ইউটিউব ভিলেজে ঘোরাঘুরি||১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১,কার্তিক| | ১৪২৯ বঙ্গাব্দ ||সোমবার||হেমন্তকাল||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রয়েছে। তবে এই জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য সবচেয়ে উপযুক্ত একটি মাধ্যম হলো ভ্রমণ করা। কারণ ভ্রমণের মাধ্যমে আপনি আপনার মধ্যে থাকা জ্ঞানের পরিমান কে আরও বেশি বৃদ্ধি করে নিতে পারবেন। তাই আমাদের সবার উচিত নিয়মিত ভ্রমণ করা।নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।



ইউটিউব ভিলেজ।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/offsets.demonstrated.hubs




এইতো কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে ইউটিউব ভিলেজ এ ঘুরতে গিয়েছিলাম। ইউটিউব ভিলেজে খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখা আছে ।যা দেখে মুগ্ধ হওয়ার মত ।আসলে ইউটিউব ভিলেজ নামকরণ করা হয়েছে সেই গ্রামে একটা লোক ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রামকে পরিচিত করে তুলেছে। অবশ্য এখনও তেমন কিছু তৈরি করা হয়নি ।কিন্তু সামনে বৃহৎ পরিকল্পনা রয়েছে তাদের।


1665986251496-01.jpeg

1665986195411-01.jpeg


আমাদের বাড়ি থেকে ইউটিউব ভিলেজের দ্রুত ৫ থেকে ৬ কিলোমিটার ।আর এর রূপ দেখে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো যাবে না। গ্রামীণ পরিবেশে পার্ক অবস্থিত হলেও এর সৌন্দর্যের কোন কমতি নেই। অনেক দূর দুরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে।।


1665986171592-01.jpeg

1665986161272-01.jpeg


পর্যটকদের দেখার জন্য পার্কের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে রাখা ।আর এই জিনিসগুলো কৃত্রিম জিনিস। অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ আকর্ষিত হয়ে দেখে। এই পার্ক সম্পর্কে আপনারা হয়তো বিভিন্ন টেলিভিশন কিংবা ইউটিউবে দেখেছেন।


1665986211101-01.jpeg

1665986230021-01.jpeg


ফটোশুটের জন্য পার্কের মধ্যে একটি লাভপয়েন্টে তৈরি করে রাখা ।লাভ পয়েন্ট দেখতে খুবই সুন্দর।। লাভ পয়েন্টের চারিপাশে ফুল দিয়ে বেষ্টিত। যা দেখলে মুগ্ধ হয়ে যাওয়া যায়। দুই পাশে বড় আকারে ইউটিউব লেখা ।যা দেখে মন ভরে যায় আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে।


1665986052660-01.jpeg

1665986036980-01.jpeg


এই পার্কের মধ্যে বিভিন্ন ধরনের লেক রয়েছে ।লেকের এক সাইডে ঘাস দিয়ে ইউটিউব ভিলেজ লেখা। যা দেখতে চমৎকার। আসলে গ্রামের মধ্যে এরকম একটা পরিবেশ যা মনমুগ্ধকর। আপনারা দেখলে অবশ্যই এর সম্পর্কে অনেক কিছু দেখতে জানতে পারবেন ।পরবর্তী পোস্টে বিভিন্ন ধরনের পশুপাখি তৈরি করে রাখা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব ধন্যবাদ।




ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

আল্লাহ হাফেজ

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

সর্পগুড়া সাপোর্ট দিয়ে পাশে আছেন পাশে থাকবেন সবসময় আশা করি ।।আপনার স্বল্প পরিমাণ সাপোর্ট আমাদের জন্য অনেক কিছু ।।এভাবে সব সময় পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন।

 2 years ago 

আপনি ঘুরে ঘুরে জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন জেনে ভালো লাগলো আমি মনে মনে ভাবছি ইউটিউব ভিলেজ নাম কেন হয়েছে পরে আপনি বলে দিলেন গ্রামের একটি লোক ইউটিউব এর নামে পরিচিত করেছে গ্রামটিকে। পরবর্তীতে আরো পরিকল্পনা আছে জেনে ভালো লাগলো। জায়গাটি সুন্দর আর জায়গাটা আসলে অনেক মনোমুগ্ধ এ জন্য দূর থেকে মানুষজন দেখতে আসে। ছবিগুলো কিন্তু আপনি খুব অসাধারণ তুলেছেন। ছবিগুলো দেখে আমারও যাওয়ার ইচ্ছা করছে।

 2 years ago 

আসলে এই জায়গাটি অনেক সুন্দর। সেখানে গেলে সতেজ পরিবেশে মন ভালো হয়ে যায় ।মূল্যবান মতামতের জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ভাই আপনার ঠিক কথা বলেছেন ভ্রমণ আসলে মানুষের জন্যে অনেক প্রয়োজনিয়। এতে করে মানুষের প্রান চঞ্চলতা ফিরে আসে। আর আপনি ইউটিউব গ্রামটি আসলেই অনেক সুন্দর।

 2 years ago 

একমাত্র ভ্রমণি পারে জ্ঞানের পরিধি কে বৃদ্ধি করতে।। ভ্রমণ করলে অজানা কে জানা যায়।। ধন্যবাদ মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য।।

 2 years ago 

ইউটিউব ভিলেজের কথা অনেক শুনেছি এবং অনেক ফটোগ্রাফি দেখেছি। তবে সেখানে যাওয়া হয়নি, খুব যাওয়ার ইচ্ছা রয়েছে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন, দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

