আমার কবিতার ডায়েরির পাতা থেকে ||"মা"||লাজুক খ্যাকের জন্য ১০%।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৩পৌষ| ১৪২৮ বঙ্গাব্দ |শুক্রবার| শীতকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আজ আপনাদের মাঝে আমার ডায়েরির পাতা থেকে আরো একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি।কবিতার নাম "মা"।আশাকরি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।



mother-429158__340 (1).webp

Source



মা

বুকের সব সুখ - দুঃখ গুলো
বের করে লিখেছি বাংলাদেশ ।
মুখ ফুটে কি আর বলবো ,
আমি ভালবাসি তোমাকে ।

যখন ঝাপ দিয়েছিলাম অথৈ সমুদ্রে
বেয়েছি দাঁড় শুধু অন্ধকারের দিকে
ভেবেছি শুধু কখন পাবো আলোর দেখা ।
তখন মুখ ফুটে চিৎকার করে বলবো
ভালবাসি আমি তোমাকে

যখন দেখেছি স্বপ্ন দু চোখ ভরে,
সত্যি করেছি সংগ্রাম করে ।
যখন করতে হয়েছে পিশাচদের দমন ,
বেরিয়ে এসেছি মায়ের আঁচোল থেকে।
পরেছি তখন কপালে রাজটিকা।
ধরেছি তখন আলোর ছটা।
তখন বলবো কি আর নিরবে ,
মা আমি ভালবাসি তোমাকে


ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

এটা শর্ট পোষ্ট হয়েগেছে ভাই, আমার কবিতার পোষ্টগুলো একটু দেখার চেষ্টা করুন, আমি কিভাবে উপস্থাপন এবং কবিতা লেখার আগে কবিতা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করি যেন পোষ্টটির মান নিচে নেমে না যায়। ধন্যবাদ

 3 years ago 

পরবর্তীতে আর এইরকম হবে না।আপনার উপদেশমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56002.99
ETH 2458.17
USDT 1.00
SBD 2.28