DIY PROJECT(এসো নিজে করি)|পেন্সিল দিয়ে ডালে বসে থাকা পাখির চিত্র অংকন।১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।
আজ -১২ই চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার| বসন্তকাল|
আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
তাহলে চলুন শুরু করি
আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।
ডালে বসে থাকা পাখি
device:redmi note 10
প্রয়োজনীয় উপকরণ
- কাগজ
- পেন্সিল
কাজের ধাপ
ধাপ:-১: প্রথমে একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজের উপর পেন্সিল এর মাধ্যমে একটা বৃত্ত অঙ্কন করে নিই। তারপর একটা গাছের ডালের দৃশ্য অংকন করি।
ধাপ:-২: ডালের কাণ্ডকে পেন্সিলের মাধ্যমে গাঢ় কালার করে নিই। এবং ডালের কিছু পাতার দৃশ্য অঙ্কন করে নিতে হবে।
ধাপ:-৩: এখন ডালে বসে থাকা একটা পাখির চিত্র অঙ্কন করে নিতে হবে ।এবং পেন্সিল এর মাধ্যমে পাখিটিকে গারো কালার করে নিতে হবে। যাতে পাখির সৌন্দর্য বৃদ্ধি পায়।
ধাপ:-৪: এখন বৃত্তের নিচের দিকে কিছু ঘাসের দৃশ্য অঙ্কন করি নিই।
ধাপ:-৫: এখন বৃত্রের মাঝামাঝি একটি সূর্যের দৃশ্য ও পাহাড়ের দৃশ্য অঙ্কন করে নিই। পাহাড়ের দৃশ্য পেন্সিল এর মাধ্যমে কালার করতে হবে।
ধাপ:-৬: এখন সূর্যের বামদিকে কিছু পাখি উড়ে যাওয়ার দৃশ্য অঙ্কন করে নিই। যাতে চিত্রটি আরো সুন্দর দেখায়।
ধাপ:-৭: সূর্যের ডানদিকে পাহাড়ের উপর একটি নারিকেল গাছের দৃশ্য অঙ্কন করি ।এবং কিছু পাখি উড়ে যাওয়ার দৃশ্য অঙ্কন করে নিতে হবে।
ধাপ:-৮: ফাইনাল ধাপ। এখন চিত্রের উপর আমার নিজের ইউজার নাম লিখে ছবি তুলে রাখি যা কমিউনিটির রুলস্ হিসেবে প্রযোজ্য। আশা করি আমার চিত্র অংকন টি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
💞 আল্লাহ হাফেজ 💞
তাহলে চলুন শুরু করি
আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।
device:redmi note 10
প্রয়োজনীয় উপকরণ
- কাগজ
- পেন্সিল
কাজের ধাপ
ধাপ:-১: প্রথমে একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজের উপর পেন্সিল এর মাধ্যমে একটা বৃত্ত অঙ্কন করে নিই। তারপর একটা গাছের ডালের দৃশ্য অংকন করি।
ধাপ:-২: ডালের কাণ্ডকে পেন্সিলের মাধ্যমে গাঢ় কালার করে নিই। এবং ডালের কিছু পাতার দৃশ্য অঙ্কন করে নিতে হবে।
ধাপ:-৩: এখন ডালে বসে থাকা একটা পাখির চিত্র অঙ্কন করে নিতে হবে ।এবং পেন্সিল এর মাধ্যমে পাখিটিকে গারো কালার করে নিতে হবে। যাতে পাখির সৌন্দর্য বৃদ্ধি পায়।
ধাপ:-৪: এখন বৃত্তের নিচের দিকে কিছু ঘাসের দৃশ্য অঙ্কন করি নিই।
ধাপ:-৫: এখন বৃত্রের মাঝামাঝি একটি সূর্যের দৃশ্য ও পাহাড়ের দৃশ্য অঙ্কন করে নিই। পাহাড়ের দৃশ্য পেন্সিল এর মাধ্যমে কালার করতে হবে।
ধাপ:-৬: এখন সূর্যের বামদিকে কিছু পাখি উড়ে যাওয়ার দৃশ্য অঙ্কন করে নিই। যাতে চিত্রটি আরো সুন্দর দেখায়।
ধাপ:-৭: সূর্যের ডানদিকে পাহাড়ের উপর একটি নারিকেল গাছের দৃশ্য অঙ্কন করি ।এবং কিছু পাখি উড়ে যাওয়ার দৃশ্য অঙ্কন করে নিতে হবে।
ধাপ:-৮: ফাইনাল ধাপ। এখন চিত্রের উপর আমার নিজের ইউজার নাম লিখে ছবি তুলে রাখি যা কমিউনিটির রুলস্ হিসেবে প্রযোজ্য। আশা করি আমার চিত্র অংকন টি আপনাদের ভালো লাগবে।
ছবিটা বেশ সুন্দর করে এঁকেছেন। সুন্দর লাগছে।এভাবে গোল বৃওের মধ্যে দৃশ্য গুলো আমার কাছে ভালো লাগে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো।
আমার অংকন করা চিত্র টি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ।।সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।।
আপনার পেন্সিলে আঁকা চিত্র টি বেশ চমৎকার হয়েছে। আপনি দেখি ভালো অঙ্কন করতে পারেন। পাখিটিকে দেখতে বেশ কিউট লাগছে।আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনি দেখি ভালো অঙ্কন করতে পারেন।