অবশ্যই ইউটিউবভিলেজে এসে ঘুরে যাবেন ।।অনেক সুন্দর একটা জায়গা গ্রাম্য পরিবেশে হাওয়ায় জায়গাটি দেখে মুগ্ধ হয়ে যাবেন আশা করি।।

 2 years ago 

ভাইয়া আপনি কিন্তু ঠিক বলেছেন আমাদের সবারই মাঝে মধ্যে ঘুরে বেড়ানো উচিত তাহলে শরীর এবং মনের অনেক প্রশান্তি হয়। ইউটিউব ভিলেজ এর কথা অনেকবার শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে দেখে বুঝতে পারলাম দেখতে সত্যিই খুব সুন্দর। আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখিয়ে পাওয়া যাচ্ছে। জায়গাটি এত সুন্দর এইজন্য এখানে এত মানুষ ঘুরতে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি জায়গার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঘুরাঘুরি করলে মন মানসিকতা ভালো হয়ে যায়।। আর অবশ্যই ইউটিউব ভিলেজে এসে ঘুরে যাবেন ।।আর আসলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন যেয়ে দেখা করে আসবো।

 2 years ago 

ইউটিউব ভিলেজ সম্পর্কে এর আগেও কয়েকটি পোস্ট দেখেছিলাম। জায়গাটি আসলেই খুব সুন্দর। তবে এই জায়গার নাম কেন ইউটিউব ভিলেজ হয়েছে এটা আমার জানা ছিল না। আজকে জানতে পারলাম আপনার মাধ্যমে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিসের ফটোগ্রাফি করার। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

ইউটিউব ভিলেজ সম্পর্কে প্রথম জানতে পারি ফেসবুক থেকে। এরপর এ কমিউনিটিতে এডমিন সুমন ভাইয়াকে দেখেছিলাম এই ইউটিউব ভিলেজ ভ্রমণ নিয়ে পোস্ট করতে। আজ আবার আপনার পোস্টটি চোখে পড়ল। সত্যিই এই ভিলেজ যতবারই দেখি খুব ভালো লাগে। বেশ সুন্দর করে পুরো ভিলেজটি ডেকোরেশন করে রেখেছে। ইউটিউব ভিলেজ ভ্রমণ করার খুব ইচ্ছা রয়েছে। আশা করছি একদিন অবশ্যই যাবো।

 2 years ago 

জায়গাটি ভালো লাগার মতই।। যতবারই গিয়েছি মনে হয় আবার যেয়ে ঘুরে আসি। অনেক সুন্দর একটি জায়গা ।আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন।।

 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন নিজ হাতে ক্যামেরা নিয়ে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে সত্যি ভীষণ ভালো লাগে। আর প্রকৃতির রূপ আমাদের সকলেরই কাছেই ভীষণ প্রিয়।
youtube village নামটা বেশ ভালো লাগলো। প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত সুন্দর একটি পার্ক সত্যিই পছন্দ করার মত। বিভিন্ন জায়গায় ইউটিউব ভিলেজ লেখা টি দেখে বেশ ভালো লাগলো । ফটো শুটের জায়গাটাও বেশ ভালো লেগেছে । এছাড়াও লেকের পাশে ইউটিউব ভিলেজ লেখাটাও দারুন ছিল। সব মিলিয়ে পার্ক টি মোটামুটি বেশ সুন্দর বানিয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রকৃতির পরিবেশের মধ্যে সুন্দর একটি পার্ক যা দেখে অনেকেই মুগ্ধ হয়ে যায়।। অসাধারণ জায়গাটি ।।আপনি একদিন এসে ঘুরে যাবেন।। আশা করি ভালো লাগবে।।

 2 years ago 

গ্রাম‍্য পরিবেশের মধ্যে এইরকম সুন্দর একটি পার্ক সত্যি দারুণ। আমার বাড়ি থেকেও বেশি দূরে না। তবে যাব যাব করে যাওয়ায় হয় না। আপনাদের পোস্ট ফটোগ্রাফি গুলো দেখা লাগে শুধু। এই নিয়ে তো মনে হয় আপনি নিজেই বেশ কয়েকবার গেলেন ভাই। ভালো ছিল পোস্ট টা।

 2 years ago 

পরবর্তী সময়ে আবার একসাথে যেয়ে ঘুরে আসবো ।এখনো পার্কের মধ্যে কাজ অনেক বাকি রয়েছে।। কাজগুলো কমপ্লিট হোক যেয়ে ঘুরে আসবো।

 2 years ago 

ওয়াও বেশ চমৎকার ইউটিউব ভিলেজ। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আপনার পোষ্টের মাধ্যমে আমি এটি দেখতে পেয়েছি আর আপনি তো এটি উপভোগ করেছেন আপনার কাছে সত্যি মনে হয় অনেক ভালো লেগেছে। বন্ধুদের সাথে এরকম জায়গায় ঘোরাঘুরি করার মজাটাই আলাদা। আমার তো যাওয়ার জন্য আগ্রহ বাড়ছে।

 2 years ago 

অনেক ভালো লাগার মত একটি জায়গা ।যেখানে গেলে মন মানসিকতা ভালো হয়ে যায়। গ্রামীণ পরিবেশ অপরূপ সৌন্দর্য মুগ্ধ করার মত একটি জায়গা ।।ধন্যবাদ শেয়ার করার জন্য মতামত।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64658.37
ETH 3421.84
USDT 1.00
SBD 2.52