংলাদেশের প্রায় প্রত্যেক এলাকায় হাওর-বাঁওড়, ছোট বড় খাল ও বাড়ির পাশের ডোবায় দেখা যায় দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল। এই কচুরিপানার ফুল কমবেশি সবার কাছে কতোটা পছন্দের ও আনন্দের তা বলার অপেক্ষা রাখে না।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ওয়াও দারুন ফটোগ্রাফি করছেন তো। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ছবি দেখেই বুঝা যাচ্ছে আপনি অনেক দক্ষ ফটোগ্রাফার। কাশফুলের ছবিটা অস্থির হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ❤️❤️

বাহ্ ভাই, আপনার বন্য ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। শাপলা ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। সবদিক দিয়েই সবগুলো ছবি অনেক সুন্দর হয়েছে।

শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জেনে খুবই খুশি হলাম যে আপনার কাছে ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

 3 years ago 

ভাইয়া আপনিতো খুব সুন্দর ফটোগ্রাফি করেন ।আপনার ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আপনি কাশফুলের ছবিটি এত সুন্দর ভাবে তুলেছেন আকাশ টাও দেখতে খুব ভালো লাগছে ।আপনার শাপলা ফুল খুব সুন্দর হয়েছে। অনেকদিন পর শাপলা ফুল দেখলাম ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই প্রতিটা ফটোগ্রাফিই দারুন ছিলো।অনেক ভালো ভাবে সব উপস্থাপন করেছেন আমার কাছে কলমি ফুল আর শাপলা ফুলটি বেশি ভালো লেগেছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া টাইটেলে ফুলের জায়গায় ফুলর লিখেছেন। টাইপিং মিস্টেক হয়েছে বুঝা যাচ্ছে, ঠিক করে নিলেই হয়ে যাবে।

ছবি সবগুলোই খুব সুন্দর হয়েছে। বিশেষ করে শাপলা ফুলের ছবিটি আমার খুব সুন্দর লেগেছে।
সচরাচর সাদা শাপলা খুব একটা দেখা যায়না বললেই চলে।

 3 years ago 

প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আমি কাশফুল বাস্তবে কখনও দেখিনি, আপনার ছবি গুলো দেখে মন চাচ্ছে আমিও কিছু ফটোগ্রাফি করি।

 3 years ago 

ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন।
ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া ফুলগুলোর। শাপলা ফুল থেকে শুরু করে কাশফুল বাহ সুন্দর ফটোগ্রাফি। সত্যি আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে কাশফুল ও শাপলা ফুলের ফটো গ্রাফি গুলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি সত্যিই অসাধারণ ফটোগ্রাফি করেছেন। বন্যফুল গুলো ছবিতে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। কারণ প্রত্যেকটা ফুলই আমার অনেক পছন্দ ।কলমি ফুল- অনেক আগে কলমি ফুল গুলো দেখতাম এখন আর তেমন দেখি না । শাপলা ফুল যখন পানির ভিতর ফুটে থাকে তখন দেখতে কি অপূর্ব লাগে ।কচুরিপানা ফুল গুলো আমার কাছে খুবই ভালো লাগে এখন তো আর দেখতে পারিনা, তাই আপনারা যখন ছবি শেয়ার করেন তখনই দেখি খুব ভালো লাগে। কাশফুল গুলো আমার অনেক পছন্দ ফুল দূর থেকে কাশফুল গুলো দেখতে সবার কাছে বেশি ভালো লাগে ।অনেক ধন্যবাদ ভাই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে খুব অসাধারণ হয়েছে দেখে মন জুড়িয়ে গেল। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88139.36
ETH 3066.37
USDT 1.00
SBD 2.76