DIY PROJECT(এসো নিজে করি).||রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৫কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | রবিবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি



1635688276362-01.jpeg


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।

আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে হয়।আশাকরি আমার ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে।



উপকরন

  • রঙিন পেপার
  • গ্লু-গান
  • আঠা
  • কার্ডবোর্ড

কাজের ধারা



1635687764591-01.jpeg


ধাপঃ-১ঃপ্রথমে একটি কার্ডবোর্ডকে কাঁচি দিয়ে কেটে বৃত্ত বানিয়ে নিতে হবে।খেয়াল রাখতে হবে যেনো বৃত্তটির চারিপাশে সমান হবে।



1635687821035-01.jpeg

1635687887663-01.jpeg


ধাপঃ-২ঃএরপর লাল রঙের কাগজ কেটে নিতে হবে।তারপর রঙিন কাগজকে সমান করে ভাস করে নিতে হবে।



1635687913955-01.jpeg

1635688085912-01.jpeg


ধাপঃ-৩ঃতারপর কাঁচি দিয়ে কেটে ফুল বানাতে হবে।সবগুলো ফুল সমান বানাতে হবে।



1635687997052-01.jpeg

1635688021123-01.jpeg


ধাপঃ-৪ঃনীল রঙের কাগজকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে।তারপর কাগজ ভাস করে নিই।এরপর ফুলের আকৃতি দিতে হবে।



1635688064216-01.jpeg

1635688103198-01.jpeg


ধাপঃ-৫ঃনীল রঙের ফুলকে ফিতার সাথে আঠা দিয়ে আটকিয়ে নিই।



1635688154589-01.jpeg

1635688176800-01.jpeg

1635688210143-01.jpeg

ধাপঃ-৬ঃএরপর সবুজ রঙের কাগজকে চিত্রের ন্যায় কেটে নিতে হবে।তারপর ফুলের আকৃতি দিতে হবে।আঠা দিয়ে প্রতিটা পাপড়িতে আঠা দিয়ে লাগাতে হবে।



1635688242211-01.jpeg


ধাপ-৭ঃএখন উপরের বানানো সকল জিনিস গুলোকে চিত্র অনুযায়ী আঠা দিয়ে লাগিয়ে দিবো।


1635688276362-01.jpeg


ধাপ-৮ঃউপরের দিকে কাটবোর্ড দিয়ে তৈরিকৃত গোলাকার অংশে ধাপ ২ এ তৈরি ফুলগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দিবো। তাহলে তৈরি হয়ে গেলো রঙিন কাগজের তৈরি ওয়ালমেট।


ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 4 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট বানাইছেন। দেখে খুবই ভালো লাগলো অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ কাজ করছেন। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 4 years ago 

সুন্দর মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

বাহ আপনি অসাধারণ একটি অলমেট তৈরি করেছে। আর এরকম ওয়ালমেট দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়ে গেলাম। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল। তাই আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে পরিবেশন করেছেন। দেখে অনেক ভাল লাগল এবং খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি উপস্থাপনা করেছেন। অনেক ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল আর কালার কম্বিনেশন টা অনেক ভালো

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

 4 years ago 

আপনি খুবই সুন্দর একটি ওয়ালেট তৈরি করেছেন। কাগজ দিয়ে খুবই সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago 

আপনার ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছ। তবে আপনার ওয়ালমেট এর মধ্যে একটি জিনিস আমার কাছে খুবই সুন্দর লেগেছ। যে জিনিসটা বেশি সুন্দর লেগেছে তা হলো সবুজ পাতা গুলো। সম্পূর্ণ ওয়ালমেটটির মধ্যে পাতা গুলো আমার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে আর পাতার জন্য কাগজের খাঁজকাটা গুলো খুব বেশি সুন্দর ছিলো।অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের সাথে শেয়ার করেছেন।

 4 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

বা রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার ওয়ালমেট বানানোর পদ্ধতি দেখে সত্যিই অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago 

ভাই আপনার ওয়ালমেট টি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে বেশি ভালো লেগেছে নিচের অংশটা ।দেখতে খুবই আকর্ষণীয় লাগছে ।আপনার রঙিন কাগজের কালার কম্বিনেশন টা দারুন হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন যেটি আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য

 4 years ago 

খুব সুন্দর লাগছে ওয়াল্মেটটি
আর এটা বানানোও তেমন কঠিন কিছু না
আপনি তো ধাপে ধাপে বানানোর পদ্ধতি দিয়ে আরও সহজ করে দিয়েছেন

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কন্সেপ্ট শেয়ার করার জন্য

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট সুন্দর হয়েছে। যা আমার ভালো লেগেছে।।ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য♥

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109632.17
ETH 3837.16
USDT 1.00
SBD 0.58