ফটোগ্রাফি পোস্ট-২||২৩-০৮-২০২১||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ৮ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি। আমার ফটোগ্রাফি পোস্ট-২।আমার গ্রামের কিছু সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরবো। আশাকরি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করি

#১



1629644109338-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/because.senders.cursorily


বাংলাদেশে প্রচুর অথিতি পাখির আগমন ঘটে।বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসে।নির্দিষ্ট সময় থাকার পর পাখি গুলো আবার অন্য দেশে চলে যায়।পাখি দুটি ধানের মধ্যে পোকামাকড় খাচ্ছে।এই পাখির জন্য মাঠে ফসল ভালো হয়।যেসব পোকামাকড় ফসলের ক্ষতি করে থাকে এই পাখিগুলো সেইসব পোকামাকড় খেয়ে থাকে।

#২



1629734664380-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/absorbing.tapered.preset


বাংলাদেশ নদী মাতৃক দেশ।বাংলাদেশে বিভিন্ন নদ-নদী বয়ে গেছে।বাংলাদেশের প্রায় মানুষ নদীর উপর নির্ভরশীল।বাংলাদের নদীর মাধ্যমে প্রায় দেশের সাথে খুব সহজে যোগাযোগ করা যায়।মাঝি সন্ধার টাইমে যাত্রীদের নিয়ে পদ্মা নদী পারি দিচ্ছে।

#৩



1629734749941-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/rebuild.booms.cockatoos



বর্ষাকালে যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন চারিদিকে পানি থৈথৈ করে।হাসঁ পানি পেলে খুব খুশি হয়ে থাকে।তারা সারাদিন পানিতে নেমে থাকে।তারা পানিতে খাবার খুজে খেয়ে থাকে।

#৪



1629553330730-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/decimation.dimple.budge


নদীর তীরে বসে কফি খাওয়ার মজাই আলাদা।আর যদি আকাশে চাঁদ থাকে তাহলে তো কথাই নাই।আকাশে সুন্দর চাঁদ দেখতে দেখতে কফি খাওয়া আহ কিযে ফিলিংস। নদীর নিম নিম বাতাস বইছে সাথে ঢেউয়ের শব্দ।

#৫



1629644025439-01.jpeg

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/entourages.correlations.successfully


এই পাখিটির নাম কিঙফেসার। ঘাসের উপর বিভিন্ন ধরনের পোকামাকড় বিরাজমান থাকে যেগুলো পাখিদের খুবই প্রিয় খাবার। তারা সবুজ ঘাসের উপর বসে থাকা পোকা গুলোকে আক্রমন করে। এভাবেই তারা দিনের খাবার আহরণ করে থাকে।

#৬



IMG_6941.JPG

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/belfry.woodpecker.combative


এখন ধান চাষের উপযুক্ত সময়। একজন কৃষক ধানের ক্ষেতে কীটনাশক দিচ্ছে। ধানের উচ্চ ফলনের জন্য কীটনাশক খুবই উপযোগী। একমাস যাবৎ ধান লাগানো হয়েছে কীটনাশক দেওয়ার ফলে দ্রুত বৃদ্ধি পাবে।

#৭



IMG_6985.JPG

device:canon 600d
What's 3 Word Location:
https://w3w.co/twilights.snored.buffoon


বর্ষামৌসুমে বিভিন্ন ধরনের ফুল ফোটে থাকে।তার মধ্যে অন্যতম ফুল হলো তারা ফুল।এই ফুল দেখতে খুব সুন্দর দেখায়।

ধন্যবাদ

Sort:  

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি যাস্ট মুদ্ধ। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে ধান খেরে উপর দিয়ে উড়ে যাওয়া বকটা সুন্দর বেশি লাগছে আমার কাছে। শুভ কামনা রইল।

 3 years ago 

সুন্দর ফটোগ্রাফি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65