শিক্ষা ও সংস্কার|পর্ব-২|১০% লাজুক খ্যাকের জন্য বরাদ্দ||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২৯ শে বৈশাখ| ১৪২৯ বঙ্গাব্দ |বৃহস্পতিবার| গ্রীষ্মকাল|

আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি



istockphoto-1240986181-170667a.jpg

source


সন্ত্রাস কথাটি শুনলেই মানুষের মনে ভীতির সঞ্চার হয় । আর শিক্ষাঙ্গনে সন্ত্রাস সেতো আরও ভয়াবহ । দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে এক শ্রেণীর নীতিবিবর্জিত অসৎ ছাত্র আপন মতবাদ এবং ইচ্ছা প্রচার ও প্রসারের শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনানি প্রদর্শন করে শক্তির মহড়ায় লিপ্ত । যার ফলে শিক্ষার পরিবেশ হচ্ছে কলুষিত , কোমলমতি শিক্ষার্থীরা তথা জাতির ভবিষ্যৎ কর্ণধাররা হচ্ছে বিপথগামী । ফলে গোটা জাতি মেধাশুন্য হয়ে পড়েছে । শিক্ষাঙ্গনের সন্ত্রাসকে পশু শক্তির নব সংস্করন বলে আখ্যায়িত করা যায় । কারন নানা ধরনের অপকর্মের মাধ্যমে সন্ত্রাসীরা তাদের মূল্যবোধকে ধূলোয় লুটিয়ে দিয়েছে ।


boy-5731001__480.webp


তারা শিক্ষকদের নীতিবোধের অপমৃত্যু ঘটানোর প্রয়াসেও লিপ্ত । সুতরাং সন্ত্রাস আমাদের জাতীয় জীবনকে এক ভয়াবহ পরিনতির দিকে ফেলে দিচ্ছে একথা ধ্রুবতারার মত সত্যে । দেশের প্রতিটা শিক্ষাঙ্গনে বর্তমানে সন্ত্রাস মাকড়সার জালের মত ছড়িয়ে আছে । প্রতিটি শিক্ষাঙ্গনে বিরাজ করছে চরম অশান্ত পরিবেশ । অস্ত্রের ঝনঝনানিতে নিরিহ ছাত্র সমাজ আতঙ্কিত । সন্ত্রাস হচ্ছে শিল্প আর বর্তমান ছাত্রাবাসগুলো হচ্ছে শিল্প কারখানা এসব কারখানায় বোমা থেকে শুরু করে সব মরনাস্ত্রই তৈরী হচ্ছে । ছাত্রবাসগুলো সন্ত্রাসের উর্বর ভূমিতে পরিনত হয়েছে ছাত্ররা কলমের পরিবর্তে হাতে অস্ত্র তুলে নিচ্ছে । সন্ত্রাস কিছুতেই জাতির মঙ্গল বয়ে আনতে পারে না ।


people-2557399__480.jpg


ছাত্রদের পড়াশুনায় মনোযোগী হওয়া উচিত , নোংরা রাজনীতিতে নয় । ছাত্ররা রাজনীতিতে অংশগ্রহন করবে , কিন্তু তার মানে এই নয় যে তারা াসী হবে । সন্ত্রাস শুধু শিক্ষাঙ্গনের পরিবেশই নষ্ট করেনী অনেক মূল্যবান জীবনও ধ্বংস করে দেয় । কারন তারা গডফাদারদের হাতের পুতুল । এই গডফাদাররা নিরাপরাধ ছেলেদের কে ধ্বংস করে । লেখা - পড়া করতে গিয়ে সন্ত্রাসের শিকার হচ্ছে পরিবারের একমাত্র আশা ভরসার প্রতীক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রটি । হয়তো বাবা তাকে শেষ সম্বল বিক্রি করে ফাইনাল পরীক্ষার ফরম পূরনের টাকা দিয়েছিল । সন্ত্রাসের শিকার হয়ে সে আর বাবার বুকে ফিরে যায় না । ফলে গোটা পরিবার নিঃস্ব হয়ে পড়ে । শিক্ষাঙ্গনের সন্ত্রাসের কারনে দেশের হাজার হাজার মেধাবী ছাত্র - ছাত্রী পার্শ্ববর্তী দেশে পাড়ি জমাচ্ছে । এতে অপচয় হচ্ছে মূল্যবান বৈদেশিক মুদ্রার । তাছাড়া বহির্বিশ্বও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভাব মূর্তি শুন্য হচ্ছে ।


notebook-2178656__480.webp


সন্ত্রাস একটি অভিশাপ । এ অভিশাপ থেকে মুক্তির জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া অতি জরুরী হয়ে পড়েছে । শিক্ষাঙ্গনে সন্ত্রাসীর সংখ্যা খুবই সীমিত । এদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে । তাছাড়া ছাত্ররা যাতে রাজনৈতিক দল গুলোর হাতের ক্রীড়ানক হিসাবে ব্যবহার না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে । পরিশেষে বলা যায় যে , শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দূর করতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে । হোলি খেলার মত হয়ে সন্ত্রাসীরা খুন , হাতের পাঞ্জা কাটা , রগকাটা , এসিড নিক্ষেপ প্রভৃতি কাজে লিপ্ত । এ অবস্থা অবশ্যই বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে । শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসের মূল উৎঘাটন করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার মধ্যে জাতির কল্যান নিহিত । তাই আমার মতে ছাত্রদের শ্লোগান হওয়া উচিত অস্ত্র রেখে কলম ধরি , সবাই এসো লেখাপড়া করি ।



  • শিক্ষা সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি অবশ্যই শিক্ষার্থীদের জন্য উপকারী হতে পারে যদি সংস্কারগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়। কিন্তু যেকোনো সংস্কার বা পরিবর্তনকে অর্থবহ করতে অনেক বিষয় বিবেচনা করতে হয়।বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো একটি সংস্কার বা পরিবর্তন পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগে আরেকটি নতুন পরিবর্তন সামনে আসে। এর পেছনে কিছু কারণ রয়েছে।

ধন্যবাদ সবাইকে

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

এভাবে সবসময় পাশে থেকে উৎসাহ দিবেন আমাদের ধন্যবাদ।

 2 years ago 

আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে যখনই শিক্ষণীয় কোন পোস্ট আমাদের মাঝে উপস্থিত হয়। সেখানে কোন পাঠক ঠিকভাবে পড়ে না এবং কমেন্টস করে না। ঠিক আপনার এই এত সুন্দর শিক্ষনীয় পোস্ট এ তেমনই লক্ষ্য করা যায়। যাইহোক যে যে আপনার পোস্টটি পড়েছে, আশা করি তাদের উপকারে এসেছে।

 2 years ago 

এটাই বাস্তবতা ভাইয়া পড়তে হবে জেনে কেউ কমেন্ট করেনি ।আর যেগুলো না পড়ে কমেন্ট করতে হয় ওই গুলা কমেন্টের ছড়াছড়ি বেধে যায়। যাইহোক আপনি আমার পোস্টটা ভিজিট করেছেন এতে আমি অনেক খুশি হলাম ।।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তাছাড়া ছাত্ররা যাতে রাজনৈতিক দল গুলোর হাতের ক্রীড়ানক হিসাবে ব্যবহার না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে ।

আপনি খুব ভাল কথা বলেছেন ভাই। রাজনৈতিক দলগুলো যাতে শিক্ষার্থী দের তাদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিল না করতে পারে এ বিষয়ে আমাদের সমাজের সজাগ দৃস্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60035.79
ETH 3187.54
USDT 1.00
SBD 2.45