জ্বী এটা আপনি যথার্থ বলেছেন মামা।
আপনাকে বলতে হবে না আমি অনেক আগে থেকেই সুন্দর অঙ্কন করতে পারি।। মন্তব্যের জন্য ধন্যবাদ।।
পাখিটিকে ডালে একা একা বসিয়ে রেখে এটি ভালো করেনি। আরেকটি পাখি বসিয়ে দিতেন, তাহলে খুব সুন্দর ভাবে পাখিরা গল্প গুজব করতে পারতো। যাইহোক অনেক সুন্দর একটি আর্ট ছিলো👍 ভালো লাগছে আপনার এই আর্টটি।
নেক্সটাইম পাখির চিত্র অংকন করলে অবশ্যই দুটি পাখির চিত্র অংকন করার চেষ্টা করব।। আপনার সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।।
ভাইয়া পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দর করে ডালে বসে থাকে পাখি এঁকেছেন। মনে হয় একটু কালার করলে আরও বেশি সুন্দর হতো। তবে এমনিতেও দেখতে অনেক সুন্দর হয়েছে। গাছের ডাল দেখতে অনেক সুন্দর লাগছে। সবদিক মিলিয়ে আমার কাছে আপনার পোস্ট অনেক ভাল লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।
পেন্সিল অংকনগুলো আমার কাছে ভালো লাগে। কালার করলে তেমন একটা ভালো লাগে না। এইজন্য আমি কালার করতে পছন্দ করি না।। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।।
ভাইয়া আপনার ডালে বসে থাকা পাখিটি দেখতে অনেক সুন্দর হয়েছে ।আপনার এই পোস্টটি আমাকে খুবই ভালো লেগেছে ।আপনার পোস্টটি আমাদের মধ্যে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।
আমার ডাই পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ।।সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।।
ওয়াও ভাইয়া পেন্সিল দিয়ে অসাধারণ একটি চিত্র অংকন করছেন। কি দারুণ লাগছে পাখিটা ডালে বসে আছে চিত্র অংকন। ভাইয়া এই চিত্র অংকন টা যদি রঙ করতেন দেখতে অনেক কালারফুল লাগতো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
পরবর্তীতে অঙ্কন করলে অবশ্যই রং করার চেষ্টা করব।। সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।।
পেন্সিল দিয়ে ডালে বসে থাকা পাখির চিত্র অংকন করেছেন ভাই। সত্যি আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার এই অংকন পোস্ট দেখে। চমৎকার লাগল এবং সাজানো গোছানো উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা অংকন শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞
আমার অংকন পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম।। গঠনমূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।।
আপনার করা অংকনটি দেখেই বোঝা যাচ্ছে আপনি অঙ্কন করা খুবই দক্ষ । পেন্সিল ব্যবহার করে আপনার চিত্রাঙ্গনটি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। চিত্রাংকন টির ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শুভকামনা রইল।
সুন্দর করে অংকন করার চেষ্টা করি মাত্র।। আমার পেন্সিল অংকনটা আপনার কাছে ভাল লেগেছে জেনে ভাল লাগলো।। ধন্যবাদ মন্তব্যের জন্য।।
খুবই চমৎকার লাগছে আপনার তৈরি করা ডালে বসে থাকা পাখির চিত্রাংকন টি। আপনি শুধুমাত্র পেন্সিলের দ্বারা চিত্রাংকন টি অঙ্কন করে আকর্ষণীয় করে তুলেছেন। যা দেখতে ভীষণ রকম সুন্দর লাগছে। এবং চিত্রাংকনের ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।।❤️❤️
গাছের ডালে বসে থাকা একটি পাখির দৃশ্য আপনিতো খুব সুন্দর ভাবে পেন্সিল এর সাহায্যে ফুটিয়ে তুলতে পেরেছেন ভাইয়া।আমার কাছে পাখিরে এই চিত্রাংকনটি খুবই ভাল লেগেছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
আমি আমার সাধ্যমত ড্রইং করার চেষ্টা করেছি মাত্র। আর চিত্রটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ।।মন্তব্যের জন্য ধন্যবাদ।।